মির্জাগঞ্জে জামানত হারালেন ৭ প্রার্থী

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ০৬: ৩৭

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চার ইউপিতে ৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী জামানত হারিয়েছেন। গত সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

এদের মধ্যে মাধবখালী ইউপিতে দুজন, মির্জাগঞ্জ ইউনিয়নের দুজন, দেউলী সুবিদখালী ইউনিয়নের একজন ও মজিদবাড়িয়া ইউনিয়নের রয়েছেন দুজন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাধবখালী ইউনিয়নের দুজনের মধ্যে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী মিজান ৫৯০ ভোট ও হাতপাখা প্রতীকের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মো. শহিদুল ইসলাম ৮১৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। মির্জাগঞ্জ ইউনিয়নে দুজনের মধ্যে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম ইলিয়াস ৪৯ ভোট ও ঘোড়া প্রতীক থেকে স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেন ১০৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। দেউলী সুবিদখালী ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের আব্দুস সত্তার মৃধা ১হাজার ৩৯৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এবং মজিদবাড়িয়া ইউনিয়নের ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. উজ্জল ২৮৪ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের আব্দুল লতিফ হাওলাদার ৮৪০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন বলেন, ইউনিয়ন ভিত্তিক চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটকে আট ভাগ করার পর এক ভাগের (সাড়ে বারো পার্সেন্ট) কম ভোটে পরাজিত হলে ওই প্রার্থীর জামানত হারাবেন। মির্জাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে ১ লাখ ৩ হাজার ৭৯ জন ভোটারের মধ্যে ৫৫ হাজার ২০৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বাতিল হয়েছে ১ হাজার ৪৮টি ভোট।­

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত