শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা শিক্ষা কার্যালয়ের অবহেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৪৫ জন শিক্ষকের ভ্রমণ বিলসহ বিভিন্ন বকেয়া বিলের প্রায় অর্ধকোটি টাকা ফেরত গেছে। এ নিয়ে উপজেলাজুড়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন পাওনা বাবদ ৪৭ লাখ ৮৩ হাজার ৮৩ টাকা ফেরত গেছে। এর মধ্যে ১৫৯ জন শিক্ষকের শ্রান্তি বিনোদন বাবদ ২৮ লাখ ৬৭ হাজার ৭১০ টাকা। ১২৮ জন প্রধান শিক্ষকের ভ্রমণ বিল বাবদ ২ লাখ ১৫ হাজার ৪০ টাকা এবং ১৫৮ জন শিক্ষকের উচ্চতর গ্রেডের ১৭ লাখ ৩৩৩ টাকা ফেরত গেছে।
শিক্ষা কার্যালয়ের দাবি, উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে ৩০ জুন পর্যন্ত বিল দাখিল করে টাকা উত্তোলন করার সময় ছিল। কিন্তু হিসাবরক্ষণ অফিস থেকে জানানো হয় ২৮ জুনের মধ্যে সব বিল জমা দিতে হবে। ওই দিন রাতে বিলের কাগজপত্র নিয়ে গেলে ১২টার আগেই সরকারি সার্ভার বন্ধ হয়ে যায়। এ কারণে ওই অর্থ উপজেলা শিক্ষা কার্যালয়ের অনুকূলে বরাদ্দ পাওয়া যায়নি।
বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘উপজেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা নাদিরউজ্জামানের অবহেলার কারণে ঈদের আগে শ্রান্তি বিনোদন ও ভ্রমণ বিলসহ বকেয়া বেতন থেকে বঞ্চিত হলাম।’
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ হেল কাফী বলেন, ‘আমার নিজের পাওনা ৩০ হাজার টাকা তুলতে পারলাম না। অফিস ভুল করলে কিছু করার নেই, আমরা কিছু ভুল করলে কোনো ছাড় নেই।’
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রিয়াজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টাকা ফেরত যাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘শিক্ষা কার্যালয় ২৮ জুন যথাসময়ে বিল উপস্থাপন না করায় বিল দেওয়া সম্ভব হয়নি। জুন মাসেই বিল প্রস্তুতের সময় ছিল। তারা তা না করে ওই দিন রাত ১১টার পরে বিল নিয়ে অফিসে এলে যাচাই-বাছাই করতে সময় শেষ হয়ে যায়।’
পরবর্তী অর্থবছরের সঙ্গে বকেয়া বিল সমন্বয়ের বিষয়ে জানতে চাইলে হিসাবরক্ষণ কর্মকর্তা জানান, বিষয়টি তাঁরাই ভালো বলতে পারবেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান টাকা ফেরত যাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘হিসাবরক্ষণ কার্যালয়ের সার্ভার নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ হওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। আমি শিক্ষকদের আশ্বস্ত করেছি, তাঁদের পাওনা টাকা তাঁরা পাবেন।’
যোগাযোগ করা হলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘শিক্ষকদের টাকা ফেরত যাওয়ার বিষয়টি আমি শুনেছি। যথাসময়ে বিল দাখিল না করায়, যা হওয়ার তা-ই হয়েছে।’
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা শিক্ষা কার্যালয়ের অবহেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৪৫ জন শিক্ষকের ভ্রমণ বিলসহ বিভিন্ন বকেয়া বিলের প্রায় অর্ধকোটি টাকা ফেরত গেছে। এ নিয়ে উপজেলাজুড়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন পাওনা বাবদ ৪৭ লাখ ৮৩ হাজার ৮৩ টাকা ফেরত গেছে। এর মধ্যে ১৫৯ জন শিক্ষকের শ্রান্তি বিনোদন বাবদ ২৮ লাখ ৬৭ হাজার ৭১০ টাকা। ১২৮ জন প্রধান শিক্ষকের ভ্রমণ বিল বাবদ ২ লাখ ১৫ হাজার ৪০ টাকা এবং ১৫৮ জন শিক্ষকের উচ্চতর গ্রেডের ১৭ লাখ ৩৩৩ টাকা ফেরত গেছে।
শিক্ষা কার্যালয়ের দাবি, উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে ৩০ জুন পর্যন্ত বিল দাখিল করে টাকা উত্তোলন করার সময় ছিল। কিন্তু হিসাবরক্ষণ অফিস থেকে জানানো হয় ২৮ জুনের মধ্যে সব বিল জমা দিতে হবে। ওই দিন রাতে বিলের কাগজপত্র নিয়ে গেলে ১২টার আগেই সরকারি সার্ভার বন্ধ হয়ে যায়। এ কারণে ওই অর্থ উপজেলা শিক্ষা কার্যালয়ের অনুকূলে বরাদ্দ পাওয়া যায়নি।
বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘উপজেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা নাদিরউজ্জামানের অবহেলার কারণে ঈদের আগে শ্রান্তি বিনোদন ও ভ্রমণ বিলসহ বকেয়া বেতন থেকে বঞ্চিত হলাম।’
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ হেল কাফী বলেন, ‘আমার নিজের পাওনা ৩০ হাজার টাকা তুলতে পারলাম না। অফিস ভুল করলে কিছু করার নেই, আমরা কিছু ভুল করলে কোনো ছাড় নেই।’
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রিয়াজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টাকা ফেরত যাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘শিক্ষা কার্যালয় ২৮ জুন যথাসময়ে বিল উপস্থাপন না করায় বিল দেওয়া সম্ভব হয়নি। জুন মাসেই বিল প্রস্তুতের সময় ছিল। তারা তা না করে ওই দিন রাত ১১টার পরে বিল নিয়ে অফিসে এলে যাচাই-বাছাই করতে সময় শেষ হয়ে যায়।’
পরবর্তী অর্থবছরের সঙ্গে বকেয়া বিল সমন্বয়ের বিষয়ে জানতে চাইলে হিসাবরক্ষণ কর্মকর্তা জানান, বিষয়টি তাঁরাই ভালো বলতে পারবেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান টাকা ফেরত যাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘হিসাবরক্ষণ কার্যালয়ের সার্ভার নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ হওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। আমি শিক্ষকদের আশ্বস্ত করেছি, তাঁদের পাওনা টাকা তাঁরা পাবেন।’
যোগাযোগ করা হলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘শিক্ষকদের টাকা ফেরত যাওয়ার বিষয়টি আমি শুনেছি। যথাসময়ে বিল দাখিল না করায়, যা হওয়ার তা-ই হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে