গঙ্গাচড়া প্রতিনিধি
‘এই জায়গায় প্রায় ২০ বছর থাকি আছি। আজ সেই জায়গা ছাড়ি চলি যাওয়া লাগেচোল। মনটা যাবার চায়চোল না। বুকটা ফাটি যায়চোল। এখন কোনটে যায়া বউ-বাচ্চা নিয়া থাকিম, বাচ্চাদের কী খাওয়াইম, কেমন করি পড়ালেখা করাইম, কোনটে বাড়ি করি থাকমো? চিন্তায় বাঁচি না। কী যে হইবে হামারগুলার কপালত, আল্লাহ ভালো জানে।’
তিস্তা নদীর ভাঙনে ভিটামাটি হারিয়ে করুণ কণ্ঠে কথাগুলো বলছিলেন গঙ্গাচড়ার চর শংকরদহ গ্রামের আব্দুল খালেক।
উপজেলায় খালেকের মতো প্রায় ৫০টি পরিবার চলমান বন্যায় ইতিমধ্যে বসতভিটা হারিয়েছেন। তাঁদের মধ্যে অনেকে ঘরবাড়ি সরিয়ে নিয়ে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। কেউ কেউ আবার অন্যের জমিতে ঘর দাঁড় করাচ্ছেন।
উপজেলায় সরেজমিনে দেখা গেছে, পশ্চিম ইচলি, চর শংকরদহ, বাগেরহাট, কেল্লারপার ও বিনবিনা গ্রামে তিস্তার পানি বৃদ্ধি ও ভাঙনের হুমকির কারণে লোকজন বাড়িঘর সরিয়ে নিচ্ছেন।
এ সময় কথা হয় পশ্চিম ইচলি গ্রামের শামসুল হুদার সঙ্গে। তিনি বলেন, ‘অনেক কষ্ট করি তামাক-ভুট্টা বিক্রি করি একটা ঘর তুলছিনুং। অনেক আশা ছিল, চরবাড়িত চাষাবাদ করি বাচ্চাদের পড়ালেখা করানুং হয়। সেই আশা বানের পানি বাসে নিয়া গেল। ১০ বছর থাকি এত কষ্ট করি গাছপালা বড় করি, সে গাছপালা এখন বানের পানি ভাসে দিয়া যাওয়া লাগেচোল। চোখের সামনে কষ্ট করি তৈরি করা বাড়িঘর ভাঙি গেইলে মন মানে? এখন বাগেরহাটে এক আত্মীয়ের বাড়ি নিয়া ঘরের জিনিসপত্র রাখা লাগবে। তারপর দেখি কী করা যায়।’
একেই গ্রামের শফিকুল ইসলাম বলেন, ‘নদীর পানিতে সবকিছু ডুবি গেইছে। হামার থাকার ঘরটাও পানিত গেইছে। মাজার কমিটিক কয়া কবরহাটিত একনা চালা করি একটা নাতিসহ বউ-বেটিক নিয়া আছুং। নাই কোনো খাবার, নাই কিছু। এক সপ্তাহ থাকি কোনো কাজকাম নাই। কীভাবে যে দিনগুলা পার হয়চোল একমাত্র ওপরওয়ালা জানে। সোমবার খালি একনা চাউল দিয়া গেইছে চেয়ারম্যান।’
একই কথা বলেন ইচলি গ্রামের মনোয়ারা বেগম। তিনি জানান, সোমবার বিকেলে পানি এমনভাবে বাড়িতে ঢোকা শুরু করেছিল যে উপায় না পেয়ে বাড়ির সবকিছু নৌকাতে করে নিয়ে বাঁধের ওপর আসছেন।
যোগাযোগ করা হলে কোলকোন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, তার ইউনিয়ের মটুকপুর, উত্তর চিলাখাল, মধ্য চিলাখাল, বিনবিনা, খলাইর চর, শখের বাজার, আবুলিয়া, সাউদপাড়া ও আলেকিশামত গ্রামে প্রায় ৪৫০টি পরিবার বন্যায় আক্রান্ত হয়েছে।
অন্যদিকে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী জানান, তাঁর ইউনিয়নে বাগেরহাট, পূর্ব ইচলি, পশ্চিম ইচলি ও জয়রামওঝা গ্রামের ৫০০ পরিবার এখনো পানিবন্দী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দিন বলেন, ‘৭০০ থেকে ৮০০ পরিবার পানিবন্দী। নতুন করে কেউ পানিবন্দী হয়নি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নিচ্ছি। আমাদের শুকনো খাবার সরবরাহ অব্যাহত রয়েছে।’
ঘরবাড়ির ভাঙনের শিকার হওয়া বিষয় জানতে চাইলে ইউএনও জানান, ভাঙনের হুমকিতে থাকায় কিছু ঘরবাড়ি সরিয়ে নিয়েছে লোকজন।
‘এই জায়গায় প্রায় ২০ বছর থাকি আছি। আজ সেই জায়গা ছাড়ি চলি যাওয়া লাগেচোল। মনটা যাবার চায়চোল না। বুকটা ফাটি যায়চোল। এখন কোনটে যায়া বউ-বাচ্চা নিয়া থাকিম, বাচ্চাদের কী খাওয়াইম, কেমন করি পড়ালেখা করাইম, কোনটে বাড়ি করি থাকমো? চিন্তায় বাঁচি না। কী যে হইবে হামারগুলার কপালত, আল্লাহ ভালো জানে।’
তিস্তা নদীর ভাঙনে ভিটামাটি হারিয়ে করুণ কণ্ঠে কথাগুলো বলছিলেন গঙ্গাচড়ার চর শংকরদহ গ্রামের আব্দুল খালেক।
উপজেলায় খালেকের মতো প্রায় ৫০টি পরিবার চলমান বন্যায় ইতিমধ্যে বসতভিটা হারিয়েছেন। তাঁদের মধ্যে অনেকে ঘরবাড়ি সরিয়ে নিয়ে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। কেউ কেউ আবার অন্যের জমিতে ঘর দাঁড় করাচ্ছেন।
উপজেলায় সরেজমিনে দেখা গেছে, পশ্চিম ইচলি, চর শংকরদহ, বাগেরহাট, কেল্লারপার ও বিনবিনা গ্রামে তিস্তার পানি বৃদ্ধি ও ভাঙনের হুমকির কারণে লোকজন বাড়িঘর সরিয়ে নিচ্ছেন।
এ সময় কথা হয় পশ্চিম ইচলি গ্রামের শামসুল হুদার সঙ্গে। তিনি বলেন, ‘অনেক কষ্ট করি তামাক-ভুট্টা বিক্রি করি একটা ঘর তুলছিনুং। অনেক আশা ছিল, চরবাড়িত চাষাবাদ করি বাচ্চাদের পড়ালেখা করানুং হয়। সেই আশা বানের পানি বাসে নিয়া গেল। ১০ বছর থাকি এত কষ্ট করি গাছপালা বড় করি, সে গাছপালা এখন বানের পানি ভাসে দিয়া যাওয়া লাগেচোল। চোখের সামনে কষ্ট করি তৈরি করা বাড়িঘর ভাঙি গেইলে মন মানে? এখন বাগেরহাটে এক আত্মীয়ের বাড়ি নিয়া ঘরের জিনিসপত্র রাখা লাগবে। তারপর দেখি কী করা যায়।’
একেই গ্রামের শফিকুল ইসলাম বলেন, ‘নদীর পানিতে সবকিছু ডুবি গেইছে। হামার থাকার ঘরটাও পানিত গেইছে। মাজার কমিটিক কয়া কবরহাটিত একনা চালা করি একটা নাতিসহ বউ-বেটিক নিয়া আছুং। নাই কোনো খাবার, নাই কিছু। এক সপ্তাহ থাকি কোনো কাজকাম নাই। কীভাবে যে দিনগুলা পার হয়চোল একমাত্র ওপরওয়ালা জানে। সোমবার খালি একনা চাউল দিয়া গেইছে চেয়ারম্যান।’
একই কথা বলেন ইচলি গ্রামের মনোয়ারা বেগম। তিনি জানান, সোমবার বিকেলে পানি এমনভাবে বাড়িতে ঢোকা শুরু করেছিল যে উপায় না পেয়ে বাড়ির সবকিছু নৌকাতে করে নিয়ে বাঁধের ওপর আসছেন।
যোগাযোগ করা হলে কোলকোন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, তার ইউনিয়ের মটুকপুর, উত্তর চিলাখাল, মধ্য চিলাখাল, বিনবিনা, খলাইর চর, শখের বাজার, আবুলিয়া, সাউদপাড়া ও আলেকিশামত গ্রামে প্রায় ৪৫০টি পরিবার বন্যায় আক্রান্ত হয়েছে।
অন্যদিকে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী জানান, তাঁর ইউনিয়নে বাগেরহাট, পূর্ব ইচলি, পশ্চিম ইচলি ও জয়রামওঝা গ্রামের ৫০০ পরিবার এখনো পানিবন্দী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দিন বলেন, ‘৭০০ থেকে ৮০০ পরিবার পানিবন্দী। নতুন করে কেউ পানিবন্দী হয়নি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নিচ্ছি। আমাদের শুকনো খাবার সরবরাহ অব্যাহত রয়েছে।’
ঘরবাড়ির ভাঙনের শিকার হওয়া বিষয় জানতে চাইলে ইউএনও জানান, ভাঙনের হুমকিতে থাকায় কিছু ঘরবাড়ি সরিয়ে নিয়েছে লোকজন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে