সিলেট সংবাদদাতা
সিলেটে প্লাস্টিক বর্জ্যে দূষণ বাড়ছে। সিটি করপোরেশনে প্রতিদিন প্রায় ৫৪ টনের মতো প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যার মধ্যে বেশির ভাগই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি স্যাশে, প্লেট, চামচ এবং ব্যক্তিগত ব্যবহারের পণ্য।
গতকাল বুধবার এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডোর) ‘দ্য প্লাস্টিক ডেলিউজ: ইন দ্য সিলেট সিটি করপোরেশন এরিয়া, বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এই তথ্যটি উঠে আসে।
এসটিইপিপি (সাসটেইনেবল ট্রান্সিশনস টু অ্যান্ড প্লাস্টিক পলিউশন) প্রজেক্টের অধীনে এসডো এবং ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ এই গবেষণা পরিচালনা করেছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় তিনি বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বর্তমানে এই গবেষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ বাস্তবায়নে আমাদের সহায়তা করবে। টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উৎস থেকে বর্জ্য পৃথক্করণ এবং এই ক্ষেত্রে সাধারণ জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।’
সেমিনারে জানানো হয়, সিলেটে উৎপাদিত সব বর্জ্যের মধ্যে ৬৭% হচ্ছে জৈব বর্জ্য, ১৭% প্লাস্টিক বর্জ্য,৩% ই-বর্জ্য,২% মেডিকেল বর্জ্য, এবং ১% অন্যান্য বর্জ্য। পলিমার দিয়ে তৈরি নিরাপত্তা পণ্যের অব্যবস্থাপনাই মূলত সিলেট শহরে প্লাস্টিক দূষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং এসডো-এর চেয়ারপারসন সৈয়দ মার্গুব মোর্শেদ তাঁর বক্তব্যে বলেন, সরকারকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য, বিশেষ করে পলি ব্যাগের ব্যবহার বন্ধ করতে বিদ্যমান আইনের প্রয়োগ কঠোরভাবে নিশ্চিত করতে হবে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ-এর সিনিয়র রিসার্চ ফেলো এবং রেভল্যুশন প্লাস্টিকস-এর ডেপুটি লিড ক্রেসিডা বাউয়ারের মতে, ‘গবেষণাটি থেকে এটা বোঝা যায় যে সিলেট শহরে উন্মুক্ত স্থানে যথেচ্ছভাবে বর্জ্য, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ফেলা হয়। এই খোলা জায়গায় ময়লা ফেলার প্রচলনের কারণেই স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ দূষণজনিত বিভিন্ন সমস্যা বেড়ে চলেছে।
এসডিওর প্রোগ্রাম অ্যাসোসিয়েটস সামিনা খন্দকারের সঞ্চালনায় সেমিনারের থিম প্রেজেন্টেশন দেন এসডিওর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার হৃদিতা ফেরদৌস। সূচনা বক্তব্য দেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।
আলোচনায় অংশ নেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, শাবির অধ্যাপক ড. জহির বিন আলম, ড. শামীম আরা বেগম, সিদ্দিকা সুলতানা প্রমুখ। সেমিনারে আরও অংশ নেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীসহ বিশিষ্টজনেরা।
সিলেটে প্লাস্টিক বর্জ্যে দূষণ বাড়ছে। সিটি করপোরেশনে প্রতিদিন প্রায় ৫৪ টনের মতো প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যার মধ্যে বেশির ভাগই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি স্যাশে, প্লেট, চামচ এবং ব্যক্তিগত ব্যবহারের পণ্য।
গতকাল বুধবার এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডোর) ‘দ্য প্লাস্টিক ডেলিউজ: ইন দ্য সিলেট সিটি করপোরেশন এরিয়া, বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এই তথ্যটি উঠে আসে।
এসটিইপিপি (সাসটেইনেবল ট্রান্সিশনস টু অ্যান্ড প্লাস্টিক পলিউশন) প্রজেক্টের অধীনে এসডো এবং ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ এই গবেষণা পরিচালনা করেছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় তিনি বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বর্তমানে এই গবেষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ বাস্তবায়নে আমাদের সহায়তা করবে। টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উৎস থেকে বর্জ্য পৃথক্করণ এবং এই ক্ষেত্রে সাধারণ জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।’
সেমিনারে জানানো হয়, সিলেটে উৎপাদিত সব বর্জ্যের মধ্যে ৬৭% হচ্ছে জৈব বর্জ্য, ১৭% প্লাস্টিক বর্জ্য,৩% ই-বর্জ্য,২% মেডিকেল বর্জ্য, এবং ১% অন্যান্য বর্জ্য। পলিমার দিয়ে তৈরি নিরাপত্তা পণ্যের অব্যবস্থাপনাই মূলত সিলেট শহরে প্লাস্টিক দূষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং এসডো-এর চেয়ারপারসন সৈয়দ মার্গুব মোর্শেদ তাঁর বক্তব্যে বলেন, সরকারকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য, বিশেষ করে পলি ব্যাগের ব্যবহার বন্ধ করতে বিদ্যমান আইনের প্রয়োগ কঠোরভাবে নিশ্চিত করতে হবে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ-এর সিনিয়র রিসার্চ ফেলো এবং রেভল্যুশন প্লাস্টিকস-এর ডেপুটি লিড ক্রেসিডা বাউয়ারের মতে, ‘গবেষণাটি থেকে এটা বোঝা যায় যে সিলেট শহরে উন্মুক্ত স্থানে যথেচ্ছভাবে বর্জ্য, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ফেলা হয়। এই খোলা জায়গায় ময়লা ফেলার প্রচলনের কারণেই স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ দূষণজনিত বিভিন্ন সমস্যা বেড়ে চলেছে।
এসডিওর প্রোগ্রাম অ্যাসোসিয়েটস সামিনা খন্দকারের সঞ্চালনায় সেমিনারের থিম প্রেজেন্টেশন দেন এসডিওর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার হৃদিতা ফেরদৌস। সূচনা বক্তব্য দেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।
আলোচনায় অংশ নেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, শাবির অধ্যাপক ড. জহির বিন আলম, ড. শামীম আরা বেগম, সিদ্দিকা সুলতানা প্রমুখ। সেমিনারে আরও অংশ নেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীসহ বিশিষ্টজনেরা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে