যান চলাচলের জন্য উন্মুক্ত এম সাইফুর রহমান সড়ক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ০৮: ৩৩

দীর্ঘ বন্ধের পর খুলে দেওয়া হলো মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সড়ক এম সাইফুর রহমান সড়ক। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সংস্কারের কাজ শেষে যান চলালের জন্য খুলে দেওয়া হয়।

গতকাল বুধবার বেলা ১১টায় সংস্কারের কাজে শেষে যান চলাচলের জন্য উন্মুক্ত করেন মৌলভীবাজার পৌর সভার মেয়র মো. ফজলুর রহমান। এ সময় ব্যবসায়ীসহ শহরের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এ সড়কজুড়ে রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ব্যস্ততম এই সড়কটি সরু ছিল। ফলে যানজট লেগেই থাকত। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য মৌলভীবাজার পৌরসভা উদ্যোগ নেয়।

পৌর কর্তৃপক্ষ জানান, এ সড়কে যানজট, পানি নিষ্কাশনসহ জনসাধারণের চলাচলে নানা অসুবিধা হতো। এ সমস্যা সমাধানে প্রায় চার মাসের কর্মযজ্ঞে রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরু রাস্তা প্রশস্ত করা হয়। উচ্ছেদের পর শহরের পুরোনো থানা থেকে পশ্চিমবাজার পর্যন্ত আরসিসি ঢালাইয়ের প্রশস্ত রাস্তা তৈরি করা হয়।

সমাজকর্মী জামাল আহমদ বলেন, এই সড়কটি অনেক স্থানে ৩ ফুট থেকে ৫ ফুট প্রশস্তকরণ হওয়ায় এখন অনায়াসে যানবাহন চলছে। যানজট সৃষ্টি হচ্ছে না।

এলাকাবাসীরা জানান, এই এলাকায় পানি নিষ্কাশনে নালা ব্যবস্থা নাজুক ছিল। বর্তমানে রাস্তা প্রশস্তকরণসহ নতুন ও পুরোনো নালা পুনর্নির্মাণের ফলে পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান হয়েছে।

ব্যবসায়ী তুহিন আহমদ মানিক বলেন, ‘প্রায় চার মাস রাস্তা বন্ধ থাকায় আমাদের ব্যবসায় বেশ ক্ষতি হয়েছে। তবে এই ক্ষতি আমাদের দীর্ঘ লাভের জন্য। এ কারণে রাস্তা বন্ধের বিষয়টি আমরা মেনে নিই।’

ব্যবসায়ী সুবীর দে বলেন, ‘আগে রাস্তা ছোট ছিল। প্রায় যানজট লেগে থাকত। এতে চলাচলে ভোগান্তিতে পড়তে হতো। এখন রাস্তা বড় হয়েছে ভোগান্তি কমবে। এমনকি আমাদের ব্যবসায়ও লাভ হবে।’

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, ২ কোটি ৪০ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইউজিপি) প্রকল্পের মাধ্যমে এ সড়কের উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, আগে এ সড়কে চলতে মানুষের অনেক ভোগান্তি হতো। এখন এ সমস্যার সমাধান হয়েছে। পাশাপাশি ব্যবসাও প্রসারিত হবে।

রাস্তা উন্মুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক চেম্বার অব কমার্সের সভাপতি, ডা. এম এ আহাদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

স্বামীও জানতেন না স্ত্রী ঢাকা মেডিকেলের ছাত্রী নন

ঢাকার যানজট নিরসনে ৫ কোটির সিগন্যাল ব্যবস্থা, বাস্তবায়নে লাগবে ৬ মাস

১১ সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন, আছেন যারা

এস আলমের ঋণ জালিয়াতি: বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত