বুস্টার ডোজে আগ্রহ কম

কাউনিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২২, ০৬: ৪২

কাউনিয়ায় করোনার প্রথম এবং দ্বিতীয় ডোজের টিকা নিতে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছিল। কিন্তু বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে সেভাবে সাড়া মিলছে না। গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়নের বিভিন্ন টিকাকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ রায়হান প্রামাণিক জানান, এক লাখ ৯২ হাজার ৯৪ জন প্রথম ডোজ গ্রহণ করেন। দ্বিতীয় ডোজ নেন এক লাখ ৭৭ হাজার ৯১৯ জন। এখন পর্যন্ত ১৪ হাজার ১৭৫ জন মানুষ দ্বিতীয় ডোজ নেননি। ইতিমধ্যে অনেককে মুঠোফোনে বার্তা দেওয়া হয়েছে। বর্তমানে বুস্টার ডোজ নিতে মানুষের মধ্যে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

রায়হান প্রামাণিক আরও জানান, গত শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বুস্টার ডোজ কার্যক্রম চলবে। এর মধ্যে গতকাল সোমবার বুস্টার ডোজ নিয়েছেন ৫ হাজার ৫৭২ জন। আগের দিন রোববার ৩ হাজার ৩০৮ জন এবং শনিবার ৭ হাজার ১৬৬ জন বুস্টার ডোজ নিয়েছেন।

এ ছাড়া ১২ থেকে ১৭ বছর বয়সী ২৭ হাজার ১৭১ জন শিশু ও কিশোর-কিশোরী প্রথম ডোজ গ্রহণ করে। এদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছে ২৪ হাজার ৮৮৪ জন। ২ হাজার ২৮৭ জন শিশু ও কিশোর-কিশোরী দ্বিতীয় ডোজ এখনো গ্রহণ করেনি। মুঠোফোনে বার্তা দেওয়ার পরও তারা দ্বিতীয় ডোজ নিতে আগ্রহ দেখাচ্ছে না।

এ বিষয়ে কথা বলতে গতকাল বিকেলে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে দেশে করোনা পরিস্থিতি অনেকটাই ভালো। এক শ্রেণির মানুষের অবহেলা ও অসচেতনতার কারণে বুস্টার ডোজ নিতে আগ্রহ কম। প্রথম ও দ্বিতীয় ডোজ নিতে মানুষের মধ্যে যে আগ্রহ ছিল, বুস্টার ডোজের ক্ষেত্রে তা নেই।’

ডা. মীর হোসেন আরও বলেন, বর্তমানে দেশে করোনায় মৃত্যু না থাকা এবং মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসায় অনেকেই মনে করছেন, টিকা নেওয়ার দরকার নেই। বুস্টার ডোজের বিষয়ে প্রচার না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন এই কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত