মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
প্রশ্ন: আজকাল শহর-নগরের অধিকাংশ মসজিদের নিচতলায় দোকানপাট বা মার্কেট নির্মাণ করতে দেখা যায়। এসব দোকানের আয় মসজিদের কল্যাণে ব্যয় করা হয়। ইসলামের দৃষ্টিতে এই কাজ কতটুকু সঠিক? বিস্তারিত জানতে চাই।
ফাহিম কাদরি, ঢাকা
উওর: ইসলামি দৃষ্টিকোণ থেকে মসজিদের সঙ্গে লাগোয়া বা নিচতলায় মার্কেট বা দোকান নির্মাণ জায়েজ। তবে দোকানপাটের অংশটিকে মসজিদের অংশ গণ্য করা হবে না। বরং একে এমন স্থাপনার অন্তর্ভুক্ত বিবেচনা করা হবে, যা মসজিদের কল্যাণে ওয়াক্ফ করা হয়েছে। নিচতলায় দোকান নির্মিত হলে ওপরতলা থেকেই মসজিদ গণ্য করা হবে, আর সামনের অংশে বা এক পাশে নির্মিত হলে এর পরের অংশ থেকে মসজিদ গণ্য করা হবে।
আল্লামা আলাউদ্দিন হাসকাফি (রহ.) বলেন, ‘মসজিদের নিচে মসজিদের কল্যাণের জন্য কিছু নির্মিত হলে তা জায়েজ। যেমন, আল-আকসা মসজিদ।’ (আদ্দুরুল মুখতার: ২ / ৫৭২)
তবে জায়েজ হওয়ার শর্ত হলো, মসজিদ নির্মাণের শুরুতেই ওই স্থানে দোকান নির্মাণের নিয়ত থাকতে হবে। মসজিদ নির্মাণ করে ফেলার পর নিচতলা দোকান হিসেবে ভাড়া দিয়ে ওপর তলায় মসজিদের কার্যক্রম পরিচালনা করা জায়েজ নেই। সুতরাং মসজিদের জন্য ওয়াক্ফকৃত স্থানে নিচতলা মসজিদ হিসেবে ব্যবহার করার পরে আরও কয়েক তলা নির্মাণ করে নিচতলা বা অন্য কোনো ফ্লোরে দোকানপাট করা জায়েজ হবে না।
তবে দোকান নির্মাণ জায়েজ হলেও মসজিদের নিচে তা করা অনুচিত। কেননা মসজিদ হলো সর্বোৎকৃষ্ট স্থান আর বাজার হলো নিকৃষ্টতম স্থান। তাই মসজিদ ভবনে শপিং মল, দোকানপাট থাকলে মসজিদের পরিবেশ ভীষণভাবে নষ্ট হয়। তাই মসজিদের আয়ের জন্যও মসজিদের নিচতলায় দোকানপাট করা থেকে বিরত থাকা উচিত। বিকল্প হিসেবে মসজিদ ভবন থেকে দূরে পৃথক ভবন নির্মাণ করে বাণিজ্যিক ভিত্তিতে তা ব্যবহার করা যেতে পারে। এতে মসজিদের পরিবেশও বজায় থাকবে এবং মসজিদের আয়েরও একটা ব্যবস্থা হয়ে যাবে।
সূত্র: জাদিদ ফিকহি মাসায়েল: ১/১০৩-১০৪; আলমুহাররারুল ওয়াজিয: ১৫ / ১৪৫; হাশিয়াতুশ শিলবি আলাত তাবয়িন: ৪/২৭১; আলমুহিতুল বুরহানি: ৯/১২৭; ফাতাওয়া তাতারখানিয়া: ৮/১৬২; আদ্দুররুল মুখতার: ৪/৩৫৮।
লেখক: মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম
প্রশ্ন: আজকাল শহর-নগরের অধিকাংশ মসজিদের নিচতলায় দোকানপাট বা মার্কেট নির্মাণ করতে দেখা যায়। এসব দোকানের আয় মসজিদের কল্যাণে ব্যয় করা হয়। ইসলামের দৃষ্টিতে এই কাজ কতটুকু সঠিক? বিস্তারিত জানতে চাই।
ফাহিম কাদরি, ঢাকা
উওর: ইসলামি দৃষ্টিকোণ থেকে মসজিদের সঙ্গে লাগোয়া বা নিচতলায় মার্কেট বা দোকান নির্মাণ জায়েজ। তবে দোকানপাটের অংশটিকে মসজিদের অংশ গণ্য করা হবে না। বরং একে এমন স্থাপনার অন্তর্ভুক্ত বিবেচনা করা হবে, যা মসজিদের কল্যাণে ওয়াক্ফ করা হয়েছে। নিচতলায় দোকান নির্মিত হলে ওপরতলা থেকেই মসজিদ গণ্য করা হবে, আর সামনের অংশে বা এক পাশে নির্মিত হলে এর পরের অংশ থেকে মসজিদ গণ্য করা হবে।
আল্লামা আলাউদ্দিন হাসকাফি (রহ.) বলেন, ‘মসজিদের নিচে মসজিদের কল্যাণের জন্য কিছু নির্মিত হলে তা জায়েজ। যেমন, আল-আকসা মসজিদ।’ (আদ্দুরুল মুখতার: ২ / ৫৭২)
তবে জায়েজ হওয়ার শর্ত হলো, মসজিদ নির্মাণের শুরুতেই ওই স্থানে দোকান নির্মাণের নিয়ত থাকতে হবে। মসজিদ নির্মাণ করে ফেলার পর নিচতলা দোকান হিসেবে ভাড়া দিয়ে ওপর তলায় মসজিদের কার্যক্রম পরিচালনা করা জায়েজ নেই। সুতরাং মসজিদের জন্য ওয়াক্ফকৃত স্থানে নিচতলা মসজিদ হিসেবে ব্যবহার করার পরে আরও কয়েক তলা নির্মাণ করে নিচতলা বা অন্য কোনো ফ্লোরে দোকানপাট করা জায়েজ হবে না।
তবে দোকান নির্মাণ জায়েজ হলেও মসজিদের নিচে তা করা অনুচিত। কেননা মসজিদ হলো সর্বোৎকৃষ্ট স্থান আর বাজার হলো নিকৃষ্টতম স্থান। তাই মসজিদ ভবনে শপিং মল, দোকানপাট থাকলে মসজিদের পরিবেশ ভীষণভাবে নষ্ট হয়। তাই মসজিদের আয়ের জন্যও মসজিদের নিচতলায় দোকানপাট করা থেকে বিরত থাকা উচিত। বিকল্প হিসেবে মসজিদ ভবন থেকে দূরে পৃথক ভবন নির্মাণ করে বাণিজ্যিক ভিত্তিতে তা ব্যবহার করা যেতে পারে। এতে মসজিদের পরিবেশও বজায় থাকবে এবং মসজিদের আয়েরও একটা ব্যবস্থা হয়ে যাবে।
সূত্র: জাদিদ ফিকহি মাসায়েল: ১/১০৩-১০৪; আলমুহাররারুল ওয়াজিয: ১৫ / ১৪৫; হাশিয়াতুশ শিলবি আলাত তাবয়িন: ৪/২৭১; আলমুহিতুল বুরহানি: ৯/১২৭; ফাতাওয়া তাতারখানিয়া: ৮/১৬২; আদ্দুররুল মুখতার: ৪/৩৫৮।
লেখক: মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে