সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানোর ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে এই অভিযান। এর মধ্যে যেসব মোটরসাইকেলের কাগজপত্র আছে, রেজিস্ট্রেশন নেই; সেগুলোর কাগজপত্র দ্রুত নবায়ন করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে যেসব মোটরসাইকেলের কোনো কাগজপত্রই নেই, সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
২৩ আগস্ট নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ সিদ্ধান্ত জানান। একই সঙ্গে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে থাকা মাদক ও কিশোর গ্যাং রোধে অভিযান চালানোর কথাও জানান তিনি।
যদিও এর আগে নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশ কয়েক দফা অভিযান পরিচালনা করেছিল স্বল্প সময়ের জন্য। সে সময় প্রায় লাখ টাকা জরিমানাও আদায় করা হয়েছিল আইন অমান্যকারী মোটরসাইকেলচালকদের কাছ থেকে। নতুন করে আবারও অভিযানে নামার ঘোষণাকে কঠোরভাবে দেখার অনুরোধ করেছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
জেলা পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জের সড়কে অসংখ্য মোটরসাইকেল আইন অমান্য করে চলাচল করে। ব্যবহারকারীদের বড় একটি অংশের কাগজপত্র, রেজিস্ট্রেশন ও লাইসেন্স নেই। হেলমেট ব্যবহার করার ক্ষেত্রেও রয়েছে উদাসীনতা। অবৈধভাবে একাধিক লাইট, পুলিশ সাইরেন, হলার সংযোজন করে আইন অমান্য করে থাকে ব্যবহারকারীরা। মোটরসাইকেলের বিষয়ে পুলিশ সুপার বলেছিলেন, আমরা দেখতে পাই একাধিক মোটরসাইকেল একসঙ্গে মহড়া দিয়ে শহরে চলাচল করে। বিকট আওয়াজে ছুটে চলে তারা। এ ছাড়া ব্যস্ত সড়কে সাপের মতো এঁকেবেঁকে চলাচল করে আতঙ্ক সৃষ্টি করে। এধরনের বাইক চালানোর প্রবণতা বিপজ্জনক। এমন চালকদের লাগাম টানতেই আমাদের অভিযান চলবে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ‘এ ধরনের অভিযান প্রায়ই পরিচালনা করে থাকি। তবে এবার পুলিশ সুপার যেহেতু বিষয়টি জোরালোভাবে দেখছেন, সেহেতু তাঁর নির্দেশনা বাস্তবায়নে আমরা সচেষ্ট থাকব।’
কথা হলে জেলা বিআরটিএর সহকারী পরিচালক শামসুল কবীর বলেন, ‘মোটরসাইকেলসহ অবৈধভাবে চলাচল করা যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা উচিত। যেসংখ্যক গাড়ি ক্রয় করা হয়, সেগুলো যথাসময়ে রেজিস্ট্রেশন ও নবায়ন করা হয় না। ফলে বিষয়টি আইন প্রয়োগের মাধ্যমে নিবন্ধনের আওতায় আনা প্রয়োজন।’
সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানোর ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে এই অভিযান। এর মধ্যে যেসব মোটরসাইকেলের কাগজপত্র আছে, রেজিস্ট্রেশন নেই; সেগুলোর কাগজপত্র দ্রুত নবায়ন করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে যেসব মোটরসাইকেলের কোনো কাগজপত্রই নেই, সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
২৩ আগস্ট নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ সিদ্ধান্ত জানান। একই সঙ্গে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে থাকা মাদক ও কিশোর গ্যাং রোধে অভিযান চালানোর কথাও জানান তিনি।
যদিও এর আগে নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশ কয়েক দফা অভিযান পরিচালনা করেছিল স্বল্প সময়ের জন্য। সে সময় প্রায় লাখ টাকা জরিমানাও আদায় করা হয়েছিল আইন অমান্যকারী মোটরসাইকেলচালকদের কাছ থেকে। নতুন করে আবারও অভিযানে নামার ঘোষণাকে কঠোরভাবে দেখার অনুরোধ করেছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
জেলা পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জের সড়কে অসংখ্য মোটরসাইকেল আইন অমান্য করে চলাচল করে। ব্যবহারকারীদের বড় একটি অংশের কাগজপত্র, রেজিস্ট্রেশন ও লাইসেন্স নেই। হেলমেট ব্যবহার করার ক্ষেত্রেও রয়েছে উদাসীনতা। অবৈধভাবে একাধিক লাইট, পুলিশ সাইরেন, হলার সংযোজন করে আইন অমান্য করে থাকে ব্যবহারকারীরা। মোটরসাইকেলের বিষয়ে পুলিশ সুপার বলেছিলেন, আমরা দেখতে পাই একাধিক মোটরসাইকেল একসঙ্গে মহড়া দিয়ে শহরে চলাচল করে। বিকট আওয়াজে ছুটে চলে তারা। এ ছাড়া ব্যস্ত সড়কে সাপের মতো এঁকেবেঁকে চলাচল করে আতঙ্ক সৃষ্টি করে। এধরনের বাইক চালানোর প্রবণতা বিপজ্জনক। এমন চালকদের লাগাম টানতেই আমাদের অভিযান চলবে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ‘এ ধরনের অভিযান প্রায়ই পরিচালনা করে থাকি। তবে এবার পুলিশ সুপার যেহেতু বিষয়টি জোরালোভাবে দেখছেন, সেহেতু তাঁর নির্দেশনা বাস্তবায়নে আমরা সচেষ্ট থাকব।’
কথা হলে জেলা বিআরটিএর সহকারী পরিচালক শামসুল কবীর বলেন, ‘মোটরসাইকেলসহ অবৈধভাবে চলাচল করা যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা উচিত। যেসংখ্যক গাড়ি ক্রয় করা হয়, সেগুলো যথাসময়ে রেজিস্ট্রেশন ও নবায়ন করা হয় না। ফলে বিষয়টি আইন প্রয়োগের মাধ্যমে নিবন্ধনের আওতায় আনা প্রয়োজন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে