বিনোদন ডেস্ক
মাত্র ১৩ বছর বয়সে বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছিলেন লতা মঙ্গেশকর। পাঁচ ভাইবোনকে পিতৃস্নেহে আগলে বড় করেছেন তিনি। রোববার এই কিংবদন্তির মহাপ্রয়াণে শোকাচ্ছন্ন বিশ্ব সংগীতাঙ্গন। শোকে কাতর তাঁর পরিবার, প্রিয়জনেরা।
রোববার শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে হাজির ছিলেন শোকস্তব্ধ আশা ভোঁসলে। বোন হারিয়ে ভীষণ মন খারাপ তাঁর। বাড়ি ফিরে তাই গভীর রাতে লতার সঙ্গে শৈশবের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। লেখেন, ‘দিদি আর আমি, আমাদের ছেলেবেলাটা কত দুর্দান্ত ছিল’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি। এই ছবিতে লাইক, কমেন্টের বন্যা। এই পোস্টের কমেন্ট বক্সে তারকাদের মন্তব্যেরও ছড়াছড়ি। শেষ সময়ে দিদির পাশেই ছিলেন আশা। হাসপাতাল থেকে বাড়ি, বাড়ি থেকে শিবাজি পার্ক, সেখান থেকে শ্মশান। আশা ছিলেন বোনের ঠিক পাশে।
দুই বোনের কত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই যেমন এক ছবিতে দেখা যায়—দুই বোন, সাজিয়ে দিচ্ছে একে অন্যকে। ‘মন কিউঁ বেহকা রে বেহকা আধি রাত কো...’র সুরে দুই বোনের কণ্ঠ পর্দায় মায়াবী করে তুলছে এক রাতের দৃশ্য। লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের সুরে লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের গানটি নিশ্চয়ই ভোলেননি কেউ। একসঙ্গে খুব বেশিবার কণ্ঠ মেলাননি তাঁরা। দুজনের যাত্রাপথও স্বতন্ত্র। তাঁদের ‘রেষারেষি’ নিয়ে আলোচনা কিংবা বিতর্কও কম নেই। তবু, হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা দুই শিল্পী এই দুই বোন।
ভাইবোনদের ব্যাপারে বেশ রক্ষণশীল ছিলেন লতা। তাই হয়তো মেনে নিতে পারেননি বোন আশার মাত্র ১৬ বছর বয়সে বিয়ের সিদ্ধান্ত। আশার সেই সিদ্ধান্তই নাকি তাঁর সঙ্গে সাময়িক দূরত্ব তৈরি করেছিল মঙ্গেশকর পরিবারের। হিন্দি প্লেব্যাকে সুরাইয়া-শমসাদ বেগম-পরবর্তী সময়ে যেমন নিজের রাজকীয় জায়গা তৈরি করে নিয়েছিলেন লতা, অন্য দিকে স্বকীয়তায় গীতা দত্তের শূন্যস্থান পূরণ করছিলেন আশা। ও পি নাইয়ার, আর ডি বর্মনের হাত ধরে বৈচিত্র্যের যে নিজস্ব ‘ঘরানা’ তৈরি করলেন আশা, তা নিয়ে গর্বিত ছিলেন তাঁর দিদি।
মাত্র ১৩ বছর বয়সে বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেছিলেন লতা মঙ্গেশকর। পাঁচ ভাইবোনকে পিতৃস্নেহে আগলে বড় করেছেন তিনি। রোববার এই কিংবদন্তির মহাপ্রয়াণে শোকাচ্ছন্ন বিশ্ব সংগীতাঙ্গন। শোকে কাতর তাঁর পরিবার, প্রিয়জনেরা।
রোববার শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে হাজির ছিলেন শোকস্তব্ধ আশা ভোঁসলে। বোন হারিয়ে ভীষণ মন খারাপ তাঁর। বাড়ি ফিরে তাই গভীর রাতে লতার সঙ্গে শৈশবের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। লেখেন, ‘দিদি আর আমি, আমাদের ছেলেবেলাটা কত দুর্দান্ত ছিল’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি। এই ছবিতে লাইক, কমেন্টের বন্যা। এই পোস্টের কমেন্ট বক্সে তারকাদের মন্তব্যেরও ছড়াছড়ি। শেষ সময়ে দিদির পাশেই ছিলেন আশা। হাসপাতাল থেকে বাড়ি, বাড়ি থেকে শিবাজি পার্ক, সেখান থেকে শ্মশান। আশা ছিলেন বোনের ঠিক পাশে।
দুই বোনের কত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই যেমন এক ছবিতে দেখা যায়—দুই বোন, সাজিয়ে দিচ্ছে একে অন্যকে। ‘মন কিউঁ বেহকা রে বেহকা আধি রাত কো...’র সুরে দুই বোনের কণ্ঠ পর্দায় মায়াবী করে তুলছে এক রাতের দৃশ্য। লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের সুরে লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের গানটি নিশ্চয়ই ভোলেননি কেউ। একসঙ্গে খুব বেশিবার কণ্ঠ মেলাননি তাঁরা। দুজনের যাত্রাপথও স্বতন্ত্র। তাঁদের ‘রেষারেষি’ নিয়ে আলোচনা কিংবা বিতর্কও কম নেই। তবু, হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা দুই শিল্পী এই দুই বোন।
ভাইবোনদের ব্যাপারে বেশ রক্ষণশীল ছিলেন লতা। তাই হয়তো মেনে নিতে পারেননি বোন আশার মাত্র ১৬ বছর বয়সে বিয়ের সিদ্ধান্ত। আশার সেই সিদ্ধান্তই নাকি তাঁর সঙ্গে সাময়িক দূরত্ব তৈরি করেছিল মঙ্গেশকর পরিবারের। হিন্দি প্লেব্যাকে সুরাইয়া-শমসাদ বেগম-পরবর্তী সময়ে যেমন নিজের রাজকীয় জায়গা তৈরি করে নিয়েছিলেন লতা, অন্য দিকে স্বকীয়তায় গীতা দত্তের শূন্যস্থান পূরণ করছিলেন আশা। ও পি নাইয়ার, আর ডি বর্মনের হাত ধরে বৈচিত্র্যের যে নিজস্ব ‘ঘরানা’ তৈরি করলেন আশা, তা নিয়ে গর্বিত ছিলেন তাঁর দিদি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে