বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সঙ্গে দলটির সহযোগী সংগঠন কৃষক লীগের দ্বন্দ্ব চরমে উঠেছে। সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে অভিভাবক সংগঠন হিসেবে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কিছু জানানো হয় না বলে অভিযোগ তাঁদের (আওয়ামী লীগ নেতাদের)।
২০১৬ সালে অনুমোদিত আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৫-এর ২ ধারার (ক) উপধারায় সহযোগী সংগঠন হিসেবে কৃষক লীগসহ সাতটি সংগঠনের নাম উল্লেখ রয়েছে। ১৮ সেপ্টেম্বর পৌর কৃষক লীগের এক কর্মী সমাবেশের মাধ্যমে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন নিয়ে এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।
ওই সমাবেশে আওয়ামী লীগের কোনো নেতাকে দাওয়াত দেওয়া হয়নি। এর আগে চলতি বছরের ২২ মার্চ উপজেলা কৃষক লীগের ৩১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। উপজেলা আওয়ামী লীগকে পাশ কাটিয়ে ওই কমিটি হয়েছে বলে দাবি করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
কৃষক লীগের দলীয় সূত্রে জানা গেছে, পৌর শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে শহরের ওয়াপদা মোড় সংলগ্ন প্রধান সড়কে অবস্থিত উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আকরামুজ্জামান মৃধা রুকুর ব্যক্তিগত কার্যালয়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী।
সমাবেশে চতুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনীর হোসেনকে আহ্বায়ক ও শফিকুল ইসলামকে সদস্যসচিব করে মোট ৩১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটির ঘোষণা দেওয়া হয়। জেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা ওই প্রস্তুতি কমিটিকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডের কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মৃধা মিলন বলেন, ‘আমি বোয়ালমারী উপজেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম। কিন্তু পৌর কৃষক লীগের কমিটি গঠন নিয়ে আমরা কিছু জানতে পারিনি।’
উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আকরামুজ্জামান মৃধা রুকু বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে দাওয়াত দিলে আরেক নেতা অসন্তুষ্ট হন। তাই পৌর কৃষক লীগের ওই সমাবেশে জেলা কমিটির নেতাদের পরামর্শে আমরা তাঁদের দাওয়াত দিইনি।’
জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম অবশ্য বলেন, ‘এ ধরনের কোনো পরামর্শ বা নির্দেশনা উপজেলা কমিটিকে দেওয়া হয়নি। তাই ওই অনুষ্ঠান সম্পর্কে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অবহিত না করে কৃষক লীগের নেতারা সঠিক করেননি। তবে স্থানীয় আওয়ামী লীগে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, তাই কৃষক লীগের স্থানীয় নেতারা হয় তো কোন্দল এড়াতে এমনটি করেছেন।’
জানাতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন বলেন, ‘স্থানীয় কৃষক লীগের কমিটি গঠন থেকে শুরু করে কোনো কর্মকাণ্ড সম্পর্কেই আমরা অভিভাবক সংগঠন হিসেবে কিছুই জানতে পারি না। তাই আমাদের সহযোগী সংগঠন হলেও কৃষক লীগের মনগড়া এ সব কমিটিকে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে ডাকা হবে না। সোজা ভাষায়, কৃষক লীগের ‘মনগড়া’ ওই কমিটির সঙ্গে আওয়ামী লীগ নেই।’
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সঙ্গে দলটির সহযোগী সংগঠন কৃষক লীগের দ্বন্দ্ব চরমে উঠেছে। সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে অভিভাবক সংগঠন হিসেবে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কিছু জানানো হয় না বলে অভিযোগ তাঁদের (আওয়ামী লীগ নেতাদের)।
২০১৬ সালে অনুমোদিত আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৫-এর ২ ধারার (ক) উপধারায় সহযোগী সংগঠন হিসেবে কৃষক লীগসহ সাতটি সংগঠনের নাম উল্লেখ রয়েছে। ১৮ সেপ্টেম্বর পৌর কৃষক লীগের এক কর্মী সমাবেশের মাধ্যমে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন নিয়ে এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।
ওই সমাবেশে আওয়ামী লীগের কোনো নেতাকে দাওয়াত দেওয়া হয়নি। এর আগে চলতি বছরের ২২ মার্চ উপজেলা কৃষক লীগের ৩১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। উপজেলা আওয়ামী লীগকে পাশ কাটিয়ে ওই কমিটি হয়েছে বলে দাবি করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
কৃষক লীগের দলীয় সূত্রে জানা গেছে, পৌর শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে শহরের ওয়াপদা মোড় সংলগ্ন প্রধান সড়কে অবস্থিত উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আকরামুজ্জামান মৃধা রুকুর ব্যক্তিগত কার্যালয়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী।
সমাবেশে চতুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনীর হোসেনকে আহ্বায়ক ও শফিকুল ইসলামকে সদস্যসচিব করে মোট ৩১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটির ঘোষণা দেওয়া হয়। জেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা ওই প্রস্তুতি কমিটিকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডের কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মৃধা মিলন বলেন, ‘আমি বোয়ালমারী উপজেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম। কিন্তু পৌর কৃষক লীগের কমিটি গঠন নিয়ে আমরা কিছু জানতে পারিনি।’
উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আকরামুজ্জামান মৃধা রুকু বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে দাওয়াত দিলে আরেক নেতা অসন্তুষ্ট হন। তাই পৌর কৃষক লীগের ওই সমাবেশে জেলা কমিটির নেতাদের পরামর্শে আমরা তাঁদের দাওয়াত দিইনি।’
জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম অবশ্য বলেন, ‘এ ধরনের কোনো পরামর্শ বা নির্দেশনা উপজেলা কমিটিকে দেওয়া হয়নি। তাই ওই অনুষ্ঠান সম্পর্কে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অবহিত না করে কৃষক লীগের নেতারা সঠিক করেননি। তবে স্থানীয় আওয়ামী লীগে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, তাই কৃষক লীগের স্থানীয় নেতারা হয় তো কোন্দল এড়াতে এমনটি করেছেন।’
জানাতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন বলেন, ‘স্থানীয় কৃষক লীগের কমিটি গঠন থেকে শুরু করে কোনো কর্মকাণ্ড সম্পর্কেই আমরা অভিভাবক সংগঠন হিসেবে কিছুই জানতে পারি না। তাই আমাদের সহযোগী সংগঠন হলেও কৃষক লীগের মনগড়া এ সব কমিটিকে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে ডাকা হবে না। সোজা ভাষায়, কৃষক লীগের ‘মনগড়া’ ওই কমিটির সঙ্গে আওয়ামী লীগ নেই।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৫ ঘণ্টা আগে