মুনীরুল ইসলাম
মানবজাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন বলেই তারা স্বাধীনচেতা। স্বাধীনতা মানুষের সুস্থভাবে বেঁচে থাকার প্রথম অধিকার। ব্যক্তিস্বাধীনতা থেকে নিয়ে সর্ব প্রকার স্বাধীনতা ইসলাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। মহানবী (সা.)-এর জীবনের অন্যতম উদ্দেশ্য ছিল, মজলুম জনতার স্বাধীনতা অর্জন এবং তাদের আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা।
জাহিলি যুগের পরাধীনতা থেকে মুক্ত করে মদিনা নগরীতে স্বাধীন-সার্বভৌম কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তিনি। স্বাধীন রাষ্ট্রের ভিত মজবুত করার জন্য মদিনা ও পার্শ্ববর্তী অঞ্চলের মুসলমান, ইহুদি ও পৌত্তলিকদের নিয়ে সব সম্প্রদায়ের মানবিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এক ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন, যা মদিনা সনদ নামে প্রসিদ্ধ। এটিই ছিল পৃথিবীর প্রথম লিখিত সংবিধান।
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার গুরুত্ব সম্পর্কে মহানবী (সা.) বলেন, ‘এক দিন ইসলামি রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া পৃথিবী ও তার অন্তর্গত সবকিছুর চেয়ে উত্তম।’ (বুখারি ও মুসলিম) অন্য হাদিসে বলেন, ‘মৃত ব্যক্তির সব আমল বন্ধ হয়ে যায়, ফলে তার আমল আর বৃদ্ধি পায় না। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে কোনো ইসলামি রাষ্ট্রের সীমান্ত পাহারায় নিয়োজিত থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। তার আমল কেয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে এবং কবরের প্রশ্নোত্তর থেকেও সে মুক্ত থাকবে।’ (তিরমিজি)
মহানবী (সা.) একটি স্বাধীন ভূখণ্ড লাভের জন্য কঠোর সাধনা করেছিলেন। স্বাধীনতা অর্জনের পাশাপাশি স্বাধীনতা রক্ষায়ও তিনি জোরালো ভূমিকা রেখে গেছেন। আমাদের মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতাও অনেক জান-মাল এবং ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে। সুতরাং এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের একান্ত দায়িত্ব।
মুনীরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম
মানবজাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন বলেই তারা স্বাধীনচেতা। স্বাধীনতা মানুষের সুস্থভাবে বেঁচে থাকার প্রথম অধিকার। ব্যক্তিস্বাধীনতা থেকে নিয়ে সর্ব প্রকার স্বাধীনতা ইসলাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। মহানবী (সা.)-এর জীবনের অন্যতম উদ্দেশ্য ছিল, মজলুম জনতার স্বাধীনতা অর্জন এবং তাদের আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা।
জাহিলি যুগের পরাধীনতা থেকে মুক্ত করে মদিনা নগরীতে স্বাধীন-সার্বভৌম কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তিনি। স্বাধীন রাষ্ট্রের ভিত মজবুত করার জন্য মদিনা ও পার্শ্ববর্তী অঞ্চলের মুসলমান, ইহুদি ও পৌত্তলিকদের নিয়ে সব সম্প্রদায়ের মানবিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এক ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন, যা মদিনা সনদ নামে প্রসিদ্ধ। এটিই ছিল পৃথিবীর প্রথম লিখিত সংবিধান।
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার গুরুত্ব সম্পর্কে মহানবী (সা.) বলেন, ‘এক দিন ইসলামি রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া পৃথিবী ও তার অন্তর্গত সবকিছুর চেয়ে উত্তম।’ (বুখারি ও মুসলিম) অন্য হাদিসে বলেন, ‘মৃত ব্যক্তির সব আমল বন্ধ হয়ে যায়, ফলে তার আমল আর বৃদ্ধি পায় না। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে কোনো ইসলামি রাষ্ট্রের সীমান্ত পাহারায় নিয়োজিত থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। তার আমল কেয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে এবং কবরের প্রশ্নোত্তর থেকেও সে মুক্ত থাকবে।’ (তিরমিজি)
মহানবী (সা.) একটি স্বাধীন ভূখণ্ড লাভের জন্য কঠোর সাধনা করেছিলেন। স্বাধীনতা অর্জনের পাশাপাশি স্বাধীনতা রক্ষায়ও তিনি জোরালো ভূমিকা রেখে গেছেন। আমাদের মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতাও অনেক জান-মাল এবং ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে। সুতরাং এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের একান্ত দায়িত্ব।
মুনীরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে