সিলেট প্রতিনিধি
সিলেটের বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়নি। গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লবের আদালতে দুই আসামি আবুল খায়ের ওরফে রশিদ আহমদ ও শফিউর রহমান ফারাবীর উপস্থিতিতে তাঁদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
পরে পলাতক আসামি আবুল হোসেন, ফয়সল আহমদ ও হারুন অর রশিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয় ১৪ মার্চ সোমবার। আদালতের বিচারক নুরুল আমীন বিপ্লব গতকাল এই দিন ধার্য করেন। তথ্যটি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সমর বিজয় সী শেখর।
এর আগে অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় গত মঙ্গলবার। শেষ হয় গত বুধবার। তবে বুধবার আসামিপক্ষ শুনানি শুরু করেও শেষ করতে পারেননি। তাই বিচারক গতকাল বৃহস্পতিবার অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
মামলায় বাদীপক্ষে যুক্তিতর্কে অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সরকারি কৌঁসুলি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সাবেক সরকারি কৌঁসুলি মিসবাহ উদ্দিন সিরাজ, অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর ও মোহাম্মদ মনির উদ্দিন। আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল আহাদ ও অ্যাডভোকেট ইমরান আহমদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সমর বিজয় সী শেখর বলেন, পলাতক আবুল হোসেন, ফয়সল আহমদ ও হারুন অর রশিদের রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন বাকি রয়েছে। তাই বিচারক নুরুল আমীন বিপ্লব আগামী ১৪ মার্চ সোমবার পলাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিনক্ষণ ধার্য করেছেন। যুক্তিতর্ক শেষ হলে পরবর্তী তারিখ মামলার রায় ঘোষণার জন্য ধার্য করা হবে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ মে নগরীর সুবিদবাজারের বাসা থেকে কয়েক শ গজ দূরে অনন্ত বিজয়কে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন। ২০১৭ সালের ৯ মে সিআইডির পরিদর্শক আরমান আলী ৬ জনকে আসামি করে আদালতে সম্পূরক অভিযোগ দেন।
আসামিরা হলেন শফিউর রহমান ফারাবী, মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী, আবুল খায়ের রশীদ আহমেদ, আবুল হোসেন ওরফে আবুল হুসাইন, হারুনুর রশীদ ও ফয়সল আহমদ। তাঁদের মধ্যে ফারাবী ও আবুল খায়ের কারাগারে রয়েছেন। অপর আসামি মান্নান রাহী কারাবন্দী অবস্থায় মারা গেছেন। বাকি তিন আসামি প্রথম থেকেই পলাতক রয়েছেন। ২০১৭ সালের ২৩ মে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়েছিল। ২০২০ সালে মামলাটি সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।
সিলেটের বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়নি। গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লবের আদালতে দুই আসামি আবুল খায়ের ওরফে রশিদ আহমদ ও শফিউর রহমান ফারাবীর উপস্থিতিতে তাঁদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
পরে পলাতক আসামি আবুল হোসেন, ফয়সল আহমদ ও হারুন অর রশিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয় ১৪ মার্চ সোমবার। আদালতের বিচারক নুরুল আমীন বিপ্লব গতকাল এই দিন ধার্য করেন। তথ্যটি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সমর বিজয় সী শেখর।
এর আগে অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় গত মঙ্গলবার। শেষ হয় গত বুধবার। তবে বুধবার আসামিপক্ষ শুনানি শুরু করেও শেষ করতে পারেননি। তাই বিচারক গতকাল বৃহস্পতিবার অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
মামলায় বাদীপক্ষে যুক্তিতর্কে অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সরকারি কৌঁসুলি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সাবেক সরকারি কৌঁসুলি মিসবাহ উদ্দিন সিরাজ, অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর ও মোহাম্মদ মনির উদ্দিন। আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল আহাদ ও অ্যাডভোকেট ইমরান আহমদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সমর বিজয় সী শেখর বলেন, পলাতক আবুল হোসেন, ফয়সল আহমদ ও হারুন অর রশিদের রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন বাকি রয়েছে। তাই বিচারক নুরুল আমীন বিপ্লব আগামী ১৪ মার্চ সোমবার পলাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিনক্ষণ ধার্য করেছেন। যুক্তিতর্ক শেষ হলে পরবর্তী তারিখ মামলার রায় ঘোষণার জন্য ধার্য করা হবে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ মে নগরীর সুবিদবাজারের বাসা থেকে কয়েক শ গজ দূরে অনন্ত বিজয়কে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন। ২০১৭ সালের ৯ মে সিআইডির পরিদর্শক আরমান আলী ৬ জনকে আসামি করে আদালতে সম্পূরক অভিযোগ দেন।
আসামিরা হলেন শফিউর রহমান ফারাবী, মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী, আবুল খায়ের রশীদ আহমেদ, আবুল হোসেন ওরফে আবুল হুসাইন, হারুনুর রশীদ ও ফয়সল আহমদ। তাঁদের মধ্যে ফারাবী ও আবুল খায়ের কারাগারে রয়েছেন। অপর আসামি মান্নান রাহী কারাবন্দী অবস্থায় মারা গেছেন। বাকি তিন আসামি প্রথম থেকেই পলাতক রয়েছেন। ২০১৭ সালের ২৩ মে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়েছিল। ২০২০ সালে মামলাটি সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে