রাবি প্রতিনিধি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বক্তব্যের পর ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার কমিটি হবে কি না তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন পদপ্রত্যাশী নেতারা।
গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাহাউদ্দিন নাছিম বলেন, ছাত্রলীগ নতুন করে বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা সর্বোপরি কোনো শাখার কাগুজে কমিটি দিতে পারবে না। এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলেই রাবি শাখার কমিটি না হওয়া নিয়ে গুঞ্জন ওঠে।
কমিটি প্রেসের মাধ্যমে দেওয়ার সুযোগ আছে কি না জানতে চাইলে ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের মুক্তিযোদ্ধা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস বলেন, ‘একটু আগে একটা নিউজ দেখলাম। সেখানে বাহাউদ্দিন নাছিম ভাই বলেছেন, কেন্দ্রীয় ছাত্রলীগ বিজ্ঞপ্তির মাধ্যমে আর কোনো শাখার কমিটি দিতে পারবে না। নাছিম ভাই নিশ্চয়ই দায়িত্বশীল জায়গা থেকেই বলেছেন। তাই কমিটি না হওয়ার সম্ভাবনাই বেশি।’
কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক আহসান হাবীব বাপ্পী বলেন, এই কমিটি না হওয়ার সম্ভাবনাই ৯৯ শতাংশ। যেহেতু রাবি শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ পূর্বনির্ধারিত, তাই এই কমিটি হওয়ার কোনো সুযোগ আছে কি না এমন প্রশ্নে আহসান হাবীব বাপ্পী বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ভালো বলতে পারবেন।
জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেবশর্মা রনি বলেন, এ বিষয়ে বলতে পারবেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করার জন্য একাধিকবার তাঁদের মোবাইল ফোন নম্বরে কল দিলেও তাঁরা রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘কমিটি হবে কি না এ বিষয়টি আমরাও এখনো ক্লিয়ার না। আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি।’
এদিকে কমিটি হওয়া নিয়ে ধোঁয়াশায় হতাশ পদপ্রত্যাশী নেতারা। দীর্ঘদিন পর সম্মেলনের তারিখ ঘোষণার পরও কমিটি হবে কি না তা নিয়ে এখনো সংশয় থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক পদপ্রত্যাশী বলেন, ‘রাবি ছাত্রলীগের কমিটি নিয়ে কেন বারবার এমন হচ্ছে জানি না। আমরা চাই যেকোনোভাবেই হোক না কেন কমিটিটা হোক। যেহেতু সম্মেলন সম্ভব হয়নি, তাই প্রেসের মাধ্যমেই কমিটি ঘোষণা করা হোক। কারণ এভাবে আর চলতে পারে না।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বক্তব্যের পর ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার কমিটি হবে কি না তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন পদপ্রত্যাশী নেতারা।
গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাহাউদ্দিন নাছিম বলেন, ছাত্রলীগ নতুন করে বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা সর্বোপরি কোনো শাখার কাগুজে কমিটি দিতে পারবে না। এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলেই রাবি শাখার কমিটি না হওয়া নিয়ে গুঞ্জন ওঠে।
কমিটি প্রেসের মাধ্যমে দেওয়ার সুযোগ আছে কি না জানতে চাইলে ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের মুক্তিযোদ্ধা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস বলেন, ‘একটু আগে একটা নিউজ দেখলাম। সেখানে বাহাউদ্দিন নাছিম ভাই বলেছেন, কেন্দ্রীয় ছাত্রলীগ বিজ্ঞপ্তির মাধ্যমে আর কোনো শাখার কমিটি দিতে পারবে না। নাছিম ভাই নিশ্চয়ই দায়িত্বশীল জায়গা থেকেই বলেছেন। তাই কমিটি না হওয়ার সম্ভাবনাই বেশি।’
কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক আহসান হাবীব বাপ্পী বলেন, এই কমিটি না হওয়ার সম্ভাবনাই ৯৯ শতাংশ। যেহেতু রাবি শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ পূর্বনির্ধারিত, তাই এই কমিটি হওয়ার কোনো সুযোগ আছে কি না এমন প্রশ্নে আহসান হাবীব বাপ্পী বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ভালো বলতে পারবেন।
জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেবশর্মা রনি বলেন, এ বিষয়ে বলতে পারবেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করার জন্য একাধিকবার তাঁদের মোবাইল ফোন নম্বরে কল দিলেও তাঁরা রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘কমিটি হবে কি না এ বিষয়টি আমরাও এখনো ক্লিয়ার না। আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি।’
এদিকে কমিটি হওয়া নিয়ে ধোঁয়াশায় হতাশ পদপ্রত্যাশী নেতারা। দীর্ঘদিন পর সম্মেলনের তারিখ ঘোষণার পরও কমিটি হবে কি না তা নিয়ে এখনো সংশয় থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক পদপ্রত্যাশী বলেন, ‘রাবি ছাত্রলীগের কমিটি নিয়ে কেন বারবার এমন হচ্ছে জানি না। আমরা চাই যেকোনোভাবেই হোক না কেন কমিটিটা হোক। যেহেতু সম্মেলন সম্ভব হয়নি, তাই প্রেসের মাধ্যমেই কমিটি ঘোষণা করা হোক। কারণ এভাবে আর চলতে পারে না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে