চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামের কাঁচাবাজারগুলোতে সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। স্থানীয়রা বাসিন্দারা বলছেন, উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকির পরও কমছে না সবজির দাম। অভিযান পরিচালনার সময় সবজির দাম কিছুটা কমালেও প্রশাসনের লোকজন চলে গেলেই আবার বেড়ে যাচ্ছে।
গতকাল উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ৬০ টাকার নিচে কোনো সবজিই পাওয়া যাচ্ছে না। এক হালি লেবুর দাম ৮০ টাকা, অথচ ১০০ টাকায় ৬ কেজি আলু পাওয়া যাচ্ছে। শসার কেজি এখনো ৬০ টাকা। কাঁচা মরিচের কেজি ১০০ টাকা।
আরও দেখা গেছে, গতকাল দুপুরে চৌদ্দগ্রাম বাজারের মহাসড়কের ওপর পিকআপে করে সবজি বিক্রি শুরু হয়। বাজারের থেকে পিকআপে করে বিক্রি করা সবজির দাম কিছুটা কম হওয়ায় মানুষজন ছুটছে সেদিকে। মুহূর্তের মধ্যে পিকআপগুলোর চারপাশে ক্রেতাদের ভিড় জমে ওঠে। পিকআপে ৩ কেজি শসা ১০০ টাকা, কাঁচা মরিচের কেজি ৫০ টাকা, টমেটো ৩ কেজি ১০০ টাকা, ৩ হালি লেবু ৯০ টাকা করে বিক্রি করা হচ্ছে।
পিকআপের সবজি বিক্রেতা জসিম উদ্দিন বলেন, ‘আমরা সবজিগুলো কুমিল্লার নিমসারের পাইকারি বাজারের আড়ত থেকে কিনে এনেছি। রমজানে মানুষ যাতে খুশি থাকেন তাই আমরা অল্প লাভে বিক্রি করে যাচ্ছি। কম দামে ভালো সবজি পাওয়ায় লোকজন আমাদের কাছ থেকে সবজি কিনতে আগ্রহ দেখাচ্ছেন। খুব কম সময়ে সবজিগুলো শেষ হয়ে যায়, এতে আমিও খুশি ক্রেতারাও খুশি।’
পিকআপ থেকে সবজি কিনতে আসা পৌর আওয়ামী লীগ নেতা গাজী শহীদ বলেন, ‘চৌদ্দগ্রাম বাজারের সবজি বিক্রেতারা সব সময় চড়া দামে সবজি বিক্রি করেন। এই পিকআপে ৩ কেজি শসা ১০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। অথচ চৌদ্দগ্রাম বাজারে কেজিপ্রতি শসা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা করে। পিকআপে যাঁরা সবজি বিক্রি করছেন তাঁরাও তো লাভ ছাড়া বিক্রি করছেন না। কম লাভে ভালো সবজি বিক্রি করায় আমি পিক আপ থেকে সবজি কিনতে এসেছি।’
অপর ক্রেতা শুভপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম মিয়া বলেন, ‘‘চৌদ্দগ্রামের বিভিন্ন কাঁচাবাজারে সবজির দাম অনেক চড়া। সবজি বিক্রেতাদের কাছে দাম কেন এত বেশি জানতে চাইলে তাঁরা বলেন, ‘নিমসার বাজারেও সবজির দাম চড়া তাই আমরাও বেশি দামে বিক্রি করছি।’ অথচ এই পিকআপের বিক্রেতারাও নিমসার বাজারের সবজি আড়ত থেকে কম দামে সবজি কিনে এনে এখানে বিক্রি করছেন। বাজারের থেকে পিকআপের সবজির মান কোনোভাবেই খারাপ নয়, তাই আমিও কম দামে ভালো সবজি কিনতে লাইনে দাঁড়িয়েছি।’ ’
চৌদ্দগ্রাম পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, ‘রমজানের আগেই আমি সভা করে বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছি যাতে রমজান মাসে ভোক্তাদের থেকে পণ্যের দাম বেশি না নেওয়া হয়। এমনকি আমি নিজে প্রতিদিন বাজার তদারকি করছি। এরপরও যদি কেউ কারসাজি করে নিত্যপণ্যসহ সবজির দাম বৃদ্ধি করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ‘আমরা সব সময় ভোক্তাদের অধিকার আদায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কাঁচাবাজারগুলোতে সবজির মূল্যে ওঠানামা করে। একেক সময় একেক দাম হয়। এরপরও আমরা কাঁচাবাজরে নজরদারি রাখছি। শিগগিরই চৌদ্দগ্রামের কাঁচাবাজারগুলো তদারকি করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘ইতিমধ্যে আমি এবং সহকারী কমিশনার (ভূমি) তমলিকা পাল উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। অভিযান পরিচালনাকালে কাঁচাবাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও যদি ভোক্তারা হয়রানির শিকার হন তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
চৌদ্দগ্রামের কাঁচাবাজারগুলোতে সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। স্থানীয়রা বাসিন্দারা বলছেন, উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকির পরও কমছে না সবজির দাম। অভিযান পরিচালনার সময় সবজির দাম কিছুটা কমালেও প্রশাসনের লোকজন চলে গেলেই আবার বেড়ে যাচ্ছে।
গতকাল উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ৬০ টাকার নিচে কোনো সবজিই পাওয়া যাচ্ছে না। এক হালি লেবুর দাম ৮০ টাকা, অথচ ১০০ টাকায় ৬ কেজি আলু পাওয়া যাচ্ছে। শসার কেজি এখনো ৬০ টাকা। কাঁচা মরিচের কেজি ১০০ টাকা।
আরও দেখা গেছে, গতকাল দুপুরে চৌদ্দগ্রাম বাজারের মহাসড়কের ওপর পিকআপে করে সবজি বিক্রি শুরু হয়। বাজারের থেকে পিকআপে করে বিক্রি করা সবজির দাম কিছুটা কম হওয়ায় মানুষজন ছুটছে সেদিকে। মুহূর্তের মধ্যে পিকআপগুলোর চারপাশে ক্রেতাদের ভিড় জমে ওঠে। পিকআপে ৩ কেজি শসা ১০০ টাকা, কাঁচা মরিচের কেজি ৫০ টাকা, টমেটো ৩ কেজি ১০০ টাকা, ৩ হালি লেবু ৯০ টাকা করে বিক্রি করা হচ্ছে।
পিকআপের সবজি বিক্রেতা জসিম উদ্দিন বলেন, ‘আমরা সবজিগুলো কুমিল্লার নিমসারের পাইকারি বাজারের আড়ত থেকে কিনে এনেছি। রমজানে মানুষ যাতে খুশি থাকেন তাই আমরা অল্প লাভে বিক্রি করে যাচ্ছি। কম দামে ভালো সবজি পাওয়ায় লোকজন আমাদের কাছ থেকে সবজি কিনতে আগ্রহ দেখাচ্ছেন। খুব কম সময়ে সবজিগুলো শেষ হয়ে যায়, এতে আমিও খুশি ক্রেতারাও খুশি।’
পিকআপ থেকে সবজি কিনতে আসা পৌর আওয়ামী লীগ নেতা গাজী শহীদ বলেন, ‘চৌদ্দগ্রাম বাজারের সবজি বিক্রেতারা সব সময় চড়া দামে সবজি বিক্রি করেন। এই পিকআপে ৩ কেজি শসা ১০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। অথচ চৌদ্দগ্রাম বাজারে কেজিপ্রতি শসা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা করে। পিকআপে যাঁরা সবজি বিক্রি করছেন তাঁরাও তো লাভ ছাড়া বিক্রি করছেন না। কম লাভে ভালো সবজি বিক্রি করায় আমি পিক আপ থেকে সবজি কিনতে এসেছি।’
অপর ক্রেতা শুভপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম মিয়া বলেন, ‘‘চৌদ্দগ্রামের বিভিন্ন কাঁচাবাজারে সবজির দাম অনেক চড়া। সবজি বিক্রেতাদের কাছে দাম কেন এত বেশি জানতে চাইলে তাঁরা বলেন, ‘নিমসার বাজারেও সবজির দাম চড়া তাই আমরাও বেশি দামে বিক্রি করছি।’ অথচ এই পিকআপের বিক্রেতারাও নিমসার বাজারের সবজি আড়ত থেকে কম দামে সবজি কিনে এনে এখানে বিক্রি করছেন। বাজারের থেকে পিকআপের সবজির মান কোনোভাবেই খারাপ নয়, তাই আমিও কম দামে ভালো সবজি কিনতে লাইনে দাঁড়িয়েছি।’ ’
চৌদ্দগ্রাম পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, ‘রমজানের আগেই আমি সভা করে বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছি যাতে রমজান মাসে ভোক্তাদের থেকে পণ্যের দাম বেশি না নেওয়া হয়। এমনকি আমি নিজে প্রতিদিন বাজার তদারকি করছি। এরপরও যদি কেউ কারসাজি করে নিত্যপণ্যসহ সবজির দাম বৃদ্ধি করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ‘আমরা সব সময় ভোক্তাদের অধিকার আদায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কাঁচাবাজারগুলোতে সবজির মূল্যে ওঠানামা করে। একেক সময় একেক দাম হয়। এরপরও আমরা কাঁচাবাজরে নজরদারি রাখছি। শিগগিরই চৌদ্দগ্রামের কাঁচাবাজারগুলো তদারকি করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘ইতিমধ্যে আমি এবং সহকারী কমিশনার (ভূমি) তমলিকা পাল উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। অভিযান পরিচালনাকালে কাঁচাবাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও যদি ভোক্তারা হয়রানির শিকার হন তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে