কক্সবাজার প্রতিনিধি
রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। অনেক দিন পর কক্সবাজারের টেকনাফ সীমান্তে গত বুধবার মধ্যরাত থেকে মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে উঠছে। এতে সীমান্তের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ সময়ে আকাশপথেও যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়।
সীমান্তের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক মাস বন্ধ থাকার পর টেকনাফ সদর, হোয়াইক্যং, উনচিপ্রাং, সাবরাং, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
হ্নীলা সীমান্ত এলাকার বাসিন্দা রফিক উল্লাহ বলেন, ‘রাত দেড়টা থেকে টানা বিস্ফোরণের শব্দে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। বিস্ফোরণে কেঁপে ওঠে বাড়িঘর।’
সেন্ট মার্টিন দক্ষিণপাড়া এলাকার নুরুল আমিন বলেন, প্রায় এক মাস পর বুধবার রাতে বোমার বিকট শব্দে ঘুম ভাঙে। রাতভর ভারী অস্ত্রের আঘাতে কান ফেটে যাওয়ার অবস্থা। বাড়ির লোকজন সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে হামলা হচ্ছে।
দীর্ঘদিন ধরে মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এতে দুই পক্ষের মধ্যে প্রাণহানির ঘটনা ঘটেছে। হামলায় বেশ কিছু রোহিঙ্গারও মৃত্যু হয়েছে। সংঘর্ষ চলাকালে প্রাণ বাঁচাতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপির) ৭৬৫ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের তিন দফায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। অনেক দিন পর কক্সবাজারের টেকনাফ সীমান্তে গত বুধবার মধ্যরাত থেকে মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে উঠছে। এতে সীমান্তের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ সময়ে আকাশপথেও যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়।
সীমান্তের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক মাস বন্ধ থাকার পর টেকনাফ সদর, হোয়াইক্যং, উনচিপ্রাং, সাবরাং, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
হ্নীলা সীমান্ত এলাকার বাসিন্দা রফিক উল্লাহ বলেন, ‘রাত দেড়টা থেকে টানা বিস্ফোরণের শব্দে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। বিস্ফোরণে কেঁপে ওঠে বাড়িঘর।’
সেন্ট মার্টিন দক্ষিণপাড়া এলাকার নুরুল আমিন বলেন, প্রায় এক মাস পর বুধবার রাতে বোমার বিকট শব্দে ঘুম ভাঙে। রাতভর ভারী অস্ত্রের আঘাতে কান ফেটে যাওয়ার অবস্থা। বাড়ির লোকজন সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে হামলা হচ্ছে।
দীর্ঘদিন ধরে মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এতে দুই পক্ষের মধ্যে প্রাণহানির ঘটনা ঘটেছে। হামলায় বেশ কিছু রোহিঙ্গারও মৃত্যু হয়েছে। সংঘর্ষ চলাকালে প্রাণ বাঁচাতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপির) ৭৬৫ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের তিন দফায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে