বিনোদন প্রতিবেদক, ঢাকা
অনেক দিন পর শুটিং হাউসে পাওয়া গেল আনিকা কবির শখকে। বউ সেজে বসে আছেন। লাল বেনারসি, গয়না আর ভারী মেকআপ। শখের চোখমুখে খুশির ঝিলিক। কারণ সকালে সেটে এসে সবার কাছ থেকে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন, তাতে তাঁর মন ভরে গেছে। শখ বললেন, ‘বিয়ে, বাচ্চা হওয়া—সবকিছু মিলিয়ে তিন বছর পর আমি ক্যামেরার সামনে আসলাম। এত সুন্দরভাবে ওয়ার্ম ওয়েলকাম পাব, এটা আশা করিনি। এত দিন পর অভিনয়ে ফিরে মনে হচ্ছে সবাই আগের চেয়ে আরও আন্তরিক হয়ে গেছেন। আরও বেশি আপন হয়ে গেছেন।’
যে নাটক দিয়ে তিন বছর পর অভিনয়ে ফিরলেন শখ, সেটির নাম ‘ফাটাফাটি প্রেম’। পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এ নাটকে শখের নায়ক জাহের আলভী। বুধ ও বৃহস্পতিবার উত্তরায় ‘ফাটাফাটি প্রেম’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন তাঁরা।
শখ বলেন, ‘নাটকের গল্পটি বেশ মজার। তবে শুধু গল্প নয়, এ নাটক দিয়ে ফেরার কারণ পরিচালকের অনুরোধ। আমরা বহু বছর আগে থেকে দুজন দুজনকে চিনি। সে আমাকে বোন বলে ডাকে। অনেক আগে থেকেই রিপন আমাকে নিয়ে কাজ করার পরিকল্পনা করছিল। কয়েক দিন আগে হুট করে বলল, চলো কাজটি করে ফেলি। গল্পটা পড়ে শোনাল। তারপর সম্মতি দিলাম।’
সব ঠিক থাকলে এ রোজার ঈদে পর্দায় দেখা দেবেন নতুন শখ। তবে এই ‘নতুন’ শব্দে আপত্তি আছে শখের। তিনি সংশোধন করে দিলেন, ‘শখ পুরোনোই থাকবে। কাজগুলো নতুন হবে।’
অনেক দিন পর্দায় নেই শখ। এই সময়ে অনেক বদল ঘটে গেছে দেশের নাটকপাড়ায়। অনেক নতুন মুখ এসেছেন। নতুন মাধ্যমও এসেছে। অভিনয়শিল্পীদের মধ্যে বেড়েছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার কবলে পড়ে অনেক জনপ্রিয় মুখ খানিকটা আড়ালে চলে গেছেন। তবে এসব নিয়ে কোনো দুশ্চিন্তা নেই শখের। নিজের অবস্থান নিয়ে প্রবল আত্মবিশ্বাসী তিনি।
শখ বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, কারও জায়গা কেউ নিতে পারে না। আমি এত দিন কাজ করিনি। অনেক নতুন মুখ এসেছেন। কিন্তু আমার জায়গায় আমিই আছি। শখ তো একটাই! তাঁর জায়গা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই।’
অনেক দিন পর শুটিং হাউসে পাওয়া গেল আনিকা কবির শখকে। বউ সেজে বসে আছেন। লাল বেনারসি, গয়না আর ভারী মেকআপ। শখের চোখমুখে খুশির ঝিলিক। কারণ সকালে সেটে এসে সবার কাছ থেকে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন, তাতে তাঁর মন ভরে গেছে। শখ বললেন, ‘বিয়ে, বাচ্চা হওয়া—সবকিছু মিলিয়ে তিন বছর পর আমি ক্যামেরার সামনে আসলাম। এত সুন্দরভাবে ওয়ার্ম ওয়েলকাম পাব, এটা আশা করিনি। এত দিন পর অভিনয়ে ফিরে মনে হচ্ছে সবাই আগের চেয়ে আরও আন্তরিক হয়ে গেছেন। আরও বেশি আপন হয়ে গেছেন।’
যে নাটক দিয়ে তিন বছর পর অভিনয়ে ফিরলেন শখ, সেটির নাম ‘ফাটাফাটি প্রেম’। পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এ নাটকে শখের নায়ক জাহের আলভী। বুধ ও বৃহস্পতিবার উত্তরায় ‘ফাটাফাটি প্রেম’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন তাঁরা।
শখ বলেন, ‘নাটকের গল্পটি বেশ মজার। তবে শুধু গল্প নয়, এ নাটক দিয়ে ফেরার কারণ পরিচালকের অনুরোধ। আমরা বহু বছর আগে থেকে দুজন দুজনকে চিনি। সে আমাকে বোন বলে ডাকে। অনেক আগে থেকেই রিপন আমাকে নিয়ে কাজ করার পরিকল্পনা করছিল। কয়েক দিন আগে হুট করে বলল, চলো কাজটি করে ফেলি। গল্পটা পড়ে শোনাল। তারপর সম্মতি দিলাম।’
সব ঠিক থাকলে এ রোজার ঈদে পর্দায় দেখা দেবেন নতুন শখ। তবে এই ‘নতুন’ শব্দে আপত্তি আছে শখের। তিনি সংশোধন করে দিলেন, ‘শখ পুরোনোই থাকবে। কাজগুলো নতুন হবে।’
অনেক দিন পর্দায় নেই শখ। এই সময়ে অনেক বদল ঘটে গেছে দেশের নাটকপাড়ায়। অনেক নতুন মুখ এসেছেন। নতুন মাধ্যমও এসেছে। অভিনয়শিল্পীদের মধ্যে বেড়েছে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার কবলে পড়ে অনেক জনপ্রিয় মুখ খানিকটা আড়ালে চলে গেছেন। তবে এসব নিয়ে কোনো দুশ্চিন্তা নেই শখের। নিজের অবস্থান নিয়ে প্রবল আত্মবিশ্বাসী তিনি।
শখ বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, কারও জায়গা কেউ নিতে পারে না। আমি এত দিন কাজ করিনি। অনেক নতুন মুখ এসেছেন। কিন্তু আমার জায়গায় আমিই আছি। শখ তো একটাই! তাঁর জায়গা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে