রাবি প্রতিনিধি
ফলাফল পুনর্মূল্যায়ন করে ন্যায্য ফল প্রকাশের দাবিতে গতকাল সোমবার সকালে আমরণ অনশনে বসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন শুরু করেন তাঁরা।
এদিকে, অনশন চলাকালে পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। তাঁরা হলেন মনিজা আক্তার, লুনা খাতুন, সুমাইয়া আক্তার, রুমা আক্তার ও নুসরাত জাহান প্রিয়া। তাৎক্ষণিক তাঁদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়। পরে অবস্থা খারাপ হলে সুমাইয়া ও মনিজাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অনশন চলাকালে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসে। এ সময় প্রশাসন আবারও সময় চাইলে শিক্ষার্থীরা তা মেনে নিতে অস্বীকৃতি জানান। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উচ্চবাচ্য শুরু করেন। তখন তাঁদের ওপর চড়াও হন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু। এতে ধাক্কাধাক্কি শুরু হয়। ওই দুই শিক্ষক শিক্ষার্থীদের ওপর হাত তুলেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এরপর পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি, বিভাগের শিক্ষকদের নিয়ে আলোচনায় বসেছে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। প্রায় আধা ঘণ্টা আলোচনা শেষে রাত সাড়ে আটটার দিকে অনশনরত শিক্ষার্থীদের কাছে আসেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
সেখানে তিনি বলেন, ‘আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী সাত দিনের মধ্যে তাঁরা প্রতিবেদন জমা দেবেন।সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সমস্যার সমাধান করা হবে।’ পরে তিনি পানি খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।
প্রসঙ্গত, ২৫ আগস্ট উর্দু বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ হলে ফল পুনর্মূল্যায়নের দাবিতে ওই দিনই বিভাগের অফিস ও সভাপতির কক্ষে তালা লাগিয়ে বিভাগ বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরে ছাত্র-উপদেষ্টার আশ্বাসে তালা খুলে দেন তাঁরা। কিন্তু সে আশ্বাস বাস্তবায়ন না হলে গত ২৬ অক্টোবর ফের বিভাগে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।
ফলাফল পুনর্মূল্যায়ন করে ন্যায্য ফল প্রকাশের দাবিতে গতকাল সোমবার সকালে আমরণ অনশনে বসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন শুরু করেন তাঁরা।
এদিকে, অনশন চলাকালে পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। তাঁরা হলেন মনিজা আক্তার, লুনা খাতুন, সুমাইয়া আক্তার, রুমা আক্তার ও নুসরাত জাহান প্রিয়া। তাৎক্ষণিক তাঁদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়। পরে অবস্থা খারাপ হলে সুমাইয়া ও মনিজাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অনশন চলাকালে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসে। এ সময় প্রশাসন আবারও সময় চাইলে শিক্ষার্থীরা তা মেনে নিতে অস্বীকৃতি জানান। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উচ্চবাচ্য শুরু করেন। তখন তাঁদের ওপর চড়াও হন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু। এতে ধাক্কাধাক্কি শুরু হয়। ওই দুই শিক্ষক শিক্ষার্থীদের ওপর হাত তুলেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এরপর পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি, বিভাগের শিক্ষকদের নিয়ে আলোচনায় বসেছে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। প্রায় আধা ঘণ্টা আলোচনা শেষে রাত সাড়ে আটটার দিকে অনশনরত শিক্ষার্থীদের কাছে আসেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
সেখানে তিনি বলেন, ‘আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী সাত দিনের মধ্যে তাঁরা প্রতিবেদন জমা দেবেন।সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সমস্যার সমাধান করা হবে।’ পরে তিনি পানি খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।
প্রসঙ্গত, ২৫ আগস্ট উর্দু বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ হলে ফল পুনর্মূল্যায়নের দাবিতে ওই দিনই বিভাগের অফিস ও সভাপতির কক্ষে তালা লাগিয়ে বিভাগ বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরে ছাত্র-উপদেষ্টার আশ্বাসে তালা খুলে দেন তাঁরা। কিন্তু সে আশ্বাস বাস্তবায়ন না হলে গত ২৬ অক্টোবর ফের বিভাগে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে