মীর মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী
পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত উন্নয়নে দিন দিন ধ্বংস হচ্ছে কুয়াকাটা সমুদ্রসৈকত। সৈকতের ভাঙন প্রতিরোধে অপরিকল্পিতভাবে ৩ বছরে ৮ কোটি টাকা ব্যয় করলেও তা কাজে আসেনি। জিও ব্যাগ এবং জিও টিউবের কারণে সৈকতের জিরো পয়েন্ট এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
এই অবস্থায় সৈকতের ভাঙন প্রতিরোধে পাইলটিং কাজ ছাড়াই ৬৮টি গ্রোয়েন বাঁধ ও বেশ কিছু স্থাপনা নির্মাণসহ আবারও ১২০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এটি কতটুকু বাস্তবসম্মত এবং টেকসই হবে, সে বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে।
পর্যটন ব্যবসায়ীরা ও জনপ্রতিনিধিরা মনে করছেন, ৬৮টি গ্রোয়েন বাঁধ দিলে কংক্রিটের একটি সৈকতে পরিণত হবে কুয়াকাটা। এ ছাড়া প্রতিবছর অপরিকল্পিত উন্নয়নে সরকারের অর্থ অপচয়ের পাশাপাশি শ্রীহীন হয়ে পড়ছে সৈকত। তবে পাউবো জানায়, ১২০০ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন হলে আবারও জৌলুশ ফিরে পাবে কুয়াকাটা।
পানি উন্নয়ন বোর্ড সমুদ্রসৈকতের জিরো পয়েন্টের দুই পাশে ৩ বছরে ৮ কোটি টাকা ব্যয় করে তীর সংরক্ষণের উদ্যোগ নেয়। ২০১৯ সালে ১ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার এলাকায় জিও ব্যাগ এ জিও টিউব স্থাপন করে, যা কিছুদিন পরই সমুদ্রে ভেসে যায়। ২০২১ সালে ৩ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে সৈকতের দেড় কিলোমিটারে জিও ব্যাগ এবং জিও টিউব স্থাপন করে। এগুলোও ভেসে গেছে পানিতে। সর্বশেষ চলতি বছর সৈকতের দুই কিলোমিটার এলাকায় ২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ও জিও টিউব স্থাপন করে, যা পর্যটকদের জন্য মরণফাঁদ হিসেবে দেখা দিয়েছে। পর্যটকেরা সৈকতে গোসল করতে নেমে জিও ব্যাগ ও জিও টিউবের সঙ্গে ঢেউয়ের ঝাপটায় আঘাত পেয়ে আহত হচ্ছেন।
এদিকে কুয়াকাটা সৈকতের ভাঙন প্রতিরোধে ২০২০ সালে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) একটি সার্ভে করে পানি উন্নয়ন বোর্ডকে রিপোর্ট দেয়। সেই রিপোর্ট এবং তাঁদের সুপারিশ অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড ৯৪৯ কোটি টাকার একটি ডিপিপি প্রণয়ন করে। ২০২০ সালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম কুয়াকাটা এলে এই প্রকল্প ১২০০ কোটি টাকা করা হয়। এই প্রকল্পে সৈকতের প্রায় ১২ কিলোমিটার এলাকায় ১৪০ মিটার পরপর ৭০ মিটার দীর্ঘ ৬৮টি গ্রোয়েন বাঁধ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্প আদৌ কুয়াকাটার সৌন্দর্য রক্ষা করে ভাঙন প্রতিরোধ করতে পারবে কি না, সে বিষয়ে কোনো পাইলটিং কাজ করা হয়নি। ফলে এর সফলতা ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন বলেন, ‘কুয়াকাটা সৈকত রক্ষায় জিও ব্যাগ ও জিও টিউব স্থাপন জরুরি কাজের অংশ হিসেবে করা হয়েছে। বর্তমানে আইডব্লিউএমের সার্ভে অনুযায়ী, ১২০০ কোটি টাকার একটি ডিপিপি প্রণয়ন করা হয়েছে। ইতিমধ্যে প্রকল্পটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে কুয়াকাটা সৈকত তার জৌলুশ ফিরে পাবে।
কুয়াকাটা ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, পানি উন্নয়ন বোর্ড ১২০০ কোটি টাকার যে প্রকল্প হাতে নিয়েছে, এটি সৈকত ধ্বংস করার একটি প্রকল্প। সি বিচে ৬৮টি গ্রোয়েন বাঁধ নির্মাণ করা হলে পর্যটকেরা আহত হবেন। কুয়াকাটা একটি কংক্রিটের শহরে পরিণত হবে। স্থায়ী দীর্ঘমেয়াদি প্রকল্পের মাধ্যমে কুয়াকাটাকে রক্ষা ও এর সৌন্দর্যবর্ধন করা হোক।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন বলেন, ‘জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে সৈকত রক্ষা করা সম্ভব নয়। দরকার স্থায়ী প্রকল্প। তবে আমরা দীর্ঘদিন থেকেই গ্রোয়েন বাঁধের কথা বলছি। সেটা ৩ থেকে ৪টির বেশি নয়। ৬৮টি গ্রোয়েন বাঁধ করা হলে সৈকত পুরোটাই নষ্ট হয়ে যাবে। সৈকতের সৌন্দর্য ফিরিয়ে এনে স্থায়ীভাবে সৈকত রক্ষা করতে হবে।’
পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত উন্নয়নে দিন দিন ধ্বংস হচ্ছে কুয়াকাটা সমুদ্রসৈকত। সৈকতের ভাঙন প্রতিরোধে অপরিকল্পিতভাবে ৩ বছরে ৮ কোটি টাকা ব্যয় করলেও তা কাজে আসেনি। জিও ব্যাগ এবং জিও টিউবের কারণে সৈকতের জিরো পয়েন্ট এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
এই অবস্থায় সৈকতের ভাঙন প্রতিরোধে পাইলটিং কাজ ছাড়াই ৬৮টি গ্রোয়েন বাঁধ ও বেশ কিছু স্থাপনা নির্মাণসহ আবারও ১২০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এটি কতটুকু বাস্তবসম্মত এবং টেকসই হবে, সে বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে।
পর্যটন ব্যবসায়ীরা ও জনপ্রতিনিধিরা মনে করছেন, ৬৮টি গ্রোয়েন বাঁধ দিলে কংক্রিটের একটি সৈকতে পরিণত হবে কুয়াকাটা। এ ছাড়া প্রতিবছর অপরিকল্পিত উন্নয়নে সরকারের অর্থ অপচয়ের পাশাপাশি শ্রীহীন হয়ে পড়ছে সৈকত। তবে পাউবো জানায়, ১২০০ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন হলে আবারও জৌলুশ ফিরে পাবে কুয়াকাটা।
পানি উন্নয়ন বোর্ড সমুদ্রসৈকতের জিরো পয়েন্টের দুই পাশে ৩ বছরে ৮ কোটি টাকা ব্যয় করে তীর সংরক্ষণের উদ্যোগ নেয়। ২০১৯ সালে ১ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার এলাকায় জিও ব্যাগ এ জিও টিউব স্থাপন করে, যা কিছুদিন পরই সমুদ্রে ভেসে যায়। ২০২১ সালে ৩ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে সৈকতের দেড় কিলোমিটারে জিও ব্যাগ এবং জিও টিউব স্থাপন করে। এগুলোও ভেসে গেছে পানিতে। সর্বশেষ চলতি বছর সৈকতের দুই কিলোমিটার এলাকায় ২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ও জিও টিউব স্থাপন করে, যা পর্যটকদের জন্য মরণফাঁদ হিসেবে দেখা দিয়েছে। পর্যটকেরা সৈকতে গোসল করতে নেমে জিও ব্যাগ ও জিও টিউবের সঙ্গে ঢেউয়ের ঝাপটায় আঘাত পেয়ে আহত হচ্ছেন।
এদিকে কুয়াকাটা সৈকতের ভাঙন প্রতিরোধে ২০২০ সালে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) একটি সার্ভে করে পানি উন্নয়ন বোর্ডকে রিপোর্ট দেয়। সেই রিপোর্ট এবং তাঁদের সুপারিশ অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড ৯৪৯ কোটি টাকার একটি ডিপিপি প্রণয়ন করে। ২০২০ সালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম কুয়াকাটা এলে এই প্রকল্প ১২০০ কোটি টাকা করা হয়। এই প্রকল্পে সৈকতের প্রায় ১২ কিলোমিটার এলাকায় ১৪০ মিটার পরপর ৭০ মিটার দীর্ঘ ৬৮টি গ্রোয়েন বাঁধ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্প আদৌ কুয়াকাটার সৌন্দর্য রক্ষা করে ভাঙন প্রতিরোধ করতে পারবে কি না, সে বিষয়ে কোনো পাইলটিং কাজ করা হয়নি। ফলে এর সফলতা ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন বলেন, ‘কুয়াকাটা সৈকত রক্ষায় জিও ব্যাগ ও জিও টিউব স্থাপন জরুরি কাজের অংশ হিসেবে করা হয়েছে। বর্তমানে আইডব্লিউএমের সার্ভে অনুযায়ী, ১২০০ কোটি টাকার একটি ডিপিপি প্রণয়ন করা হয়েছে। ইতিমধ্যে প্রকল্পটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে কুয়াকাটা সৈকত তার জৌলুশ ফিরে পাবে।
কুয়াকাটা ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, পানি উন্নয়ন বোর্ড ১২০০ কোটি টাকার যে প্রকল্প হাতে নিয়েছে, এটি সৈকত ধ্বংস করার একটি প্রকল্প। সি বিচে ৬৮টি গ্রোয়েন বাঁধ নির্মাণ করা হলে পর্যটকেরা আহত হবেন। কুয়াকাটা একটি কংক্রিটের শহরে পরিণত হবে। স্থায়ী দীর্ঘমেয়াদি প্রকল্পের মাধ্যমে কুয়াকাটাকে রক্ষা ও এর সৌন্দর্যবর্ধন করা হোক।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন বলেন, ‘জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে সৈকত রক্ষা করা সম্ভব নয়। দরকার স্থায়ী প্রকল্প। তবে আমরা দীর্ঘদিন থেকেই গ্রোয়েন বাঁধের কথা বলছি। সেটা ৩ থেকে ৪টির বেশি নয়। ৬৮টি গ্রোয়েন বাঁধ করা হলে সৈকত পুরোটাই নষ্ট হয়ে যাবে। সৈকতের সৌন্দর্য ফিরিয়ে এনে স্থায়ীভাবে সৈকত রক্ষা করতে হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে