রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া থেকে মাঠেরভিটা রাস্তায় বৃষ্টি হলেই তৈরি হয় কাদা। সহজভাবে যানবাহন চলাচল করতে পারে না। কয়েকজন ঠেলা না দিলে ভ্যান, অটোরিকশার চাকা ঘোরে না। এতে এক কিলোমিটার রাস্তায় উপজেলার শৌলমারী ইউনিয়নের পাঁচ গ্রামের দুর্ভোগের শেষ নেই।
শৌলমারী ইউনিয়নে গিয়ে দেখা যায়, চৎলাকান্দা, কলমেরচর, গয়টাপাড়া, উত্তর শৌলমারী ও দক্ষিণ বোয়ালমারী গ্রামের চলাচলের একমাত্র রাস্তা মাঠেরভিটা থেকে গয়টাপাড়া পর্যন্ত দুই কিলোমিটার। এর মধ্যে এক কিলোমিটার রাস্তা সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ বিষয়ে কথা হলে চৎলাকান্দা গ্রামের ব্যাটারিচালিত ভ্যানের চালক রফিকুল বলেন, ‘কলমের চর সেতু থেকে চৎলাকান্দা গ্রামের আলমের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় হাঁটু কাদা হওয়ায় পাঁচ থেকে ছয়জন ঠেলা না দিলে কোনো গাড়ি চলাচল করতে পারছে না। চরম ভোগান্তিতে আমাদের ভ্যান চালাতে হচ্ছে। জীবিকার তাগিদে কষ্ট করে এই রাস্তায় ভ্যান চালাই।’
গয়টাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল হোসেন বলেন, ‘সারা দেশে উন্নয়ন হলেও বঞ্চিত হয়েছি আমরা। গয়টাপাড়া থেকে রৌমারী বাজারের দূরত্ব চার কিলোমিটার। এখানে ধান, গম, ভুট্টার ৫০ কেজির ১ বস্তা বহনে খরচ পড়ে ৫০ টাকা, অথচ দাঁতভাঙ্গা থেকে রৌমারী বাজারের দূরত্ব ১০ কিলোমিটার। রাস্তা ভালো থাকায় এক বস্তায় খরচ পড়ে ২০ টাকা। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
গয়টাপাড়া গ্রামের রিয়াজুল হক, আব্দুল গফুর, মমিন উদ্দিন ও সোনা মিয়া বলেন, ‘আমাদের গ্রামে কেউ অসুস্থ হলে রাস্তা খারাপের কারণে কোনো ডাক্তার আসতে চায় না। রোগীকে দ্রুত হাসপাতালেও নেওয়া যায় না। বিশেষ করে গর্ভবতী মায়েদের পড়তে হয় চরম দুর্ভোগে।’
চৎলাকান্দ গ্রামের শাহিন মিয়া বলেন, ‘এই রাস্তাটি সংস্কার না করায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না। ’
শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘ওই রাস্তাটির টেন্ডার হয়েছে, সেখানে আবার নতুন করে প্রকল্প দেওয়ার কোনো সুযোগ নেই। যে ঠিকাদার কাজ পেয়েছেন, আমি তাঁর সঙ্গে কথা বলেছি দ্রুত কাজ শুরু করার জন্য। তাঁরা বৃষ্টির অজুহাতে কাজ শুরু করছেন না।’
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া থেকে মাঠেরভিটা রাস্তায় বৃষ্টি হলেই তৈরি হয় কাদা। সহজভাবে যানবাহন চলাচল করতে পারে না। কয়েকজন ঠেলা না দিলে ভ্যান, অটোরিকশার চাকা ঘোরে না। এতে এক কিলোমিটার রাস্তায় উপজেলার শৌলমারী ইউনিয়নের পাঁচ গ্রামের দুর্ভোগের শেষ নেই।
শৌলমারী ইউনিয়নে গিয়ে দেখা যায়, চৎলাকান্দা, কলমেরচর, গয়টাপাড়া, উত্তর শৌলমারী ও দক্ষিণ বোয়ালমারী গ্রামের চলাচলের একমাত্র রাস্তা মাঠেরভিটা থেকে গয়টাপাড়া পর্যন্ত দুই কিলোমিটার। এর মধ্যে এক কিলোমিটার রাস্তা সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ বিষয়ে কথা হলে চৎলাকান্দা গ্রামের ব্যাটারিচালিত ভ্যানের চালক রফিকুল বলেন, ‘কলমের চর সেতু থেকে চৎলাকান্দা গ্রামের আলমের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় হাঁটু কাদা হওয়ায় পাঁচ থেকে ছয়জন ঠেলা না দিলে কোনো গাড়ি চলাচল করতে পারছে না। চরম ভোগান্তিতে আমাদের ভ্যান চালাতে হচ্ছে। জীবিকার তাগিদে কষ্ট করে এই রাস্তায় ভ্যান চালাই।’
গয়টাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল হোসেন বলেন, ‘সারা দেশে উন্নয়ন হলেও বঞ্চিত হয়েছি আমরা। গয়টাপাড়া থেকে রৌমারী বাজারের দূরত্ব চার কিলোমিটার। এখানে ধান, গম, ভুট্টার ৫০ কেজির ১ বস্তা বহনে খরচ পড়ে ৫০ টাকা, অথচ দাঁতভাঙ্গা থেকে রৌমারী বাজারের দূরত্ব ১০ কিলোমিটার। রাস্তা ভালো থাকায় এক বস্তায় খরচ পড়ে ২০ টাকা। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
গয়টাপাড়া গ্রামের রিয়াজুল হক, আব্দুল গফুর, মমিন উদ্দিন ও সোনা মিয়া বলেন, ‘আমাদের গ্রামে কেউ অসুস্থ হলে রাস্তা খারাপের কারণে কোনো ডাক্তার আসতে চায় না। রোগীকে দ্রুত হাসপাতালেও নেওয়া যায় না। বিশেষ করে গর্ভবতী মায়েদের পড়তে হয় চরম দুর্ভোগে।’
চৎলাকান্দ গ্রামের শাহিন মিয়া বলেন, ‘এই রাস্তাটি সংস্কার না করায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না। ’
শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘ওই রাস্তাটির টেন্ডার হয়েছে, সেখানে আবার নতুন করে প্রকল্প দেওয়ার কোনো সুযোগ নেই। যে ঠিকাদার কাজ পেয়েছেন, আমি তাঁর সঙ্গে কথা বলেছি দ্রুত কাজ শুরু করার জন্য। তাঁরা বৃষ্টির অজুহাতে কাজ শুরু করছেন না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে