মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না কৃষকেরা। ভরা বর্ষায় খাল-বিলে পানি না থাকায় জমিসহ বিভিন্ন জলাশয় শুকিয়ে গেছে। এতে পাট কাটলেও জাগ দিতে না পেরে আঁটি বেঁধে বিভিন্ন স্থানে রেখে দিয়েছেন কৃষকেরা। কেউ আবার গর্ত করে সেখানে সামান্য পানি দিয়ে পাট জাগ দেওয়ার চেষ্টা করছেন।
চলতি মৌসুমে উপজেলায় পাটের ভালো আবাদ হয়েছে। বাজারদরও ভালো। এবার পাটের বাম্পার ফলনের আশায় ছিলেন কৃষকেরা। তবে স্বপ্নে বাধা হয় দাঁড়িয়েছে দাবদাহ ও অনাবৃষ্টি। পানির অভাবে পাট জাগ দিতে না পারায় জমিতেই নষ্ট হচ্ছে।
স্থানীয়ভাবে প্রতিমণ ভালো মানের পাট বিক্রি হচ্ছে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা দরে। এ ছাড়া স্থানীয় বাজারগুলোতে জ্বালানি হিসেবে পাটখড়ির খুব কদর রয়েছে। মাঝারি এক আঁটি পাটখড়ি বিক্রি হয় ১৫০ থেকে ২০০ টাকা।
কৃষক রবি মিয়া বলেন, ‘গত বছরের মতো এ বছর জমিতে পাট চাষ করছি। এবার পাটের দাম ভালো। তবে পাট কাটার পর জাগ দেওয়ার মতো জায়গা পাচ্ছি না। তাই আঁটি বেঁধে জমিতেই ফেলে রেখেছি। পানি এলে পাট জাগ দিতে পারব, না হলে জমিতেই নষ্ট হবে।’
কৃষক কুদ্দুস মিয়া বলেন, ‘এই বছর এক কানি জমিতে পাট চাষ করেছি। এখন পাট কেটে জাগ দেওয়ার জন্য পানি পাই না। বাড়ির কাছে সেতুর গোড়ায় একটু ডোবা আছে। কিন্তু সব পাট এখানে জাগ দেওয়াও সম্ভব না।’
কৃষক আবু চাঁন বলেন, ‘আগাম বন্যার পানি আসায় অনেক কৃষকের গাছ উপযুক্ত হওয়ার আগেই নষ্ট হয়ে গেছে। কিছু পাট উপযুক্ত হয়ে জমিতে রয়েছে। এ বছর পানির অভাবে আমরা পাটের জাগ দিতে পারছি না।’
পাট জাগ দেওয়ার ও পাটের ফলন নিয়ে কথা হয় কুলিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। তিনি বলেন, খাল-বিলে পানি থাকাকালীন অনেক কৃষকের পাট কাটার মতো উপযুক্ত হয়নি। এখন পাট কাটতে গিয়ে কৃষক জাগ দেওয়ার জন্য পানি পাচ্ছেন না। এ ক্ষেত্রে তাঁরা কৃত্রিমভাবে খনন করে কিংবা বৃষ্টির পানি জলাশয়ে ধরে রেখে পাটের জাগ দিতে পারেন।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না কৃষকেরা। ভরা বর্ষায় খাল-বিলে পানি না থাকায় জমিসহ বিভিন্ন জলাশয় শুকিয়ে গেছে। এতে পাট কাটলেও জাগ দিতে না পেরে আঁটি বেঁধে বিভিন্ন স্থানে রেখে দিয়েছেন কৃষকেরা। কেউ আবার গর্ত করে সেখানে সামান্য পানি দিয়ে পাট জাগ দেওয়ার চেষ্টা করছেন।
চলতি মৌসুমে উপজেলায় পাটের ভালো আবাদ হয়েছে। বাজারদরও ভালো। এবার পাটের বাম্পার ফলনের আশায় ছিলেন কৃষকেরা। তবে স্বপ্নে বাধা হয় দাঁড়িয়েছে দাবদাহ ও অনাবৃষ্টি। পানির অভাবে পাট জাগ দিতে না পারায় জমিতেই নষ্ট হচ্ছে।
স্থানীয়ভাবে প্রতিমণ ভালো মানের পাট বিক্রি হচ্ছে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা দরে। এ ছাড়া স্থানীয় বাজারগুলোতে জ্বালানি হিসেবে পাটখড়ির খুব কদর রয়েছে। মাঝারি এক আঁটি পাটখড়ি বিক্রি হয় ১৫০ থেকে ২০০ টাকা।
কৃষক রবি মিয়া বলেন, ‘গত বছরের মতো এ বছর জমিতে পাট চাষ করছি। এবার পাটের দাম ভালো। তবে পাট কাটার পর জাগ দেওয়ার মতো জায়গা পাচ্ছি না। তাই আঁটি বেঁধে জমিতেই ফেলে রেখেছি। পানি এলে পাট জাগ দিতে পারব, না হলে জমিতেই নষ্ট হবে।’
কৃষক কুদ্দুস মিয়া বলেন, ‘এই বছর এক কানি জমিতে পাট চাষ করেছি। এখন পাট কেটে জাগ দেওয়ার জন্য পানি পাই না। বাড়ির কাছে সেতুর গোড়ায় একটু ডোবা আছে। কিন্তু সব পাট এখানে জাগ দেওয়াও সম্ভব না।’
কৃষক আবু চাঁন বলেন, ‘আগাম বন্যার পানি আসায় অনেক কৃষকের গাছ উপযুক্ত হওয়ার আগেই নষ্ট হয়ে গেছে। কিছু পাট উপযুক্ত হয়ে জমিতে রয়েছে। এ বছর পানির অভাবে আমরা পাটের জাগ দিতে পারছি না।’
পাট জাগ দেওয়ার ও পাটের ফলন নিয়ে কথা হয় কুলিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। তিনি বলেন, খাল-বিলে পানি থাকাকালীন অনেক কৃষকের পাট কাটার মতো উপযুক্ত হয়নি। এখন পাট কাটতে গিয়ে কৃষক জাগ দেওয়ার জন্য পানি পাচ্ছেন না। এ ক্ষেত্রে তাঁরা কৃত্রিমভাবে খনন করে কিংবা বৃষ্টির পানি জলাশয়ে ধরে রেখে পাটের জাগ দিতে পারেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে