শিপুল ইসলাম, তারাগঞ্জ
তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের ১২ কিলোমিটার অংশে নিয়ম লঙ্ঘন করে চলছে ধান ও খড় শুকানোর কাজ। এতে সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন বিভিন্ন যানবাহনের চালক ও সচেতন ব্যক্তিরা।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক। ওই সড়ক দিয়ে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও রংপুর জেলার মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। বর্তমানে দিগন্তজোড়া মাঠজুড়ে পেকেছে আগাম জাতের বোরো ধান। মহাসড়কের ১২ কিলোমিটার অংশ ছাড়াও বিভিন্ন এলাকার পাকা সড়কগুলোতে বোরো ধান মাড়াই, খড় ও ধান শুকানোর কাজে ব্যবহার করছেন কৃষকেরা।
গতকাল সোমবার বেলা দুইটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের বরাতি সেতু এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের দুই ধারে আধা কিলোমিটার অংশে ধান ও খড় শুকানো হচ্ছে। সেই খড় ও ধানের পাশ দিয়ে ছুটে চলছে দ্রুত গতির যানবাহন। ধান ও খড় শুকানোয় সড়ক হয়ে পড়েছে সংকীর্ণ। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
ইকরচালী বাসস্ট্যান্ডে কথা হয় ওই সড়কের ট্রাকের চালক সামিউল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘তারাগঞ্জ উপজেলায় মহাসড়কের বিভিন্ন স্থানে কৃষকেরা ধান ও খড় শুকানোয় নির্দিষ্ট গতিতে গাড়ি চালানো যাচ্ছে না। বিশেষ করে ধানের ভেজা খড়ের ওপর দিয়ে ট্রাক চালানো খুব ঝুঁকিপূর্ণ। মহাসড়কে দুর্ঘটনায় মানুষ মরলে ড্রাইভারদের সবাই দোষ করেন। কিন্তু সড়কের ওপর যে অবৈধভাবে ধান শুকানো হচ্ছে সে দিকে কেউ দেখছে না।’
ওই সড়কে যাতায়াতকারী আরেক ট্রাক চালক কবিরুল ইসলাম বলেন, ‘সড়কের অর্ধেক অংশজুড়ে ধান শুকাতে দেওয়া হচ্ছে। ধান নেড়ে দেওয়ার সময় অনেকে গাড়ির সামনে এসে যায়। হর্ন দিলেও শোনে না। নিষেধ করলে মানে না, উল্টাপাল্টা কথা বলে। এভাবে চলতে থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
মোটরসাইকেল আরোহী আশরাফুল ইসলাম বলেন, ‘ভাই মহাসড়কে এই ১২ কিলোমিটার অংশে মাসে কমপক্ষে ৬-৭টি দুর্ঘটনা ঘটে। ধান আর খড় শুকানোয় সড়ক সরু হয়ে গেছে। বাইক নিয়া যাওয়ার সময় বড় বাস ট্রাক গা ঘেঁষে চলে যাচ্ছে। প্রতি বছর বোরো মৌসুমে সড়কে ঝুঁকি নিয়ে ধান মাড়াই, খড় ও ধান শুকানো হয়। এ জন্য জীবনের ঝুঁকি হাতে নিয়ে চলাফেরা করতে হচ্ছে।’
রংপুর-দিনাজপুর মহাসড়কের বালাপাড়া এলাকায় সড়কের ওপর ধান শুকানোর কাজে ব্যস্ত দুই নারী। তাঁদের গা ঘেঁষে চলেছে দূরপাল্লার যান। কাছে গিয়ে নাম জিজ্ঞেস করতেই বলেন একজনের নাম ওসপেয়ারা বেগম, আরেকজনের নাম নুর জাহান। কথা হলে ওসপেয়ারা বেগম বলেন, ‘আমরা কাজে আলছি। ধান আর খড় হামার নোয়ায়। এ্যালা আকাশের যে অবস্থা কখন পানি হয় তাঁর ঠিক নাই। ওই তকনে (এ কারণে) সড়কোত ধান নাড়ি (শুকাতে) দিছি টপাস (তাড়াতাড়ি) করি শুকাইবে।’
ওই সড়কে খড় উল্টাচ্ছিলেন শরিফুল নামের এক কৃষক। তিনি বলেন, ‘প্রত্যেকবার বোরো ধানের খড় পানিত পচি যায়। এবারও দেওয়ার (আকাশের) পানি হওছে। পাকা সড়কোত তাড়াতাড়ি ধান, খড় শুকায়। এটে ঝুঁকি আছে কিন্তু হামরা সাবধানে থাকি।’
এ বিষয়ে জানতে চাইলে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহাবুব মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে ধান শুকানো ঠিক নয়। শিগগিরই কৃষকদের সঙ্গে আলোচনা করে এসব বন্ধের উদ্যোগ নেওয়া হবে।’
তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের ১২ কিলোমিটার অংশে নিয়ম লঙ্ঘন করে চলছে ধান ও খড় শুকানোর কাজ। এতে সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন বিভিন্ন যানবাহনের চালক ও সচেতন ব্যক্তিরা।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক। ওই সড়ক দিয়ে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও রংপুর জেলার মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। বর্তমানে দিগন্তজোড়া মাঠজুড়ে পেকেছে আগাম জাতের বোরো ধান। মহাসড়কের ১২ কিলোমিটার অংশ ছাড়াও বিভিন্ন এলাকার পাকা সড়কগুলোতে বোরো ধান মাড়াই, খড় ও ধান শুকানোর কাজে ব্যবহার করছেন কৃষকেরা।
গতকাল সোমবার বেলা দুইটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের বরাতি সেতু এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের দুই ধারে আধা কিলোমিটার অংশে ধান ও খড় শুকানো হচ্ছে। সেই খড় ও ধানের পাশ দিয়ে ছুটে চলছে দ্রুত গতির যানবাহন। ধান ও খড় শুকানোয় সড়ক হয়ে পড়েছে সংকীর্ণ। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
ইকরচালী বাসস্ট্যান্ডে কথা হয় ওই সড়কের ট্রাকের চালক সামিউল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘তারাগঞ্জ উপজেলায় মহাসড়কের বিভিন্ন স্থানে কৃষকেরা ধান ও খড় শুকানোয় নির্দিষ্ট গতিতে গাড়ি চালানো যাচ্ছে না। বিশেষ করে ধানের ভেজা খড়ের ওপর দিয়ে ট্রাক চালানো খুব ঝুঁকিপূর্ণ। মহাসড়কে দুর্ঘটনায় মানুষ মরলে ড্রাইভারদের সবাই দোষ করেন। কিন্তু সড়কের ওপর যে অবৈধভাবে ধান শুকানো হচ্ছে সে দিকে কেউ দেখছে না।’
ওই সড়কে যাতায়াতকারী আরেক ট্রাক চালক কবিরুল ইসলাম বলেন, ‘সড়কের অর্ধেক অংশজুড়ে ধান শুকাতে দেওয়া হচ্ছে। ধান নেড়ে দেওয়ার সময় অনেকে গাড়ির সামনে এসে যায়। হর্ন দিলেও শোনে না। নিষেধ করলে মানে না, উল্টাপাল্টা কথা বলে। এভাবে চলতে থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’
মোটরসাইকেল আরোহী আশরাফুল ইসলাম বলেন, ‘ভাই মহাসড়কে এই ১২ কিলোমিটার অংশে মাসে কমপক্ষে ৬-৭টি দুর্ঘটনা ঘটে। ধান আর খড় শুকানোয় সড়ক সরু হয়ে গেছে। বাইক নিয়া যাওয়ার সময় বড় বাস ট্রাক গা ঘেঁষে চলে যাচ্ছে। প্রতি বছর বোরো মৌসুমে সড়কে ঝুঁকি নিয়ে ধান মাড়াই, খড় ও ধান শুকানো হয়। এ জন্য জীবনের ঝুঁকি হাতে নিয়ে চলাফেরা করতে হচ্ছে।’
রংপুর-দিনাজপুর মহাসড়কের বালাপাড়া এলাকায় সড়কের ওপর ধান শুকানোর কাজে ব্যস্ত দুই নারী। তাঁদের গা ঘেঁষে চলেছে দূরপাল্লার যান। কাছে গিয়ে নাম জিজ্ঞেস করতেই বলেন একজনের নাম ওসপেয়ারা বেগম, আরেকজনের নাম নুর জাহান। কথা হলে ওসপেয়ারা বেগম বলেন, ‘আমরা কাজে আলছি। ধান আর খড় হামার নোয়ায়। এ্যালা আকাশের যে অবস্থা কখন পানি হয় তাঁর ঠিক নাই। ওই তকনে (এ কারণে) সড়কোত ধান নাড়ি (শুকাতে) দিছি টপাস (তাড়াতাড়ি) করি শুকাইবে।’
ওই সড়কে খড় উল্টাচ্ছিলেন শরিফুল নামের এক কৃষক। তিনি বলেন, ‘প্রত্যেকবার বোরো ধানের খড় পানিত পচি যায়। এবারও দেওয়ার (আকাশের) পানি হওছে। পাকা সড়কোত তাড়াতাড়ি ধান, খড় শুকায়। এটে ঝুঁকি আছে কিন্তু হামরা সাবধানে থাকি।’
এ বিষয়ে জানতে চাইলে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহাবুব মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে ধান শুকানো ঠিক নয়। শিগগিরই কৃষকদের সঙ্গে আলোচনা করে এসব বন্ধের উদ্যোগ নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে