কুষ্টিয়া ও ঝিনাইদহ প্রতিনিধি
কুষ্টিয়া ও ঝিনাইদহে ঝড়ের আঘাত ও বৃষ্টিতে অনেক গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উড়ে গেছে শত শত ঘরের টিনের চালা। উপড়ে পড়েছে অনেক গাছ। গতকাল শনিবার ভোরের দিকে শুরু হয় এ ঝড়। এদিকে, ঝড়ের সময় বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন চারজন।
কুষ্টিয়া: গতকাল ভোরের ঝড় ও বৃষ্টিতে জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি ও বিদ্যুৎ ব্যবস্থা। আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। উড়ে গেছে শত শত ঘরের টিনের চালা। গাছের ডাল পড়ে তার ছিঁড়ে অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের ঝড়ে জেলার বিভিন্ন উপজেলায় শত শত গাছপালা ভেঙে রাস্তায় পড়ে আছে।
জানা গেছে, ঝড়ে শত শত হেক্টর জমির আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফল ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আমবাগানের মালিক জিয়াউর বলেন, বাগানের সব আম ঝড়ে পড়ে গেছে। আর এক সপ্তাহ পর আম পাড়া শুরু হতো। কিন্তু ঝড়ের তাণ্ডবে আমার ব্যাপক ক্ষতি হয়ে গেল। কৃষক মো. লিটন বলেন, পেঁপে বাগানের খুব ক্ষতি হয়েছে। বেশির ভাগ পেঁপেগাছ উপড়ে গেছে।
আম ব্যবসায়ী হানিফ হোসেন বলেন, আমি প্রতিবছর বাগান ধরে আম কিনি। এ বছরও কিনেছি। ঝড়ে সব আম পড়ে গেছে। এখন লাভ তো দূরের কথা, আসল টাকাও উঠবে না।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, ঝড়ের কারণে সড়কের দুপাশে শত শত গাছের ডালপালা ভেঙে পড়েছে। কিছু কিছু জায়গায় এলাকাবাসীর সহায়তায় আবার কোথাও কোথাও ফায়ার সার্ভিসের টিম গাছগুলো সড়ক থেকে সরিয়ে নিচ্ছে।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) মো. মোকসেমুল হাকিম বলেন, ঝড়ের তাণ্ডবে পুরো জেলা লন্ডভন্ড। বিদ্যুতের খুঁটি ভেঙে এবং গাছের ডাল পড়ে তার ছিঁড়ে অনেক স্থানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে আছে। আমরা মেরামতের কাজ করছি।
কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত কুমার প্রামাণিক বলেন, ‘ঝড়ে আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তবে কৃষি বিভাগের লোকজন মাঠে গিয়ে ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছেন।’
ঝিনাইদহ: ঝিনাইদহে ঝড়ে গাছপালা ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে মাঠে কাজ করা রুপা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শৈলকুপার কুলচারা গ্রামের গোলাম নবীর (৩৭) স্ত্রী। এ সময় নবীও আহত হন। এ ছাড়া সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামে বজ্রপাতে দুটি মহিষ মারা গেছে।
জানা গেছে, ঝড়ে সদর উপজেলার গোয়ালপাড়া, ক্যাডেট কলেজ সংলগ্ন সড়ক, কালীগঞ্জে বারোবাজার, রঘুনাথপুর, কোটচাঁদপুরের এলাঙ্গীসহ বিভিন্ন স্থানে রাস্তায় ও রাস্তার পাশে ভেঙে পড়েছে ছোটবড় শতাধিক গাছ। এতে সকাল ৬টা থেকে বন্ধ ছিল ঝিনাইদহ-যশোর সড়কে যান চলাচল। পরে গাছগুলো সড়ক থেকে সরালে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঝড়ে চারজন আহত হয়েছেন। এ ছাড়া ঝড়ের সময় সদর ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ।
কুষ্টিয়া ও ঝিনাইদহে ঝড়ের আঘাত ও বৃষ্টিতে অনেক গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উড়ে গেছে শত শত ঘরের টিনের চালা। উপড়ে পড়েছে অনেক গাছ। গতকাল শনিবার ভোরের দিকে শুরু হয় এ ঝড়। এদিকে, ঝড়ের সময় বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন চারজন।
কুষ্টিয়া: গতকাল ভোরের ঝড় ও বৃষ্টিতে জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি ও বিদ্যুৎ ব্যবস্থা। আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। উড়ে গেছে শত শত ঘরের টিনের চালা। গাছের ডাল পড়ে তার ছিঁড়ে অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের ঝড়ে জেলার বিভিন্ন উপজেলায় শত শত গাছপালা ভেঙে রাস্তায় পড়ে আছে।
জানা গেছে, ঝড়ে শত শত হেক্টর জমির আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফল ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আমবাগানের মালিক জিয়াউর বলেন, বাগানের সব আম ঝড়ে পড়ে গেছে। আর এক সপ্তাহ পর আম পাড়া শুরু হতো। কিন্তু ঝড়ের তাণ্ডবে আমার ব্যাপক ক্ষতি হয়ে গেল। কৃষক মো. লিটন বলেন, পেঁপে বাগানের খুব ক্ষতি হয়েছে। বেশির ভাগ পেঁপেগাছ উপড়ে গেছে।
আম ব্যবসায়ী হানিফ হোসেন বলেন, আমি প্রতিবছর বাগান ধরে আম কিনি। এ বছরও কিনেছি। ঝড়ে সব আম পড়ে গেছে। এখন লাভ তো দূরের কথা, আসল টাকাও উঠবে না।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, ঝড়ের কারণে সড়কের দুপাশে শত শত গাছের ডালপালা ভেঙে পড়েছে। কিছু কিছু জায়গায় এলাকাবাসীর সহায়তায় আবার কোথাও কোথাও ফায়ার সার্ভিসের টিম গাছগুলো সড়ক থেকে সরিয়ে নিচ্ছে।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) মো. মোকসেমুল হাকিম বলেন, ঝড়ের তাণ্ডবে পুরো জেলা লন্ডভন্ড। বিদ্যুতের খুঁটি ভেঙে এবং গাছের ডাল পড়ে তার ছিঁড়ে অনেক স্থানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে আছে। আমরা মেরামতের কাজ করছি।
কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত কুমার প্রামাণিক বলেন, ‘ঝড়ে আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তবে কৃষি বিভাগের লোকজন মাঠে গিয়ে ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছেন।’
ঝিনাইদহ: ঝিনাইদহে ঝড়ে গাছপালা ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে মাঠে কাজ করা রুপা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শৈলকুপার কুলচারা গ্রামের গোলাম নবীর (৩৭) স্ত্রী। এ সময় নবীও আহত হন। এ ছাড়া সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামে বজ্রপাতে দুটি মহিষ মারা গেছে।
জানা গেছে, ঝড়ে সদর উপজেলার গোয়ালপাড়া, ক্যাডেট কলেজ সংলগ্ন সড়ক, কালীগঞ্জে বারোবাজার, রঘুনাথপুর, কোটচাঁদপুরের এলাঙ্গীসহ বিভিন্ন স্থানে রাস্তায় ও রাস্তার পাশে ভেঙে পড়েছে ছোটবড় শতাধিক গাছ। এতে সকাল ৬টা থেকে বন্ধ ছিল ঝিনাইদহ-যশোর সড়কে যান চলাচল। পরে গাছগুলো সড়ক থেকে সরালে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঝড়ে চারজন আহত হয়েছেন। এ ছাড়া ঝড়ের সময় সদর ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে