শহিদুল ইসলাম, বাসাইল
বাসাইল বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সড়ক-উপসড়ক এবং ফুটপাত দখল করে যত্রতত্র গড়ে উঠেছে ছোট-বড় যানবাহনের অবৈধ স্ট্যান্ড। এতে চলাচলে দুর্ভোগে পোহাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের নীরবতার সুযোগে সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা এসব স্ট্যান্ডের কারণে প্রতিনিয়ত বাড়ছে যানজট। জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও আটকে পড়ে অনেক সময়। এসব স্ট্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে শিক্ষার্থী ব্যবসায়ী, পথচারী ও সচেতন মহল।
সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার বিভিন্ন রাস্তার মোড়েই গড়ে উঠেছে অনুমোদনহীন স্ট্যান্ড। এর মধ্যে জিরো পয়েন্ট, কাঁচাবাজার, রেজিস্ট্রি অফিস ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং চারুবাগ মার্কেটসংলগ্ন এলাকাসহ রাস্তা দখল করে গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশা, অটোভ্যনেরর অবৈধ স্ট্যান্ড। এসব স্ট্যান্ডে এলোমেলো দাঁড়িয়ে থাকা সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা, অটোভ্যানের চাপে প্রতিনিয়ত তৈরি হচ্ছে যানজটের।
এদিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে উপজেলা গেট পর্যন্ত সড়কের দুই পাশে পিকআপ ভ্যানের পার্কিংয়ের রাস্তা সংকুচিত হয়ে পড়ায় মানুষ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তার ওপর রোড পারমিট ও লাইসেন্সবিহীন অবৈধ ট্রাফেট্রাক্টরের বেপরোয়া চলাচলে দুর্ভোগে পড়ছেন পথচারী ও রাস্তার দুই পাশের ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, কোনো প্রয়োজনে বাজারে এলে ভোগান্তির শেষ থাকে না। রাস্তার দুপাশ দখল করে অটোরিকশার স্ট্যান্ড বসানো হয়েছে। মাঝখান দিয়ে একটি গাড়ি ঠিকমতো যেতে পারে না। কোনো দোকানের সামনে দাঁড়িয়ে যে কেনাকাটা করব, তারও কোনো সুযোগ নেই।
চারুবাগ মার্কেটের দোকানিরা বলেন, তাঁদের দোকানের সামনে এমনভাবে প্রাচীর করে অটোরিকশা, ভ্যান, সিএনজি দাঁড়িয়ে থাকে, কোনো কাস্টমার আসতে পারে না। এতে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যানবাহনগুলো একটু সরাতে বললেও চালকেরা ঝগড়া শুরু করেন।
অটোচালক সেলিম বেগ, ইয়াছিন আলীসহ অনেকেই বলেন, নির্ধারিত স্থানে গাড়ি রাখলে তাঁরা যাত্রী পান না। তাই বাধ্য হয়ে জিরো পয়েন্টে গাড়ি রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান বলেন, বাসাইল বাসস্ট্যান্ড ও মরাগাঙ্গের পূর্বপার ছাড়া সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার জন্য নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই। এ জন্য গাড়িগুলো রাস্তায় রাখতে হচ্ছে।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ বলেন, নির্ধারিত স্থানে গাড়ি, সিএনজি, অটো রাখার নির্দেশ দেওয়া সত্ত্বেও চালকেরা ইচ্ছামতো যত্রতত্র স্ট্যান্ড করায় যানজট তৈরি হচ্ছে। এসব গাড়ির চাপে আমার বাসার সামনে নিজের গাড়িটি পার্কিং করতে পারছি না। শিগগিরই পৌরসভার পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজি অলিদ ইসলাম বলেন, কয়েকটি সড়কে চলাচল করা অটোরিকশা, অটোভ্যান ও সিএনজির নির্ধারিত স্ট্যান্ড নেই। বাসাইল বাসস্ট্যান্ড দখলমুক্ত করে ইতিমধ্যে রাস্তা প্রশস্ত করে সিএনজি দাঁড়ানোর স্ট্যান্ড নির্ধারিত করে দেওয়া হয়েছে। অন্যান্য অনুমোদনহীন স্ট্যান্ড যেসব সড়কে রয়েছে ওই সড়কগুলো প্রশস্ত করতে পারলে যানজট নিরসন ও পথচারীদের চলাচলের দুর্ভোগ লাঘব হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিন বলেন, ‘দীর্ঘদিন এ সমস্যা চলে আসছে। অনুমোদন ছাড়াই চলকেরা কয়েকটি স্পটে তাঁদের যানবাহন দাঁড় করিয়ে যাত্রী আনা-নেওয়া করছেন। এতে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। যানজটমুক্ত পরিচ্ছন্ন বাসাইল গড়তে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
বাসাইল বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সড়ক-উপসড়ক এবং ফুটপাত দখল করে যত্রতত্র গড়ে উঠেছে ছোট-বড় যানবাহনের অবৈধ স্ট্যান্ড। এতে চলাচলে দুর্ভোগে পোহাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের নীরবতার সুযোগে সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা এসব স্ট্যান্ডের কারণে প্রতিনিয়ত বাড়ছে যানজট। জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও আটকে পড়ে অনেক সময়। এসব স্ট্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে শিক্ষার্থী ব্যবসায়ী, পথচারী ও সচেতন মহল।
সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার বিভিন্ন রাস্তার মোড়েই গড়ে উঠেছে অনুমোদনহীন স্ট্যান্ড। এর মধ্যে জিরো পয়েন্ট, কাঁচাবাজার, রেজিস্ট্রি অফিস ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং চারুবাগ মার্কেটসংলগ্ন এলাকাসহ রাস্তা দখল করে গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশা, অটোভ্যনেরর অবৈধ স্ট্যান্ড। এসব স্ট্যান্ডে এলোমেলো দাঁড়িয়ে থাকা সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা, অটোভ্যানের চাপে প্রতিনিয়ত তৈরি হচ্ছে যানজটের।
এদিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে উপজেলা গেট পর্যন্ত সড়কের দুই পাশে পিকআপ ভ্যানের পার্কিংয়ের রাস্তা সংকুচিত হয়ে পড়ায় মানুষ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তার ওপর রোড পারমিট ও লাইসেন্সবিহীন অবৈধ ট্রাফেট্রাক্টরের বেপরোয়া চলাচলে দুর্ভোগে পড়ছেন পথচারী ও রাস্তার দুই পাশের ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, কোনো প্রয়োজনে বাজারে এলে ভোগান্তির শেষ থাকে না। রাস্তার দুপাশ দখল করে অটোরিকশার স্ট্যান্ড বসানো হয়েছে। মাঝখান দিয়ে একটি গাড়ি ঠিকমতো যেতে পারে না। কোনো দোকানের সামনে দাঁড়িয়ে যে কেনাকাটা করব, তারও কোনো সুযোগ নেই।
চারুবাগ মার্কেটের দোকানিরা বলেন, তাঁদের দোকানের সামনে এমনভাবে প্রাচীর করে অটোরিকশা, ভ্যান, সিএনজি দাঁড়িয়ে থাকে, কোনো কাস্টমার আসতে পারে না। এতে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যানবাহনগুলো একটু সরাতে বললেও চালকেরা ঝগড়া শুরু করেন।
অটোচালক সেলিম বেগ, ইয়াছিন আলীসহ অনেকেই বলেন, নির্ধারিত স্থানে গাড়ি রাখলে তাঁরা যাত্রী পান না। তাই বাধ্য হয়ে জিরো পয়েন্টে গাড়ি রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান বলেন, বাসাইল বাসস্ট্যান্ড ও মরাগাঙ্গের পূর্বপার ছাড়া সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার জন্য নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই। এ জন্য গাড়িগুলো রাস্তায় রাখতে হচ্ছে।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ বলেন, নির্ধারিত স্থানে গাড়ি, সিএনজি, অটো রাখার নির্দেশ দেওয়া সত্ত্বেও চালকেরা ইচ্ছামতো যত্রতত্র স্ট্যান্ড করায় যানজট তৈরি হচ্ছে। এসব গাড়ির চাপে আমার বাসার সামনে নিজের গাড়িটি পার্কিং করতে পারছি না। শিগগিরই পৌরসভার পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজি অলিদ ইসলাম বলেন, কয়েকটি সড়কে চলাচল করা অটোরিকশা, অটোভ্যান ও সিএনজির নির্ধারিত স্ট্যান্ড নেই। বাসাইল বাসস্ট্যান্ড দখলমুক্ত করে ইতিমধ্যে রাস্তা প্রশস্ত করে সিএনজি দাঁড়ানোর স্ট্যান্ড নির্ধারিত করে দেওয়া হয়েছে। অন্যান্য অনুমোদনহীন স্ট্যান্ড যেসব সড়কে রয়েছে ওই সড়কগুলো প্রশস্ত করতে পারলে যানজট নিরসন ও পথচারীদের চলাচলের দুর্ভোগ লাঘব হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিন বলেন, ‘দীর্ঘদিন এ সমস্যা চলে আসছে। অনুমোদন ছাড়াই চলকেরা কয়েকটি স্পটে তাঁদের যানবাহন দাঁড় করিয়ে যাত্রী আনা-নেওয়া করছেন। এতে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। যানজটমুক্ত পরিচ্ছন্ন বাসাইল গড়তে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে