বিনোদন প্রতিবেদক, ঢাকা
মানুষ নিজেকেও তত খোঁজে না, যত খোঁজে মনের মানুষ! পরিচালক সঞ্জয় সমাদ্দার সেই মনের মানুষ খোঁজার চেষ্টা করেছেন তাঁর নতুন নাটকে। মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে তিনি নির্মাণ করলেন নাটক ‘মনের মানুষ’। ফয়সাল আজাদ
প্রযোজিত নাটকটি আসছে ঈদে স্বদেশ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
প্রায় আট বছর পর ‘মনের মানুষ’ নাটকের মাধ্যমে আবার একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিম। মিম বলেন, ‘গল্পটাই আমাকে টেনেছে। ক্যারিয়ারে অনেক চরিত্রে অভিনয় করা হয়েছে। এই ধরনের চরিত্রে আগে কাজ করিনি। চরিত্রটি একদম অন্য রকম। রোজার ঈদের আগেই শুটিং শেষ হয়েছে।’ পরিচালক সঞ্জয় সমাদ্দার জানালেন, মোশাররফ করিম ও মিম স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। মিম শহরতলিতে পড়াশোনা করা মেয়ে। নাম সোনিয়া। তাঁর স্বামী আনোয়ার থাকে বিদেশে। আনোয়ার দেশে ফেরার পর বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই ঘটনা কীভাবে সামাল দিয়ে একে অপরের মনের মানুষ হয়ে ওঠেন, তা নিয়েই গল্প। পরিচালক বলেন, ‘মিমের সবচেয়ে বড় গুণ, তিনি সময় মেইনটেইন করেন। ভালো কাজ করার জন্য মিমের ইচ্ছা আর চেষ্টা আমাকে মুগ্ধ করেছে।’এর আগে মোশাররফ করিম-মিম জুটি হয়ে ‘প্রেম পাগল’, ‘মাইনাসে প্লাসে মাইনাস’, ‘হারানো সুর’, ‘কোনো এক প্রেমিক’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। মিম বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে প্রায় আট বছর পর কাজ করলাম। ওনার সঙ্গে কাজ করলে অনেক কিছু শিখতেও পারি।’
মোশাররফ করিমকে নিয়ে এর আগে সঞ্জয় সমাদ্দার ‘যে শহরে টাকা ওড়ে’, ‘অমানুষ’-এর মতো কাজ করে প্রশংসিত হয়েছেন। মিমের সঙ্গে এবারই তাঁর প্রথম কাজ। সঞ্জয় সমাদ্দার ছয় বছর ধরে মিমকে নিয়ে কাজের পরিকল্পনা করছেন। প্রতি ঈদেই কোনো না কোনো কাজের কথা ভাবেন, কিন্তু গল্প, চিত্রনাট্য কিংবা শিডিউল জটিলতার কারণে কাজ করা যায়নি। এবার সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করা গেল বলে জানান মিম।
ছোট পর্দা থেকে এক সময় নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন মিম। গত ঈদে তিনটি নাটকে অভিনয় করেছেন। তাহসানের সঙ্গে অভিনীত নাটকগুলো বেশ প্রশংসাও পেয়েছে। মিম বলেন, ‘আমি সিনেমার কাজে ব্যস্ত ছিলাম। এখন কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ঠিক কবে মুক্তি পাবে জানি না। এই ফাঁকে ঈদের বিশেষ নাটকে অভিনয়ের প্রস্তাব পেলাম। ভক্তদের কথা ভেবেই ঈদের নাটকে অভিনয় করছি। বিশেষ দিনের বিশেষ নাটকে ভক্তরা আমাকে দেখতে পাবেন।’
আসছে ঈদে ভিকি জাহেদের পরিচালনায় একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম।
মানুষ নিজেকেও তত খোঁজে না, যত খোঁজে মনের মানুষ! পরিচালক সঞ্জয় সমাদ্দার সেই মনের মানুষ খোঁজার চেষ্টা করেছেন তাঁর নতুন নাটকে। মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে তিনি নির্মাণ করলেন নাটক ‘মনের মানুষ’। ফয়সাল আজাদ
প্রযোজিত নাটকটি আসছে ঈদে স্বদেশ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
প্রায় আট বছর পর ‘মনের মানুষ’ নাটকের মাধ্যমে আবার একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিম। মিম বলেন, ‘গল্পটাই আমাকে টেনেছে। ক্যারিয়ারে অনেক চরিত্রে অভিনয় করা হয়েছে। এই ধরনের চরিত্রে আগে কাজ করিনি। চরিত্রটি একদম অন্য রকম। রোজার ঈদের আগেই শুটিং শেষ হয়েছে।’ পরিচালক সঞ্জয় সমাদ্দার জানালেন, মোশাররফ করিম ও মিম স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। মিম শহরতলিতে পড়াশোনা করা মেয়ে। নাম সোনিয়া। তাঁর স্বামী আনোয়ার থাকে বিদেশে। আনোয়ার দেশে ফেরার পর বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই ঘটনা কীভাবে সামাল দিয়ে একে অপরের মনের মানুষ হয়ে ওঠেন, তা নিয়েই গল্প। পরিচালক বলেন, ‘মিমের সবচেয়ে বড় গুণ, তিনি সময় মেইনটেইন করেন। ভালো কাজ করার জন্য মিমের ইচ্ছা আর চেষ্টা আমাকে মুগ্ধ করেছে।’এর আগে মোশাররফ করিম-মিম জুটি হয়ে ‘প্রেম পাগল’, ‘মাইনাসে প্লাসে মাইনাস’, ‘হারানো সুর’, ‘কোনো এক প্রেমিক’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। মিম বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে প্রায় আট বছর পর কাজ করলাম। ওনার সঙ্গে কাজ করলে অনেক কিছু শিখতেও পারি।’
মোশাররফ করিমকে নিয়ে এর আগে সঞ্জয় সমাদ্দার ‘যে শহরে টাকা ওড়ে’, ‘অমানুষ’-এর মতো কাজ করে প্রশংসিত হয়েছেন। মিমের সঙ্গে এবারই তাঁর প্রথম কাজ। সঞ্জয় সমাদ্দার ছয় বছর ধরে মিমকে নিয়ে কাজের পরিকল্পনা করছেন। প্রতি ঈদেই কোনো না কোনো কাজের কথা ভাবেন, কিন্তু গল্প, চিত্রনাট্য কিংবা শিডিউল জটিলতার কারণে কাজ করা যায়নি। এবার সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করা গেল বলে জানান মিম।
ছোট পর্দা থেকে এক সময় নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন মিম। গত ঈদে তিনটি নাটকে অভিনয় করেছেন। তাহসানের সঙ্গে অভিনীত নাটকগুলো বেশ প্রশংসাও পেয়েছে। মিম বলেন, ‘আমি সিনেমার কাজে ব্যস্ত ছিলাম। এখন কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ঠিক কবে মুক্তি পাবে জানি না। এই ফাঁকে ঈদের বিশেষ নাটকে অভিনয়ের প্রস্তাব পেলাম। ভক্তদের কথা ভেবেই ঈদের নাটকে অভিনয় করছি। বিশেষ দিনের বিশেষ নাটকে ভক্তরা আমাকে দেখতে পাবেন।’
আসছে ঈদে ভিকি জাহেদের পরিচালনায় একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে