নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লালবাগের শহীদ নগর এলাকায় বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য যৌথভাবে অভিযান পরিচালনা শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসন। এদিকে ‘অলিখিত নোটিশে উচ্ছেদ অভিযান’ পরিচালনার জন্য প্রতিবাদ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
গতকাল রোববার বেলা ১১টায় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এদিন আদি চ্যানেলের ওপর অবৈধভাবে গড়ে তোলা বাস্তুহারা লীগের লালবাগের প্রধান কার্যালয়সহ মোট ২৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএর ঢাকা বন্দরের উপপরিচালক গুলজার আলী বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। ছয় দিনব্যাপী এই উচ্ছেদ অভিযানে কয়েকটি বহুতল ভবনসহ মোট ৭৪টি স্থাপনা উচ্ছেদের নির্দেশনা রয়েছে শহীদ নগর এলাকায়।’
এদিকে উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে উচ্ছেদ চলাকালীন মানববন্ধন করেছেন শহীদ নগরের উচ্ছেদের শিকার বাসিন্দারা। উচ্ছেদের শিকার শহীদ নগরের বাসিন্দা মো. সাগীর আহম্মেদ সুজন বলেন, ‘৫০ থেকে ৬০ বছর ধরে আমরা এখানে ইমারত ও সেমিপাকা ঘর নির্মাণ করে ৫-৭ হাজার লোক সুখে-শান্তিতে বসবাস করছি। কিন্তু গত ২৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিএর উচ্ছেদের অভিযানের কথা জানিয়ে মাইকিং করা হয়। আমরা জানতে পারি, ২৬ ডিসেম্বর থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে; যা সম্পূর্ণ অবৈধ এবং অনাকাঙ্ক্ষিত। অথচ এসব ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি নিয়ে আমাদের পক্ষে জজকোর্ট, হাইকোর্ট ও মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে।’
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাজাহান বলেন, ‘আমাদের এইভাবে হঠাৎ করে চলে যেতে বলার কোনো মানে নেই। আমরা হাইকোর্টের আদেশক্রমে এখানে বসবাস করছি। আমাদের কিছু সময় দেওয়া হোক।’ উচ্ছেদ অভিযানে আল হলি কুরআন নামে একটি মাদ্রাসার স্থাপনাও ভেঙে দেওয়া হয়। মাদ্রাসাসংশ্লিষ্ট মো. আজাদি বলেন, ‘মাদ্রাসা, স্কুলসহ বেশ কিছু প্রতিষ্ঠান ছিল এখানে। এগুলো তো তিন দিনের মধ্যে গুছিয়ে অন্য জায়গায় নেওয়া সম্ভব না।’
লালবাগের শহীদ নগর এলাকায় বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য যৌথভাবে অভিযান পরিচালনা শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসন। এদিকে ‘অলিখিত নোটিশে উচ্ছেদ অভিযান’ পরিচালনার জন্য প্রতিবাদ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
গতকাল রোববার বেলা ১১টায় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এদিন আদি চ্যানেলের ওপর অবৈধভাবে গড়ে তোলা বাস্তুহারা লীগের লালবাগের প্রধান কার্যালয়সহ মোট ২৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএর ঢাকা বন্দরের উপপরিচালক গুলজার আলী বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। ছয় দিনব্যাপী এই উচ্ছেদ অভিযানে কয়েকটি বহুতল ভবনসহ মোট ৭৪টি স্থাপনা উচ্ছেদের নির্দেশনা রয়েছে শহীদ নগর এলাকায়।’
এদিকে উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে উচ্ছেদ চলাকালীন মানববন্ধন করেছেন শহীদ নগরের উচ্ছেদের শিকার বাসিন্দারা। উচ্ছেদের শিকার শহীদ নগরের বাসিন্দা মো. সাগীর আহম্মেদ সুজন বলেন, ‘৫০ থেকে ৬০ বছর ধরে আমরা এখানে ইমারত ও সেমিপাকা ঘর নির্মাণ করে ৫-৭ হাজার লোক সুখে-শান্তিতে বসবাস করছি। কিন্তু গত ২৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিএর উচ্ছেদের অভিযানের কথা জানিয়ে মাইকিং করা হয়। আমরা জানতে পারি, ২৬ ডিসেম্বর থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে; যা সম্পূর্ণ অবৈধ এবং অনাকাঙ্ক্ষিত। অথচ এসব ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি নিয়ে আমাদের পক্ষে জজকোর্ট, হাইকোর্ট ও মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে।’
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাজাহান বলেন, ‘আমাদের এইভাবে হঠাৎ করে চলে যেতে বলার কোনো মানে নেই। আমরা হাইকোর্টের আদেশক্রমে এখানে বসবাস করছি। আমাদের কিছু সময় দেওয়া হোক।’ উচ্ছেদ অভিযানে আল হলি কুরআন নামে একটি মাদ্রাসার স্থাপনাও ভেঙে দেওয়া হয়। মাদ্রাসাসংশ্লিষ্ট মো. আজাদি বলেন, ‘মাদ্রাসা, স্কুলসহ বেশ কিছু প্রতিষ্ঠান ছিল এখানে। এগুলো তো তিন দিনের মধ্যে গুছিয়ে অন্য জায়গায় নেওয়া সম্ভব না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে