নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাগুনের শুরু আজ। অমর একুশে বইমেলায় এক দিন আগেই ফাগুনের আঁচ নিয়ে এসেছিল পাঠক ও দর্শনার্থীরা। গতকাল মঙ্গলবার বইমেলায় আসা নারীদের অনেকের পরনে ছিল বাসন্তী শাড়ি, ছেলেদের গায়ে হলুদ পাঞ্জাবি। কারও কারও মাথায় ফুলের টায়রা।
মেলা ঘুরে এটা বললে ভুল হবে না যে দর্শনার্থীদের সিংহভাগই তরুণ। মেলার ১৩তম দিনে এসে প্রকাশকদের অভিজ্ঞতা বলছে, তরুণদের পছন্দ থ্রিলার। অবসর প্রকাশনের ব্যবস্থাপক মাসুদ রানা বললেন, ‘আমরা ধ্রুপদি বই তুলনামূলক বেশি এনেছি। সেগুলো বিক্রি হচ্ছে। তবে তরুণেরা বেশি কিনছে থ্রিলার।’
পার্ল পাবলিকেশনসের বিক্রয়কর্মী নুরজাহান আক্তার আলো বেশ উচ্ছ্বসিত। কারণ, পাঠকদের অনেকে তাঁর কাছে আর্থার কোনান ডয়েলের বিখ্যাত চরিত্র শার্লক হোমসকে খুঁজছে। এত দিন ছিল না। বইটি গতকাল স্টলে এসেছে। তাঁর মতে, বিদেশি কিংবা দেশি লেখক হোক, থ্রিলারের দিকে ঝোঁক বেশি পাঠকের। তাঁদের স্টলে থ্রিলারই বেশি চলছে।
নালন্দার ব্যবস্থাপক জাকির হোসেনের কাছে নতুন বইয়ের কথা জানতে চাইলে স্টলের একদিকে নিয়ে গেলেন তিনি। জানালেন, গল্প, উপন্যাস, প্রবন্ধ—নানা ধরনের বই তাঁরা এনেছেন এবার। সেখানে আরেকজন বিক্রয়কর্মী মিনহাজ আহমেদ একটি বইয়ের দিকে ইশারা করলেন, যার কাটতি ভালো। নাম ‘কিসকাট’। ক্যারিন স্লটারের এই ক্রাইম থ্রিলার অনুবাদ করেছেন অনীশ দাস অপু।
পুথিনিলয়ের সামনে থ্রিলার ও সায়েন্স ফিকশন বই খুঁজছিলেন শৈশবের দুই বন্ধু বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র কে এম আসিফুর রহমান এবং একই বিভাগের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র সুলতান মহিউদ্দিন। তাঁরা আজকের পত্রিকাকে জানালেন পড়ার অভ্যাস নিয়ে নানা তথ্য। বললেন, একটা সময় সাহিত্যের বিভিন্ন শাখার বই পড়তেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়ালেখার চাপ বেড়ে যাওয়ায় এখন খুব একটা সাহিত্য পড়ার সুযোগ হয় না। এখন তাঁরা পড়তে পছন্দ করেন থ্রিলার, রহস্য এবং সায়েন্স ফিকশন।
মেলায় বেশ কয়েকজন কবি, সাহিত্যিক, অভিনেত্রীর দেখা মেলে গতকাল। ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক, লেখক মহিউদ্দিন আহমদ, সুমন্ত আসলাম, মোজাফফর হোসেন প্রমুখ। বাংলা একাডেমির কাছে গতকাল ১১০টি বইয়ের তথ্য জমা পড়েছে। গত ১৩ দিনে মোট নতুন বই এসেছে ১ হাজার ১৪০টি।
মেলায় আসা উল্লেখযোগ্য বইগুলোর একটি হলো সাজ্জাদ শরিফের সম্পাদনায় ‘একাত্তরের দিনপঞ্জি: মুক্তিযুদ্ধের দৈনিক ঘটনাবলি’ বইটি প্রকাশ করেছে প্রথমা। এ ছাড়া আছে নবরাগ প্রকাশনী থেকে নির্মলেন্দু গুণের ‘সেরা তিন ২’, ঐতিহ্য থেকে প্রকাশিত আল মাহমুদের ‘সনেট সমগ্র’ ও আফসান চৌধুরীর ‘১৯৭১: আন্তর্জাতিক পরিসর’।
ফাগুনের শুরু আজ। অমর একুশে বইমেলায় এক দিন আগেই ফাগুনের আঁচ নিয়ে এসেছিল পাঠক ও দর্শনার্থীরা। গতকাল মঙ্গলবার বইমেলায় আসা নারীদের অনেকের পরনে ছিল বাসন্তী শাড়ি, ছেলেদের গায়ে হলুদ পাঞ্জাবি। কারও কারও মাথায় ফুলের টায়রা।
মেলা ঘুরে এটা বললে ভুল হবে না যে দর্শনার্থীদের সিংহভাগই তরুণ। মেলার ১৩তম দিনে এসে প্রকাশকদের অভিজ্ঞতা বলছে, তরুণদের পছন্দ থ্রিলার। অবসর প্রকাশনের ব্যবস্থাপক মাসুদ রানা বললেন, ‘আমরা ধ্রুপদি বই তুলনামূলক বেশি এনেছি। সেগুলো বিক্রি হচ্ছে। তবে তরুণেরা বেশি কিনছে থ্রিলার।’
পার্ল পাবলিকেশনসের বিক্রয়কর্মী নুরজাহান আক্তার আলো বেশ উচ্ছ্বসিত। কারণ, পাঠকদের অনেকে তাঁর কাছে আর্থার কোনান ডয়েলের বিখ্যাত চরিত্র শার্লক হোমসকে খুঁজছে। এত দিন ছিল না। বইটি গতকাল স্টলে এসেছে। তাঁর মতে, বিদেশি কিংবা দেশি লেখক হোক, থ্রিলারের দিকে ঝোঁক বেশি পাঠকের। তাঁদের স্টলে থ্রিলারই বেশি চলছে।
নালন্দার ব্যবস্থাপক জাকির হোসেনের কাছে নতুন বইয়ের কথা জানতে চাইলে স্টলের একদিকে নিয়ে গেলেন তিনি। জানালেন, গল্প, উপন্যাস, প্রবন্ধ—নানা ধরনের বই তাঁরা এনেছেন এবার। সেখানে আরেকজন বিক্রয়কর্মী মিনহাজ আহমেদ একটি বইয়ের দিকে ইশারা করলেন, যার কাটতি ভালো। নাম ‘কিসকাট’। ক্যারিন স্লটারের এই ক্রাইম থ্রিলার অনুবাদ করেছেন অনীশ দাস অপু।
পুথিনিলয়ের সামনে থ্রিলার ও সায়েন্স ফিকশন বই খুঁজছিলেন শৈশবের দুই বন্ধু বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র কে এম আসিফুর রহমান এবং একই বিভাগের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র সুলতান মহিউদ্দিন। তাঁরা আজকের পত্রিকাকে জানালেন পড়ার অভ্যাস নিয়ে নানা তথ্য। বললেন, একটা সময় সাহিত্যের বিভিন্ন শাখার বই পড়তেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়ালেখার চাপ বেড়ে যাওয়ায় এখন খুব একটা সাহিত্য পড়ার সুযোগ হয় না। এখন তাঁরা পড়তে পছন্দ করেন থ্রিলার, রহস্য এবং সায়েন্স ফিকশন।
মেলায় বেশ কয়েকজন কবি, সাহিত্যিক, অভিনেত্রীর দেখা মেলে গতকাল। ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক, লেখক মহিউদ্দিন আহমদ, সুমন্ত আসলাম, মোজাফফর হোসেন প্রমুখ। বাংলা একাডেমির কাছে গতকাল ১১০টি বইয়ের তথ্য জমা পড়েছে। গত ১৩ দিনে মোট নতুন বই এসেছে ১ হাজার ১৪০টি।
মেলায় আসা উল্লেখযোগ্য বইগুলোর একটি হলো সাজ্জাদ শরিফের সম্পাদনায় ‘একাত্তরের দিনপঞ্জি: মুক্তিযুদ্ধের দৈনিক ঘটনাবলি’ বইটি প্রকাশ করেছে প্রথমা। এ ছাড়া আছে নবরাগ প্রকাশনী থেকে নির্মলেন্দু গুণের ‘সেরা তিন ২’, ঐতিহ্য থেকে প্রকাশিত আল মাহমুদের ‘সনেট সমগ্র’ ও আফসান চৌধুরীর ‘১৯৭১: আন্তর্জাতিক পরিসর’।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে