ইয়াহ্ইয়া মারুফ, সিলেট
জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসন। এর মধ্যে কানাইঘাটে বিএনপি-জামায়াত ইসলামী ও কওমিপন্থীদের আধিপত্য আর জকিগঞ্জে আওয়ামী লীগ ও আলিয়া-ফুলতলীপন্থীদের দাপট রয়েছে। আসনটিতে এবারের নির্বাচনের প্রয়াত আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) পীরের ছোট ছেলে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী (কেটলি প্রতীক) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী তাঁর বাবার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি। এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দলটির সিলেট মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। দলের মনোনয়নবঞ্চিত হয়ে (ট্রাক প্রতীক) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির। তিনজনই নির্বাচনী মাঠে হেভিওয়েট প্রার্থী। আলোচনায় ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. শাব্বির আহমদ। আবার এই ৪ প্রার্থীই জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। এ কারণে কানাইঘাটের চেয়ে নির্বাচনী উত্তাপ বেশি জকিগঞ্জে।
ভোট গ্রহণের সময় যতই ঘনিয়ে আসছে, আসনটিতে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে নিয়ে উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় ভোটের সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. শাব্বির আহমদ। গতকাল বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি সরকার এবং নির্বাচন কমিশন জাপাকে দিয়েছিল। কিন্তু আমরা নির্বাচনের মাঠে এমন কোনো পরিবেশ পাচ্ছি না। তাই নির্বাচন করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে।’
এর আগে গত মঙ্গলবার আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদও সিলেটের রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশন বরাবর একই রকম লিখিত অভিযোগ করেন। তবে পরদিন গতকাল মাসুক উদ্দিনের ছেলে ও প্রধান নির্বাচনী এজেন্ট তানিম আহমদ লিখিতভাবে অভিযোগটি প্রত্যাহার করেন।
মঙ্গলবার একই আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবিরও প্রধান নির্বাচন কমিশনার বরাবরে অভিযোগ করেন। ৮ দফার অভিযোগে হুছামুদ্দিন চৌধুরীকে পাস করিয়ে দিতে নির্বাচনী এলাকায় ধারাবাহিক একটি গোয়েন্দা সংস্থার লোক দিয়ে ভয়ভীতি, কুৎসা রটনা, মিথ্যা খবর, নেতা-কর্মীদের নাজেহাল করা হচ্ছে।
বুধবার রাতে ট্রাক প্রতীকের প্রার্থী ড. আহমদ আল কবিরের ছোট ভাই ও নির্বাচনী প্রধান এজেন্ট ড. আহমদ আল ওয়ালী অভিযোগের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, ‘আমরা কোনো রেসপন্স পাইনি। অবস্থারও কোনো উন্নতি হয়নি। আমরা ভীত সন্ত্রস্ত।’
অভিযোগ অস্বীকার করে কেটলি প্রতীকের প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, ‘দেখেন আমি একজন স্বতন্ত্র প্রার্থী। কে আমাকে সাহায্য করছে, না করছে এগুলো আমি বুঝছি না। সাহায্যেরও পর্যায় আছে। সেটা নাকচও করছি না। কারও ওপর ভরসাও করছি না।’ সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের মোবাইলে কল করলে রিসিভ করে সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথ জানান, ‘রিটার্নিং কর্মকর্তা জরুরি মিটিংয়ে আছেন।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম বলেন, ‘এটা প্রার্থীদের নিজস্ব ব্যাপার। তাঁরা যদি মনে করেন, পরিবেশ নাই, তাহলে বলতেই পারেন। এটা তাঁদের স্বাধীনতা। আমরা নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা রেখেছি। দায়িত্ব সঠিকভাবে পালন করছি।’
জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসন। এর মধ্যে কানাইঘাটে বিএনপি-জামায়াত ইসলামী ও কওমিপন্থীদের আধিপত্য আর জকিগঞ্জে আওয়ামী লীগ ও আলিয়া-ফুলতলীপন্থীদের দাপট রয়েছে। আসনটিতে এবারের নির্বাচনের প্রয়াত আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) পীরের ছোট ছেলে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী (কেটলি প্রতীক) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী তাঁর বাবার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি। এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দলটির সিলেট মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। দলের মনোনয়নবঞ্চিত হয়ে (ট্রাক প্রতীক) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির। তিনজনই নির্বাচনী মাঠে হেভিওয়েট প্রার্থী। আলোচনায় ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. শাব্বির আহমদ। আবার এই ৪ প্রার্থীই জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। এ কারণে কানাইঘাটের চেয়ে নির্বাচনী উত্তাপ বেশি জকিগঞ্জে।
ভোট গ্রহণের সময় যতই ঘনিয়ে আসছে, আসনটিতে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে নিয়ে উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় ভোটের সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. শাব্বির আহমদ। গতকাল বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি সরকার এবং নির্বাচন কমিশন জাপাকে দিয়েছিল। কিন্তু আমরা নির্বাচনের মাঠে এমন কোনো পরিবেশ পাচ্ছি না। তাই নির্বাচন করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে।’
এর আগে গত মঙ্গলবার আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদও সিলেটের রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশন বরাবর একই রকম লিখিত অভিযোগ করেন। তবে পরদিন গতকাল মাসুক উদ্দিনের ছেলে ও প্রধান নির্বাচনী এজেন্ট তানিম আহমদ লিখিতভাবে অভিযোগটি প্রত্যাহার করেন।
মঙ্গলবার একই আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবিরও প্রধান নির্বাচন কমিশনার বরাবরে অভিযোগ করেন। ৮ দফার অভিযোগে হুছামুদ্দিন চৌধুরীকে পাস করিয়ে দিতে নির্বাচনী এলাকায় ধারাবাহিক একটি গোয়েন্দা সংস্থার লোক দিয়ে ভয়ভীতি, কুৎসা রটনা, মিথ্যা খবর, নেতা-কর্মীদের নাজেহাল করা হচ্ছে।
বুধবার রাতে ট্রাক প্রতীকের প্রার্থী ড. আহমদ আল কবিরের ছোট ভাই ও নির্বাচনী প্রধান এজেন্ট ড. আহমদ আল ওয়ালী অভিযোগের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, ‘আমরা কোনো রেসপন্স পাইনি। অবস্থারও কোনো উন্নতি হয়নি। আমরা ভীত সন্ত্রস্ত।’
অভিযোগ অস্বীকার করে কেটলি প্রতীকের প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, ‘দেখেন আমি একজন স্বতন্ত্র প্রার্থী। কে আমাকে সাহায্য করছে, না করছে এগুলো আমি বুঝছি না। সাহায্যেরও পর্যায় আছে। সেটা নাকচও করছি না। কারও ওপর ভরসাও করছি না।’ সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের মোবাইলে কল করলে রিসিভ করে সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথ জানান, ‘রিটার্নিং কর্মকর্তা জরুরি মিটিংয়ে আছেন।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম বলেন, ‘এটা প্রার্থীদের নিজস্ব ব্যাপার। তাঁরা যদি মনে করেন, পরিবেশ নাই, তাহলে বলতেই পারেন। এটা তাঁদের স্বাধীনতা। আমরা নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা রেখেছি। দায়িত্ব সঠিকভাবে পালন করছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে