ইয়াহ্ইয়া মারুফ, সিলেট
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়ের ভয় তাড়া করছে সিলেটেও। দলীয় প্রার্থীকে বিজয়ী করা নিয়ে নেতা-কর্মীদের কথায়ও মিলছে শঙ্কার সুর। অবশ্য নেতারা বলছেন, গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ক্যারিশমায় মেয়র হয়েছেন তাঁর মা জায়েদা খাতুন। সিলেটে সে রকম কিছু হবে না, এর পরিবেশও নেই। এখানে ক্যারিশমা দেখানোর মতো কোনো শক্তিশালী প্রার্থীও নেই।
তবে এখন থেকে সাবধান ও সতর্ক না হলে গাজীপুর ফলাফলের প্রতিফলন ঘটার আশঙ্কা করছেন কেউ কেউ। তাঁরা ৩৩ বছর আগে সিলেট উপজেলা পরিষদ নির্বাচনে ছয়ফুর রহমান ওরফে ছক্কা ছয়ফুর কীভাবে আওয়ামী লীগ নেতা ইফতেখার হোসেন শামীমকে পরাজিত করেছিলেন, তার উদাহরণ দিচ্ছেন। অস্বাভাবিক ও অভূতপূর্ণ সেই বিজয়ের পর তাঁকে লোকজন ‘ছক্কা ছয়ফুর’ নাম দেন।
গাজীপুরের ফল দেখে সিলেটে উৎফুল্ল জাতীয় পার্টি। দলের প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম বাবুলকে নিয়ে ক্যারিশমা দেখানোর চেষ্টা করছে দলটি। কেউ কেউ তাঁর ছক্কা ছয়ফুরের মতো সমর্থন পাওয়ারও প্রত্যাশা করছেন। নির্বাচনে জাপার বাবুলকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেও মনে করা হচ্ছে। যদিও তিনি ২০১৮ সালে ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করেও পরাজিত হন।
বিএনপিবিহীন নির্বাচনে বাবুল আওয়ামীবিরোধী বলয়ের সব ভোট পাবেন দাবি করে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও সিসিক নির্বাচনে বাবুলের প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগে বিরাট কোন্দল রয়েছে। এখন আনোয়ারুজ্জামানের সঙ্গে শীর্ষ নেতারাও কম। আর লন্ডনি যাঁরা আসছেন, তাঁরা নিজ নিজ বাড়ির পাশে আনোয়ারুজ্জামানের দোকান খুলেছেন। এ ছাড়া মানুষের তো লাঙ্গল ছাড়া ভোট দেওয়ার জায়গা নাই। বাবুল ক্যারিশমা দেখাবেন।’
তবে গাজীপুরের ফলাফল নিয়ে চিন্তিত নন দাবি করে সিলেট নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেট ও গাজীপুরের প্রেক্ষাপট ভিন্ন। আমরা সাংগঠনিক কর্মী, দলের নির্দেশনা অনুযায়ী সভাপতি-সম্পাদক প্রতিদিন ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছি। যেহেতু আমাদের প্রার্থীর কোনো ধরনের দুর্বলতা বা বদনাম নাই। পরিচ্ছন্ন মানুষ।’
তবে আবার একটু সাবধানী কথা বললেন মাসুক উদ্দিন, ‘কার ভেতরে কী, এটা তো বুঝা মুশকিল, যদি দলের সব নেতা-কর্মী আন্তরিকভাবে কাজ করেন, এখনো অনেক সময় আছে। আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। গাজীপুরের ফলাফল নিয়ে “আতঙ্কের” কিছু নাই, যদি আমাদের দলের কেউ বিশ্বাসঘাতকতা না করেন।’
আলোচনায় সেই আরিফ
দলীয় সিদ্ধান্তে ‘হ্যাট্টিক মিশন’ থেকে সরে দাঁড়িয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০ মে ঘোষণা দেন, তিনি ভোটে লড়বেন না। কিন্তু এখনো ঘুরেফিরে আলোচনার কেন্দ্রবিন্দু সেই আরিফ।
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ভোট। এবার ১১ জন মনোনয়নপত্র জমা দিলেও পাঁচজনের মনোনয়ন বাতিল হয়েছে। তাঁদের মধ্যে তিনজন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। আপিল নিষ্পত্তির পর আগামী ১ জুন প্রার্থী তালিকা চূড়ান্ত হবে।
বর্তমানে ছয় মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থীদেরই প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। এই তিনজনের মধ্যে গত রোববার সকালে হঠাৎ মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাসায় যান আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এ নিয়ে দিনভর নগরজুড়ে নানা আলোচনার পর মধ্যরাতে একইভাবে মেয়রের বাসায় হাজির হন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী নজরুল ইসলাম বাবুল।
একই দিনে গুরুত্বপূর্ণ দুই মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বাসায় যাওয়ার নানা কারণ খুঁজছেন নগরবাসী। কেউ ইতিবাচক আবার কেউ নেতিবাচকভাবে দেখছেন। গতকাল সোমবার বিষয়টি ছিল ‘টক অব দ্য সিলেট’।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘বর্তমান মেয়রের বাসায় মেয়র প্রার্থীরা যেতেই পারেন। এটা সিলেটের র্দীঘদিনের সংস্কৃতি এবং রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সর্ম্পকের দৃষ্টান্ত বলে মনে করছি।’
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়ের ভয় তাড়া করছে সিলেটেও। দলীয় প্রার্থীকে বিজয়ী করা নিয়ে নেতা-কর্মীদের কথায়ও মিলছে শঙ্কার সুর। অবশ্য নেতারা বলছেন, গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ক্যারিশমায় মেয়র হয়েছেন তাঁর মা জায়েদা খাতুন। সিলেটে সে রকম কিছু হবে না, এর পরিবেশও নেই। এখানে ক্যারিশমা দেখানোর মতো কোনো শক্তিশালী প্রার্থীও নেই।
তবে এখন থেকে সাবধান ও সতর্ক না হলে গাজীপুর ফলাফলের প্রতিফলন ঘটার আশঙ্কা করছেন কেউ কেউ। তাঁরা ৩৩ বছর আগে সিলেট উপজেলা পরিষদ নির্বাচনে ছয়ফুর রহমান ওরফে ছক্কা ছয়ফুর কীভাবে আওয়ামী লীগ নেতা ইফতেখার হোসেন শামীমকে পরাজিত করেছিলেন, তার উদাহরণ দিচ্ছেন। অস্বাভাবিক ও অভূতপূর্ণ সেই বিজয়ের পর তাঁকে লোকজন ‘ছক্কা ছয়ফুর’ নাম দেন।
গাজীপুরের ফল দেখে সিলেটে উৎফুল্ল জাতীয় পার্টি। দলের প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম বাবুলকে নিয়ে ক্যারিশমা দেখানোর চেষ্টা করছে দলটি। কেউ কেউ তাঁর ছক্কা ছয়ফুরের মতো সমর্থন পাওয়ারও প্রত্যাশা করছেন। নির্বাচনে জাপার বাবুলকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেও মনে করা হচ্ছে। যদিও তিনি ২০১৮ সালে ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করেও পরাজিত হন।
বিএনপিবিহীন নির্বাচনে বাবুল আওয়ামীবিরোধী বলয়ের সব ভোট পাবেন দাবি করে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও সিসিক নির্বাচনে বাবুলের প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগে বিরাট কোন্দল রয়েছে। এখন আনোয়ারুজ্জামানের সঙ্গে শীর্ষ নেতারাও কম। আর লন্ডনি যাঁরা আসছেন, তাঁরা নিজ নিজ বাড়ির পাশে আনোয়ারুজ্জামানের দোকান খুলেছেন। এ ছাড়া মানুষের তো লাঙ্গল ছাড়া ভোট দেওয়ার জায়গা নাই। বাবুল ক্যারিশমা দেখাবেন।’
তবে গাজীপুরের ফলাফল নিয়ে চিন্তিত নন দাবি করে সিলেট নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেট ও গাজীপুরের প্রেক্ষাপট ভিন্ন। আমরা সাংগঠনিক কর্মী, দলের নির্দেশনা অনুযায়ী সভাপতি-সম্পাদক প্রতিদিন ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছি। যেহেতু আমাদের প্রার্থীর কোনো ধরনের দুর্বলতা বা বদনাম নাই। পরিচ্ছন্ন মানুষ।’
তবে আবার একটু সাবধানী কথা বললেন মাসুক উদ্দিন, ‘কার ভেতরে কী, এটা তো বুঝা মুশকিল, যদি দলের সব নেতা-কর্মী আন্তরিকভাবে কাজ করেন, এখনো অনেক সময় আছে। আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। গাজীপুরের ফলাফল নিয়ে “আতঙ্কের” কিছু নাই, যদি আমাদের দলের কেউ বিশ্বাসঘাতকতা না করেন।’
আলোচনায় সেই আরিফ
দলীয় সিদ্ধান্তে ‘হ্যাট্টিক মিশন’ থেকে সরে দাঁড়িয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০ মে ঘোষণা দেন, তিনি ভোটে লড়বেন না। কিন্তু এখনো ঘুরেফিরে আলোচনার কেন্দ্রবিন্দু সেই আরিফ।
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ভোট। এবার ১১ জন মনোনয়নপত্র জমা দিলেও পাঁচজনের মনোনয়ন বাতিল হয়েছে। তাঁদের মধ্যে তিনজন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। আপিল নিষ্পত্তির পর আগামী ১ জুন প্রার্থী তালিকা চূড়ান্ত হবে।
বর্তমানে ছয় মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থীদেরই প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। এই তিনজনের মধ্যে গত রোববার সকালে হঠাৎ মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাসায় যান আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এ নিয়ে দিনভর নগরজুড়ে নানা আলোচনার পর মধ্যরাতে একইভাবে মেয়রের বাসায় হাজির হন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী নজরুল ইসলাম বাবুল।
একই দিনে গুরুত্বপূর্ণ দুই মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বাসায় যাওয়ার নানা কারণ খুঁজছেন নগরবাসী। কেউ ইতিবাচক আবার কেউ নেতিবাচকভাবে দেখছেন। গতকাল সোমবার বিষয়টি ছিল ‘টক অব দ্য সিলেট’।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘বর্তমান মেয়রের বাসায় মেয়র প্রার্থীরা যেতেই পারেন। এটা সিলেটের র্দীঘদিনের সংস্কৃতি এবং রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সর্ম্পকের দৃষ্টান্ত বলে মনে করছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে