বিনোদন প্রতিবেদক, ঢাকা
শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্য জীবন যেন শরতের আকাশ। এই মেঘ, এই বৃষ্টি, তো কিছুক্ষণ পরেই আবার ঝলমলে রোদ। আলাদা থাকার ঘোষণা দিচ্ছেন, দুদিন পরে হাতে হাত রেখে ছবি তুলছেন, একসঙ্গে থাকছেন, আবার একে অপরকে ছেড়ে চলে যাচ্ছেন। এই মেঘ-রোদ্দুরের খেলায় ভক্তরা যখন ক্লান্ত, তখনই এল আনুষ্ঠানিক ডিভোর্সের ঘোষণা। প্রচলিত আইন মেনেই তাঁদের সম্পর্ক গড়াচ্ছে বিচ্ছেদের দিকে।
রাজধানীর উত্তর বাড্ডার কাজি অফিস থেকে ১৮ সেপ্টেম্বর ডিভোর্স লেটার পাঠান পরী। কাজি আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘১৮ সেপ্টেম্বর রাতে পরীমণি তাঁর আইনজীবীসহ আমার অফিসে এসেছিলেন। তালাকের নোটিশ মো. শরীফুল ইসলাম বরাবর পাঠানো হয়েছে। তালাকের কারণ হিসেবে উল্লেখ করেছেন মতের মিল না হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া ও মানসিক অশান্তির কথা।’
পরীমণির আইনজীবী মো. শাহীনুজ্জামান বলেন, ‘বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তালাক দিতে হলে রেজিস্টার্ড কাজির মাধ্যমে নোটিশ দিতে হয়। নোটিশের প্রক্রিয়া মেনে তিন মাস পর তা কার্যকর হয়। চিত্রনায়িকা পরীমণি সে নিয়ম মেনেই নোটিশ পাঠিয়েছেন। সাংসারিক জীবনে অতিষ্ঠ হয়ে পরীমণি এই সিদ্ধান্ত নিয়েছেন।’
গতকাল ডিভোর্স লেটার প্রকাশ্যে আসলেও আগের দিন মধ্যরাতেই এর আঁচ পাওয়া গিয়েছিল। ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে পরীমণি অভিযোগ করেন, রাজ ও তাঁর এক পাতানো বোন পরীর গায়ে হাত তুলেছেন। কিছু সময় পরে সেই পোস্টটি মুছে ফেলেন পরী।
বছরের শুরু থেকেই চর্চায় তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির সংসার। সর্বশেষ জুন মাসে সম্পর্কে প্রায় সিলগালা এঁটে দেন দুজনেই। পরী জানিয়েছিলেন, রাজের থেকে মুক্তি চান তিনি। যত দ্রুত সম্ভব রাজ যেন তাঁকে ডিভোর্স দিয়ে দেন। অন্যদিকে, শরিফুল রাজ জানিয়েছিলেন নতুন করে জীবন সাজাতে চান তিনি। এমনকি ১০ আগস্ট ছেলে রাজ্যর জন্মদিনের আয়োজনেও দেখা যায়নি রাজকে। এর কয়েক দিন পর গান বাংলার অফিসে ছেলের জন্মদিন পালন করতে দেখা যায় দুজনকে। তাঁদের সঙ্গে যোগাযোগ করলে রাজ জানান এখন তিনি পরীমণির বাসাতেই আছেন। দুদিন না যেতেই দৃশ্যপট আবার বদলে যায়। হাতে ক্যানোলা লাগানো ছবি পোস্ট করে ফেসবুকে পরীমণি জানান, তীব্র জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি। পরদিন সকালে শরিফুল রাজের রক্তাক্ত মাথার দুটি ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। জানা যায়, মারামারি করে একই হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ ও পরী।
শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্য জীবন যেন শরতের আকাশ। এই মেঘ, এই বৃষ্টি, তো কিছুক্ষণ পরেই আবার ঝলমলে রোদ। আলাদা থাকার ঘোষণা দিচ্ছেন, দুদিন পরে হাতে হাত রেখে ছবি তুলছেন, একসঙ্গে থাকছেন, আবার একে অপরকে ছেড়ে চলে যাচ্ছেন। এই মেঘ-রোদ্দুরের খেলায় ভক্তরা যখন ক্লান্ত, তখনই এল আনুষ্ঠানিক ডিভোর্সের ঘোষণা। প্রচলিত আইন মেনেই তাঁদের সম্পর্ক গড়াচ্ছে বিচ্ছেদের দিকে।
রাজধানীর উত্তর বাড্ডার কাজি অফিস থেকে ১৮ সেপ্টেম্বর ডিভোর্স লেটার পাঠান পরী। কাজি আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘১৮ সেপ্টেম্বর রাতে পরীমণি তাঁর আইনজীবীসহ আমার অফিসে এসেছিলেন। তালাকের নোটিশ মো. শরীফুল ইসলাম বরাবর পাঠানো হয়েছে। তালাকের কারণ হিসেবে উল্লেখ করেছেন মতের মিল না হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া ও মানসিক অশান্তির কথা।’
পরীমণির আইনজীবী মো. শাহীনুজ্জামান বলেন, ‘বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তালাক দিতে হলে রেজিস্টার্ড কাজির মাধ্যমে নোটিশ দিতে হয়। নোটিশের প্রক্রিয়া মেনে তিন মাস পর তা কার্যকর হয়। চিত্রনায়িকা পরীমণি সে নিয়ম মেনেই নোটিশ পাঠিয়েছেন। সাংসারিক জীবনে অতিষ্ঠ হয়ে পরীমণি এই সিদ্ধান্ত নিয়েছেন।’
গতকাল ডিভোর্স লেটার প্রকাশ্যে আসলেও আগের দিন মধ্যরাতেই এর আঁচ পাওয়া গিয়েছিল। ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে পরীমণি অভিযোগ করেন, রাজ ও তাঁর এক পাতানো বোন পরীর গায়ে হাত তুলেছেন। কিছু সময় পরে সেই পোস্টটি মুছে ফেলেন পরী।
বছরের শুরু থেকেই চর্চায় তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির সংসার। সর্বশেষ জুন মাসে সম্পর্কে প্রায় সিলগালা এঁটে দেন দুজনেই। পরী জানিয়েছিলেন, রাজের থেকে মুক্তি চান তিনি। যত দ্রুত সম্ভব রাজ যেন তাঁকে ডিভোর্স দিয়ে দেন। অন্যদিকে, শরিফুল রাজ জানিয়েছিলেন নতুন করে জীবন সাজাতে চান তিনি। এমনকি ১০ আগস্ট ছেলে রাজ্যর জন্মদিনের আয়োজনেও দেখা যায়নি রাজকে। এর কয়েক দিন পর গান বাংলার অফিসে ছেলের জন্মদিন পালন করতে দেখা যায় দুজনকে। তাঁদের সঙ্গে যোগাযোগ করলে রাজ জানান এখন তিনি পরীমণির বাসাতেই আছেন। দুদিন না যেতেই দৃশ্যপট আবার বদলে যায়। হাতে ক্যানোলা লাগানো ছবি পোস্ট করে ফেসবুকে পরীমণি জানান, তীব্র জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি। পরদিন সকালে শরিফুল রাজের রক্তাক্ত মাথার দুটি ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। জানা যায়, মারামারি করে একই হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ ও পরী।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে