বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান
বান্দরবানে করোনা সুরক্ষা টিকার বুস্টার ডোজ কাল রোববার শুরু হবে। এদিন সকাল ৯টায় বান্দরবান সদর হাসপাতালের টিকাকেন্দ্রে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর উদ্বোধন করবেন বলে জানা গেছে। এ জন্য আপাতত টিকার কোনো সংকট নেই। এদিকে ডিসেম্বর পর্যন্ত দেশে করোনার টিকাদানে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৪০ শতাংশ। তবে বান্দরবানে এই লক্ষ্য অর্জিত হয়েছে ৪৪ শতাংশ। গত বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন অংসুই প্রু মারমা।
অংসুই প্রু মারমা জানান, দেশে গত ২৮ ডিসেম্বর বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়। তবে নিবন্ধন জটিলতার কারণে জেলা-উপজেলা পর্যায়ে কিছুটা দেরি হয়। প্রথম পর্যায়ে সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হবে। সম্মুখসারির যোদ্ধা হিসেবে চিকিৎসক, শিক্ষক, নার্স, সাংবাদিকসহ আরও কিছু শ্রেণির মানুষ রয়েছে। আগের টিকাই বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে। তাই ভীত বা আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সিভিল সার্জন বলেন, যেহেতু দ্বিতীয় ডোজসহ অনেকের স্বাভাবিক টিকা দেওয়া বাকি রয়েছে, তাই পাঁচজন সাধারণ ডোজ ও একজনকে বুস্টার ডোজ আনুপাতিক হারে দেওয়া হবে, যাতে সবাই টিকার আওতায় আসতে পারেন। যাঁরা প্রথম ও দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন, তাঁদের মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) দেওয়া হবে। সেটা নিয়ে টিকাকেন্দ্রে গেলেই বুস্টার ডোজের টিকা দেওয়া হবে।
অংসুই প্রু মারমা জানান, সরকার ডিসেম্বরের মধ্যে দেশে ৪০ শতাংশ মানুষকে করোনা সুরক্ষা টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছিল। এতে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মধ্যে ৪ জেলা অর্জন করতে সক্ষম হয়েছে। এগুলো হলো বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চাঁদপুর জেলা।
বান্দরবান স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বান্দরবানে ইতিমধ্যে করোনা সুরক্ষা টিকার প্রথম ডোজ ২ লাখ ৯ হাজার ৪৬৫ জন গ্রহণ করেছেন। প্রথম ডোজের সিনোফার্ম টিকা নিয়েছেন ১ লাখ ৬৬ হাজার ২০৭, অ্যাস্ট্রাজেনেকার টিকা ২০ হাজার ৫৯৩ ও ফাইজারের টিকা ১২ হাজার ৬৬৫ জন। ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪৬৩ জন।
বান্দরবানে মোট জনসংখ্যা ৪ লাখ ৫৮ হাজারের বেশি। এর মধ্যে সিনোফার্মের ১ লাখ ৪৪ হাজার ২০, অ্যাস্ট্রাজেনেকার ১৭ হাজার ৭২৯ এবং ফাইজারের টিকা ৭১৪ জন নিয়েছেন।
এদিকে বান্দরবান স্বাস্থ্য বিভাগের কাছে বর্তমানে সিনোফার্মের টিকা মজুত রয়েছে ২ লাখ ২০ হাজার ৫৪৫ ডোজ ও ফাইজার ১৪ হাজার ৬৮৫ ডোজ। সিভিল সার্জন বলেন, বান্দরবানে এখনো পর্যাপ্ত পরিমাণ টিকা মজুত রয়েছে। তারপরও অধিক সতর্কতার জন্য আরও টিকার চাহিদা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।
বান্দরবান স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০২১ সালে বান্দরবান জেলায় করোনায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৩৫৯ জনের। এর মধ্যে মারা গেছেন ১৪ জন। তাঁদের মধ্যে ৫ জন নারী রয়েছে। অপরদিকে চিকিৎসার পর সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩৩ জন। গত ২ অক্টোবরের পর বান্দরবানে কোনো করোনা শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেনি।
সিভিল সার্জন বলেন, বান্দরবান সদর হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিমধ্যে একটি আরটি পিসিআর ল্যাব (মেশিন) এবং দুই বেডের আইসিইউ ইউনিটের অনুমোদন পাওয়া গেছে। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলেই আরটিপিসিআর ল্যাব ও আইসিইউ ইউনিটের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এ জন্য প্রয়োজনীয় চিকিৎসক ও টেকনিশিয়ানকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সবাইকে সতর্ক করে দিয়ে সিভিল সার্জন বলেন, এখনো করোনা রয়ে গেছে। শীত মৌসুমে করোনা বাড়ার শঙ্কা রয়েছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা, শারীরিক দূরত্ব বজায় রাখা ও বড় সমাগম এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে অবশ্যই সবার মাস্ক পরা প্রয়োজন।
বান্দরবানে করোনা সুরক্ষা টিকার বুস্টার ডোজ কাল রোববার শুরু হবে। এদিন সকাল ৯টায় বান্দরবান সদর হাসপাতালের টিকাকেন্দ্রে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর উদ্বোধন করবেন বলে জানা গেছে। এ জন্য আপাতত টিকার কোনো সংকট নেই। এদিকে ডিসেম্বর পর্যন্ত দেশে করোনার টিকাদানে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৪০ শতাংশ। তবে বান্দরবানে এই লক্ষ্য অর্জিত হয়েছে ৪৪ শতাংশ। গত বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন অংসুই প্রু মারমা।
অংসুই প্রু মারমা জানান, দেশে গত ২৮ ডিসেম্বর বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়। তবে নিবন্ধন জটিলতার কারণে জেলা-উপজেলা পর্যায়ে কিছুটা দেরি হয়। প্রথম পর্যায়ে সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হবে। সম্মুখসারির যোদ্ধা হিসেবে চিকিৎসক, শিক্ষক, নার্স, সাংবাদিকসহ আরও কিছু শ্রেণির মানুষ রয়েছে। আগের টিকাই বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে। তাই ভীত বা আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সিভিল সার্জন বলেন, যেহেতু দ্বিতীয় ডোজসহ অনেকের স্বাভাবিক টিকা দেওয়া বাকি রয়েছে, তাই পাঁচজন সাধারণ ডোজ ও একজনকে বুস্টার ডোজ আনুপাতিক হারে দেওয়া হবে, যাতে সবাই টিকার আওতায় আসতে পারেন। যাঁরা প্রথম ও দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন, তাঁদের মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) দেওয়া হবে। সেটা নিয়ে টিকাকেন্দ্রে গেলেই বুস্টার ডোজের টিকা দেওয়া হবে।
অংসুই প্রু মারমা জানান, সরকার ডিসেম্বরের মধ্যে দেশে ৪০ শতাংশ মানুষকে করোনা সুরক্ষা টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছিল। এতে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মধ্যে ৪ জেলা অর্জন করতে সক্ষম হয়েছে। এগুলো হলো বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চাঁদপুর জেলা।
বান্দরবান স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বান্দরবানে ইতিমধ্যে করোনা সুরক্ষা টিকার প্রথম ডোজ ২ লাখ ৯ হাজার ৪৬৫ জন গ্রহণ করেছেন। প্রথম ডোজের সিনোফার্ম টিকা নিয়েছেন ১ লাখ ৬৬ হাজার ২০৭, অ্যাস্ট্রাজেনেকার টিকা ২০ হাজার ৫৯৩ ও ফাইজারের টিকা ১২ হাজার ৬৬৫ জন। ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪৬৩ জন।
বান্দরবানে মোট জনসংখ্যা ৪ লাখ ৫৮ হাজারের বেশি। এর মধ্যে সিনোফার্মের ১ লাখ ৪৪ হাজার ২০, অ্যাস্ট্রাজেনেকার ১৭ হাজার ৭২৯ এবং ফাইজারের টিকা ৭১৪ জন নিয়েছেন।
এদিকে বান্দরবান স্বাস্থ্য বিভাগের কাছে বর্তমানে সিনোফার্মের টিকা মজুত রয়েছে ২ লাখ ২০ হাজার ৫৪৫ ডোজ ও ফাইজার ১৪ হাজার ৬৮৫ ডোজ। সিভিল সার্জন বলেন, বান্দরবানে এখনো পর্যাপ্ত পরিমাণ টিকা মজুত রয়েছে। তারপরও অধিক সতর্কতার জন্য আরও টিকার চাহিদা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।
বান্দরবান স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০২১ সালে বান্দরবান জেলায় করোনায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৩৫৯ জনের। এর মধ্যে মারা গেছেন ১৪ জন। তাঁদের মধ্যে ৫ জন নারী রয়েছে। অপরদিকে চিকিৎসার পর সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩৩ জন। গত ২ অক্টোবরের পর বান্দরবানে কোনো করোনা শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেনি।
সিভিল সার্জন বলেন, বান্দরবান সদর হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিমধ্যে একটি আরটি পিসিআর ল্যাব (মেশিন) এবং দুই বেডের আইসিইউ ইউনিটের অনুমোদন পাওয়া গেছে। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলেই আরটিপিসিআর ল্যাব ও আইসিইউ ইউনিটের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এ জন্য প্রয়োজনীয় চিকিৎসক ও টেকনিশিয়ানকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সবাইকে সতর্ক করে দিয়ে সিভিল সার্জন বলেন, এখনো করোনা রয়ে গেছে। শীত মৌসুমে করোনা বাড়ার শঙ্কা রয়েছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা, শারীরিক দূরত্ব বজায় রাখা ও বড় সমাগম এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে অবশ্যই সবার মাস্ক পরা প্রয়োজন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে