হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
বৃষ্টিতে চট্টগ্রাম নগরী ডুবে যাওয়ার সাত দিন পরও পানি নামেনি অনেক এলাকা থেকে। নগরীর পূর্ব ষোলশহর, পশ্চিম বাকলিয়া, পূর্ব বাকলিয়া, দক্ষিণ বাকলিয়াসহ অধিকাংশ নিচু এলাকায় এখনো গোড়ালি থেকে হাঁটুপানি। এতে সপ্তাহ ধরে চরম দুর্ভোগে রয়েছে ওইসব এলাকার বাসিন্দা। সড়কে জমে থাকা দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের।
৪১টি ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) গড়ে উঠেছে। এর মধ্য চারটি ওয়ার্ডের অনেক এলাকা এখনো ডুবে আছে। এর মধ্যে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড একটি। এ ওয়ার্ডের করমপাড়া, ডাইলের বাড়ি, বহদ্দারহাট এলাকার বহদ্দারবাড়ি ও বারইপাড়া—এসব এলাকায় এখনো পানি জমে আছে। সাত দিন ধরে এসব এলাকার সড়ক, ভবনের নিচতলা পানিতে তলিয়ে আছে।
৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর জানান, চাক্তাই ও বির্জা খাল দিয়েই পূর্ব ষোলশহর ওয়ার্ডের পানি কর্ণফুলী নদীতে পড়ে। এর প্রতিবন্ধকগুলো অপসারণ করা হলে পানি আর থাকবে না। এ জন্য শনিবার (আজ) ৬ নম্বর পূর্ব ষোলশহরসহ ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলররা সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়ে খাল দুটির পুরো অংশ ঘুরে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা আছে, তা দেখবেন।
পূর্ব ষোলশহরের করমপাড়া এলাকার মুদিদোকানি শফিকুল ইসলাম বলেন, ‘নালা পরিষ্কার না করায় সেগুলো পলিথিনে জ্যাম হয়ে আছে। এ কারণে খালে পানি নামতে পারছে না। এক সপ্তাহ ধরে আমরা পানিবন্দী। পচা, দুর্গন্ধযুক্ত এসব পানি মাড়িয়েই দিন-রাত আসা-যাওয়া করছি।’
জানতে চাইলে স্থানীয় পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম বলেন, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে নালাগুলো প্রতিনিয়ত পরিষ্কার করা হয়। এরপর আজ থেকে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা অপসারণে ক্র্যাশ প্রোগ্রাম চালু হয়েছে। এর আওতায় আজ (শুক্রবার) আমরা এক্সকাভেটর দিয়ে মাটি তোলা শুরু করেছি।’
চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘বাকলিয়াসহ নগরীর নিচু এলাকায় এখনো পানি। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে থাকা খালগুলো থেকে মাটি অপসারণ না করায় এ পরিস্থিতি। আমরা আগামীকাল পরিদর্শনে বের হব, সরেজমিন গিয়ে দেখব, কোন কোন স্থানে প্রতিবন্ধকতা আছে।’
বৃষ্টিতে চট্টগ্রাম নগরী ডুবে যাওয়ার সাত দিন পরও পানি নামেনি অনেক এলাকা থেকে। নগরীর পূর্ব ষোলশহর, পশ্চিম বাকলিয়া, পূর্ব বাকলিয়া, দক্ষিণ বাকলিয়াসহ অধিকাংশ নিচু এলাকায় এখনো গোড়ালি থেকে হাঁটুপানি। এতে সপ্তাহ ধরে চরম দুর্ভোগে রয়েছে ওইসব এলাকার বাসিন্দা। সড়কে জমে থাকা দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের।
৪১টি ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) গড়ে উঠেছে। এর মধ্য চারটি ওয়ার্ডের অনেক এলাকা এখনো ডুবে আছে। এর মধ্যে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড একটি। এ ওয়ার্ডের করমপাড়া, ডাইলের বাড়ি, বহদ্দারহাট এলাকার বহদ্দারবাড়ি ও বারইপাড়া—এসব এলাকায় এখনো পানি জমে আছে। সাত দিন ধরে এসব এলাকার সড়ক, ভবনের নিচতলা পানিতে তলিয়ে আছে।
৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর জানান, চাক্তাই ও বির্জা খাল দিয়েই পূর্ব ষোলশহর ওয়ার্ডের পানি কর্ণফুলী নদীতে পড়ে। এর প্রতিবন্ধকগুলো অপসারণ করা হলে পানি আর থাকবে না। এ জন্য শনিবার (আজ) ৬ নম্বর পূর্ব ষোলশহরসহ ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলররা সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়ে খাল দুটির পুরো অংশ ঘুরে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা আছে, তা দেখবেন।
পূর্ব ষোলশহরের করমপাড়া এলাকার মুদিদোকানি শফিকুল ইসলাম বলেন, ‘নালা পরিষ্কার না করায় সেগুলো পলিথিনে জ্যাম হয়ে আছে। এ কারণে খালে পানি নামতে পারছে না। এক সপ্তাহ ধরে আমরা পানিবন্দী। পচা, দুর্গন্ধযুক্ত এসব পানি মাড়িয়েই দিন-রাত আসা-যাওয়া করছি।’
জানতে চাইলে স্থানীয় পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম বলেন, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে নালাগুলো প্রতিনিয়ত পরিষ্কার করা হয়। এরপর আজ থেকে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা অপসারণে ক্র্যাশ প্রোগ্রাম চালু হয়েছে। এর আওতায় আজ (শুক্রবার) আমরা এক্সকাভেটর দিয়ে মাটি তোলা শুরু করেছি।’
চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘বাকলিয়াসহ নগরীর নিচু এলাকায় এখনো পানি। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে থাকা খালগুলো থেকে মাটি অপসারণ না করায় এ পরিস্থিতি। আমরা আগামীকাল পরিদর্শনে বের হব, সরেজমিন গিয়ে দেখব, কোন কোন স্থানে প্রতিবন্ধকতা আছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে