বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে সম্প্রতি সাপসহ বিভিন্ন প্রজাতির পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। এতে আতঙ্ক দেখা দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মচারীদের মধ্যে।
জানা গেছে, ক্যাম্পাসে প্রবেশের প্রধান ফটকের সামনে গত সোম ও মঙ্গলবার দিনের বেলা একটি গোখরাসহ অন্য প্রজাতির আরেকটি সাপ মারা হয়েছে। এ ছাড়া সাত দিনে অন্তত ১৩টি সাপ মেরে ফেলা হয়েছে ক্যাম্পাসে। পরিবহন পুল, ছেলেদের আবাসিক হল, একাডেমিক ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন রাস্তায় দেখা মিলছে এসব সাপ। এতে ক্যাম্পাসে চলাচল অনেকটা অনিরাপদ হয়ে পড়েছে।
শিক্ষার্থীরা জানান, ক্যাফেটেরিয়া-সংলগ্ন মাঠে অধিকাংশ জায়গা ঝোপঝাড়ে আবৃত। এসব জায়গায় মানুষের চলাচল না থাকায় বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপ ও বিষধর পোকামাকড়ের বাস বেশি।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোনারুল ইসলাম মোনা বলেন, ‘ক্যাম্পাসে সবচেয়ে বেশি দেখা মিলছে বিষধর গোখরা সাপের। ঝোপঝাড় ঠিকমতো পরিষ্কারের অভাব ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় বেড়েই চলেছে সাপের উপদ্রব। আমরা সবসময় আতঙ্ক নিয়ে ক্যাম্পাসে অবস্থান করছি। এসব সাপের কামড়ে কেউ বড় দুর্ঘটনার শিকার হলে এর দায় কে নেবে?’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক এ এম এম শাহারিয়ার বলেন, ‘প্রাইমারি চিকিৎসা সেন্টার হওয়ায় এখানে সাপে কাটা রোগীর জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা নেই।’
নিরাপত্তা ও পরিচ্ছন্নতা দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. শাহীন মিয়া জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাসের ঝোপঝাড় কাটার কাজ চলছে। জনবল-সংকটের কারণে দ্রুতগতিতে কাজ করা যাচ্ছে না। ফলে একদিকে কাটা শেষ না হতেই অন্যদিকের ঝোপঝাড় বেড়ে যাচ্ছে। তবে সাপের উপদ্রবের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক নুরুজ্জামান খান বলেন, ‘ক্যাম্পাসে সাপের উপদ্রব বাড়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব।’
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে সম্প্রতি সাপসহ বিভিন্ন প্রজাতির পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। এতে আতঙ্ক দেখা দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মচারীদের মধ্যে।
জানা গেছে, ক্যাম্পাসে প্রবেশের প্রধান ফটকের সামনে গত সোম ও মঙ্গলবার দিনের বেলা একটি গোখরাসহ অন্য প্রজাতির আরেকটি সাপ মারা হয়েছে। এ ছাড়া সাত দিনে অন্তত ১৩টি সাপ মেরে ফেলা হয়েছে ক্যাম্পাসে। পরিবহন পুল, ছেলেদের আবাসিক হল, একাডেমিক ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন রাস্তায় দেখা মিলছে এসব সাপ। এতে ক্যাম্পাসে চলাচল অনেকটা অনিরাপদ হয়ে পড়েছে।
শিক্ষার্থীরা জানান, ক্যাফেটেরিয়া-সংলগ্ন মাঠে অধিকাংশ জায়গা ঝোপঝাড়ে আবৃত। এসব জায়গায় মানুষের চলাচল না থাকায় বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপ ও বিষধর পোকামাকড়ের বাস বেশি।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোনারুল ইসলাম মোনা বলেন, ‘ক্যাম্পাসে সবচেয়ে বেশি দেখা মিলছে বিষধর গোখরা সাপের। ঝোপঝাড় ঠিকমতো পরিষ্কারের অভাব ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় বেড়েই চলেছে সাপের উপদ্রব। আমরা সবসময় আতঙ্ক নিয়ে ক্যাম্পাসে অবস্থান করছি। এসব সাপের কামড়ে কেউ বড় দুর্ঘটনার শিকার হলে এর দায় কে নেবে?’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক এ এম এম শাহারিয়ার বলেন, ‘প্রাইমারি চিকিৎসা সেন্টার হওয়ায় এখানে সাপে কাটা রোগীর জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা নেই।’
নিরাপত্তা ও পরিচ্ছন্নতা দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. শাহীন মিয়া জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাসের ঝোপঝাড় কাটার কাজ চলছে। জনবল-সংকটের কারণে দ্রুতগতিতে কাজ করা যাচ্ছে না। ফলে একদিকে কাটা শেষ না হতেই অন্যদিকের ঝোপঝাড় বেড়ে যাচ্ছে। তবে সাপের উপদ্রবের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক নুরুজ্জামান খান বলেন, ‘ক্যাম্পাসে সাপের উপদ্রব বাড়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে