খান রফিক, বরিশাল
ঐতিহ্যবাহী বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে ইফতারের আড়ালে বড় রাজনৈতিক কর্মসূচি করেছে বিএনপি। এই ইফতার আয়োজন সফল করতে দলের ভেতরে চাঁদাবাজির অভিযোগ উঠেছে নেতাদের বিরুদ্ধে। এতে দলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে। এদিকে গতকালের ইফতারের সময় দুই দফা মারামারি হয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে।
জানা গেছে ২ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত চাঁদা তুলেছে নগর বিএনপির নতুন নেতৃত্ব। এ চাঁদা দেওয়ার তালিকায় যেমন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা ছিলেন; তেমনি ওয়ার্ড নেতা, অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মীকেও দিতে হয়েছে। বিশেষ করে বিএনপি সমর্থক নগরের কয়েকজন ব্যবসায়ী ও ঠিকাদারের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নেওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন নেতা-কর্মীরা। নগর বিএনপি সূত্র এমন অভিযোগ অস্বীকার করে বলেছেন, হিতাকাঙ্ক্ষী এবং নিজেদের অর্থে ইফতারের খরচ চালানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জিলা স্কুলে গিয়ে দেখা গেছে, স্কুলের মাঠের মাঝখানে বিশাল শামিয়ানা এবং ডিজিটাল ডিসপ্লে বসানো হয়েছে। সেখানে নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্যসচিব মীর জাহিদুল কবিরসহ নেতা-কর্মীরা ব্যস্ত সময় পার করছেন।
ইফতার পার্টিতে স্কাইপিতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। নগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তবে ইফতার চলাকালে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে দুই দফা মারামারি হয়।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুসা কাজল বলেন, ‘আমার কাছে যুগ্ম আহ্বায়ক মাকসুছুর রহমান মাকসুদ ইফতারের জন্য চাঁদা চেয়েছে, আমি দিইনি।’
আহ্বায়ক কমিটির অপর সদস্য আফরোজা খানম নাসরিন বলেন, ‘সদস্যসচিব আমার কাছে ২ হাজার টাকা চেয়েছেন। আমি বলেছি, আপনারা আহ্বায়ক এবং সদস্যসচিব ইফতারের আয়োজন করবেন, আমরা কেন টাকা দেব?’
বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক সাংবাদিকদের বলেন, ‘যাঁরা ইফতারিতে চাঁদাবাজির কথা বলেন, তাঁরা ১৪ গুণ বেশি করেছেন। তাঁরা কী করেছেন, সবার আগে সেই হিসাব দিন। আমাদের অনেক হিতাকাঙ্ক্ষী আছেন, তাঁদের কাছ থেকে ইফতারের খরচ তোলা হয়েছে।’
আহ্বায়ক জোর দিয়ে বলেন, ‘আমরা আমাদের নিজেদের খরচে কর্মসূচি করি, চাঁদাবাজি করি না। কিন্তু যখন দল ক্ষমতায় ছিল, তখন অনেকে সাংসদ, মেয়র ছিলেন। তাঁরা কী করেছেন তা সবাই জানে।’ চাঁদাবাজি করি এমনটা প্রমাণ করতে পারলে দল ত্যাগ করবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপি নেতা ফারুক।
তবে দলটির একাধিক ওয়ার্ড বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, ইফতার আয়োজনের জন্য তাঁদের চাঁদা দিতে হয়েছে। কারণ নগরের ৩০টি ওয়ার্ড সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে। এখন চাঁদা না দিলে তো নতুন কমিটিতে আসতে পারবেন না। কত টাকা দেওয়া হয়েছে এ প্রসঙ্গে বলেন, ২ হাজার থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়েছে।
জানা গেছে, সবচেয়ে আলোচিত হয়েছে একজন ঠিকাদারের কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা আদায় করা নিয়ে। ওই ঠিকাদার নগরে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচিত এবং ক্ষমতাসীন দলের সঙ্গে সমঝোতায় নানা ধরনের উন্নয়নকাজ করছেন। এভাবে চাঁদা নেওয়ায় গতকাল ইফতার পার্টিতে নেতা-কর্মীদের মধ্যে কানাঘুষা এবং অসন্তোষ দেখা গেছে।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘তথ্যপ্রমাণ ও যাচাই-বাছাই ছাড়া চাঁদাবাজির বিষয়টি বলা উচিত নয়।’ ইফতারে নগর বিএনপিকে তিনি কোনো চাঁদা দেননি।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান বলেন, ‘ইফতার ইস্যুতে এটা করা উচিত নয়। তবে করছে কি না তা খতিয়ে দেখতে হবে।’
ঐতিহ্যবাহী বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে ইফতারের আড়ালে বড় রাজনৈতিক কর্মসূচি করেছে বিএনপি। এই ইফতার আয়োজন সফল করতে দলের ভেতরে চাঁদাবাজির অভিযোগ উঠেছে নেতাদের বিরুদ্ধে। এতে দলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে। এদিকে গতকালের ইফতারের সময় দুই দফা মারামারি হয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে।
জানা গেছে ২ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত চাঁদা তুলেছে নগর বিএনপির নতুন নেতৃত্ব। এ চাঁদা দেওয়ার তালিকায় যেমন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা ছিলেন; তেমনি ওয়ার্ড নেতা, অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মীকেও দিতে হয়েছে। বিশেষ করে বিএনপি সমর্থক নগরের কয়েকজন ব্যবসায়ী ও ঠিকাদারের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নেওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন নেতা-কর্মীরা। নগর বিএনপি সূত্র এমন অভিযোগ অস্বীকার করে বলেছেন, হিতাকাঙ্ক্ষী এবং নিজেদের অর্থে ইফতারের খরচ চালানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জিলা স্কুলে গিয়ে দেখা গেছে, স্কুলের মাঠের মাঝখানে বিশাল শামিয়ানা এবং ডিজিটাল ডিসপ্লে বসানো হয়েছে। সেখানে নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্যসচিব মীর জাহিদুল কবিরসহ নেতা-কর্মীরা ব্যস্ত সময় পার করছেন।
ইফতার পার্টিতে স্কাইপিতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। নগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তবে ইফতার চলাকালে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে দুই দফা মারামারি হয়।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুসা কাজল বলেন, ‘আমার কাছে যুগ্ম আহ্বায়ক মাকসুছুর রহমান মাকসুদ ইফতারের জন্য চাঁদা চেয়েছে, আমি দিইনি।’
আহ্বায়ক কমিটির অপর সদস্য আফরোজা খানম নাসরিন বলেন, ‘সদস্যসচিব আমার কাছে ২ হাজার টাকা চেয়েছেন। আমি বলেছি, আপনারা আহ্বায়ক এবং সদস্যসচিব ইফতারের আয়োজন করবেন, আমরা কেন টাকা দেব?’
বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক সাংবাদিকদের বলেন, ‘যাঁরা ইফতারিতে চাঁদাবাজির কথা বলেন, তাঁরা ১৪ গুণ বেশি করেছেন। তাঁরা কী করেছেন, সবার আগে সেই হিসাব দিন। আমাদের অনেক হিতাকাঙ্ক্ষী আছেন, তাঁদের কাছ থেকে ইফতারের খরচ তোলা হয়েছে।’
আহ্বায়ক জোর দিয়ে বলেন, ‘আমরা আমাদের নিজেদের খরচে কর্মসূচি করি, চাঁদাবাজি করি না। কিন্তু যখন দল ক্ষমতায় ছিল, তখন অনেকে সাংসদ, মেয়র ছিলেন। তাঁরা কী করেছেন তা সবাই জানে।’ চাঁদাবাজি করি এমনটা প্রমাণ করতে পারলে দল ত্যাগ করবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপি নেতা ফারুক।
তবে দলটির একাধিক ওয়ার্ড বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, ইফতার আয়োজনের জন্য তাঁদের চাঁদা দিতে হয়েছে। কারণ নগরের ৩০টি ওয়ার্ড সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে। এখন চাঁদা না দিলে তো নতুন কমিটিতে আসতে পারবেন না। কত টাকা দেওয়া হয়েছে এ প্রসঙ্গে বলেন, ২ হাজার থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়েছে।
জানা গেছে, সবচেয়ে আলোচিত হয়েছে একজন ঠিকাদারের কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা আদায় করা নিয়ে। ওই ঠিকাদার নগরে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচিত এবং ক্ষমতাসীন দলের সঙ্গে সমঝোতায় নানা ধরনের উন্নয়নকাজ করছেন। এভাবে চাঁদা নেওয়ায় গতকাল ইফতার পার্টিতে নেতা-কর্মীদের মধ্যে কানাঘুষা এবং অসন্তোষ দেখা গেছে।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘তথ্যপ্রমাণ ও যাচাই-বাছাই ছাড়া চাঁদাবাজির বিষয়টি বলা উচিত নয়।’ ইফতারে নগর বিএনপিকে তিনি কোনো চাঁদা দেননি।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান বলেন, ‘ইফতার ইস্যুতে এটা করা উচিত নয়। তবে করছে কি না তা খতিয়ে দেখতে হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে