শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
ঈদের ছুটি শেষ হলেও মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ও আরিচা ঘাট হয়ে ঢাকার দিকে ফেরা মানুষের চাপ অব্যাহত রয়েছে। ঈদের আগে এ পথে যাত্রীরা স্বস্তিতে গেলেও ফিরতি পথে অনেকেই পড়ছেন নানান ভোগান্তিতে। রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট থেকে লঞ্চ-ফেরি, স্পিডবোট ও ট্রলারে পদ্মা ও যমুনা নদী পেরিয়ে শিবালয়ের পাটুরিয়া ও আরিচা ঘাটে আসতে নানা ঝুঁকি-ঝামেলা পোহাতে হচ্ছে যাত্রীদের।
ওই পাড় থেকে পাটুরিয়া ও আরিচা ঘাটে আসা নৌযানগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে। নৌপথের পরিবহনেও যাত্রী ভাড়া বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া আরিচা ও পাটুরিয়া ঘাট থেকে সড়কপথে ঢাকামুখী বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়া আদায় রোধ করতে স্থানীয় প্রশাসনকে বেশ শক্ত অবস্থানে দেখা গেছে। অতিরিক্ত যাত্রী পরিবহন এবং বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
গতকাল রোববার পাটুরিয়া ও আরিচা ঘাটে দেখা গেছে কর্মস্থলমুখী মানুষের ভিড়। বাস-কোচ, পিকআপ ও খোলা ট্রাকে চেপে নিজেদের গন্তব্যে ফিরছেন তাঁরা। তবে কয়েক দিনের তুলনায় রোববার যাত্রীর চাপ ছিল কিছুটা সহনীয়।
সরেজমিনে উভয় ঘাট এলাকা ঘুরে দেখা যায়, দুপুর ১২টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া ৪ নম্বর ঘাট পন্টুনে ভিড়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে রো রো ফেরি। একই সময়ে পন্টুনে ভেড়ে হাসনাহেনা নামের আরও একটি ফেরি। এ দুটি ফেরিযোগে পার হয়ে আসা বিভিন্ন ধরনের যানবাহনগুলো সরাসরি ঢাকার দিকে ছুটে চললেও শতাধিক যাত্রী হেঁটে পৌঁছান পাটুরিয়া বাস টার্মিনালে। ফেরিঘাট থেকে যার দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। প্রচণ্ড রোদ ও অসহনীয় গরমে অতিষ্ঠ যাত্রীরা পরিবহনের জন্য এখানে কিছু সময় অপেক্ষার পর ছোটেন নিজেদের গন্তব্যে।
কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা সাদেকুর রহমান সকালে জানান, তিনি গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিক। রোববার থেকে তাঁর প্রতিষ্ঠান খোলা। সময়মতো সেখানে পৌঁছাতে না পারায় বেশ বিচলিত তিনি। পাটুরিয়া থেকে সরাসরি গাজীপুরের বাস না থাকায় প্রথমে নবীনগরে যাবেন তিনি। তবে এ রুটে বাসভাড়া কিছুটা বেশি বলে দাবি করেন তিনি।
পাটুরিয়া বাস টার্মিনাল থেকে যাত্রী বোঝাই করার সময় কথা হয় বেশ কয়েকটি পরিবহনের শ্রমিকদের সঙ্গে। এদের মধ্যে নীলাচল গাড়ির চালকের সহায়ক জসিম উদ্দিন বলেন, ‘ঈদের পরে যাত্রীদের চাপ বেশি থাকায় ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে। একদিক থেকে যাত্রী বোঝাই করে ফিরলেও ফিরতি পথে ফাঁকা আসতে হচ্ছে।’ ভাড়া কী পরিমাণ বাড়ানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাভাবিক সময়ে ঘাট থেকে ঢাকার গাবতলী পর্যন্ত জনপ্রতি ভাড়া ১৫০ টাকা, যা এখন নেওয়া হচ্ছে ২০০ টাকা করে।’
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল রহমান আজকের পত্রিকাকে জানান, ঈদ শেষে পাটুরিয়া-আরিচা ঘাট থেকে ঢাকামুখী পরিবহনে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। রোববার দুপুর পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ৯টি মামলায় ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া রুটের লঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন এবং ক্যানটিনে খাবার হিসেবে নদীর পানি ব্যবহার করায় এমভি রেজোয়ান ও এমভি আরাফাত নামক লঞ্চে নৌ বিভাগের পরিচালিত অভিযানে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেয়াজ জানান, কয়েক দিন ধরে ফেরিতে রাজধানীমুখী যাত্রী ও যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। এ ছাড়া শিমুলিয়া রুটে ফেরি চলাচল কিছুটা বিঘ্নিত হওয়ায় ওই পথের বাড়তি যানবাহন এ পথ ব্যবহার করছে। যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ছোট-বড় ২১টি ফেরি চলাচল করছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, ঘাট এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘাট এলাকায় পকেটমার, ছিনতাইকারী, মলম পার্টি এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অতিরিক্ত পুলিশ সদস্যরা কাজ করছেন।
ঈদের ছুটি শেষ হলেও মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ও আরিচা ঘাট হয়ে ঢাকার দিকে ফেরা মানুষের চাপ অব্যাহত রয়েছে। ঈদের আগে এ পথে যাত্রীরা স্বস্তিতে গেলেও ফিরতি পথে অনেকেই পড়ছেন নানান ভোগান্তিতে। রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট থেকে লঞ্চ-ফেরি, স্পিডবোট ও ট্রলারে পদ্মা ও যমুনা নদী পেরিয়ে শিবালয়ের পাটুরিয়া ও আরিচা ঘাটে আসতে নানা ঝুঁকি-ঝামেলা পোহাতে হচ্ছে যাত্রীদের।
ওই পাড় থেকে পাটুরিয়া ও আরিচা ঘাটে আসা নৌযানগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে। নৌপথের পরিবহনেও যাত্রী ভাড়া বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া আরিচা ও পাটুরিয়া ঘাট থেকে সড়কপথে ঢাকামুখী বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়া আদায় রোধ করতে স্থানীয় প্রশাসনকে বেশ শক্ত অবস্থানে দেখা গেছে। অতিরিক্ত যাত্রী পরিবহন এবং বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
গতকাল রোববার পাটুরিয়া ও আরিচা ঘাটে দেখা গেছে কর্মস্থলমুখী মানুষের ভিড়। বাস-কোচ, পিকআপ ও খোলা ট্রাকে চেপে নিজেদের গন্তব্যে ফিরছেন তাঁরা। তবে কয়েক দিনের তুলনায় রোববার যাত্রীর চাপ ছিল কিছুটা সহনীয়।
সরেজমিনে উভয় ঘাট এলাকা ঘুরে দেখা যায়, দুপুর ১২টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া ৪ নম্বর ঘাট পন্টুনে ভিড়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে রো রো ফেরি। একই সময়ে পন্টুনে ভেড়ে হাসনাহেনা নামের আরও একটি ফেরি। এ দুটি ফেরিযোগে পার হয়ে আসা বিভিন্ন ধরনের যানবাহনগুলো সরাসরি ঢাকার দিকে ছুটে চললেও শতাধিক যাত্রী হেঁটে পৌঁছান পাটুরিয়া বাস টার্মিনালে। ফেরিঘাট থেকে যার দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। প্রচণ্ড রোদ ও অসহনীয় গরমে অতিষ্ঠ যাত্রীরা পরিবহনের জন্য এখানে কিছু সময় অপেক্ষার পর ছোটেন নিজেদের গন্তব্যে।
কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা সাদেকুর রহমান সকালে জানান, তিনি গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিক। রোববার থেকে তাঁর প্রতিষ্ঠান খোলা। সময়মতো সেখানে পৌঁছাতে না পারায় বেশ বিচলিত তিনি। পাটুরিয়া থেকে সরাসরি গাজীপুরের বাস না থাকায় প্রথমে নবীনগরে যাবেন তিনি। তবে এ রুটে বাসভাড়া কিছুটা বেশি বলে দাবি করেন তিনি।
পাটুরিয়া বাস টার্মিনাল থেকে যাত্রী বোঝাই করার সময় কথা হয় বেশ কয়েকটি পরিবহনের শ্রমিকদের সঙ্গে। এদের মধ্যে নীলাচল গাড়ির চালকের সহায়ক জসিম উদ্দিন বলেন, ‘ঈদের পরে যাত্রীদের চাপ বেশি থাকায় ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে। একদিক থেকে যাত্রী বোঝাই করে ফিরলেও ফিরতি পথে ফাঁকা আসতে হচ্ছে।’ ভাড়া কী পরিমাণ বাড়ানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাভাবিক সময়ে ঘাট থেকে ঢাকার গাবতলী পর্যন্ত জনপ্রতি ভাড়া ১৫০ টাকা, যা এখন নেওয়া হচ্ছে ২০০ টাকা করে।’
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল রহমান আজকের পত্রিকাকে জানান, ঈদ শেষে পাটুরিয়া-আরিচা ঘাট থেকে ঢাকামুখী পরিবহনে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। রোববার দুপুর পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ৯টি মামলায় ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া রুটের লঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন এবং ক্যানটিনে খাবার হিসেবে নদীর পানি ব্যবহার করায় এমভি রেজোয়ান ও এমভি আরাফাত নামক লঞ্চে নৌ বিভাগের পরিচালিত অভিযানে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেয়াজ জানান, কয়েক দিন ধরে ফেরিতে রাজধানীমুখী যাত্রী ও যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। এ ছাড়া শিমুলিয়া রুটে ফেরি চলাচল কিছুটা বিঘ্নিত হওয়ায় ওই পথের বাড়তি যানবাহন এ পথ ব্যবহার করছে। যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ছোট-বড় ২১টি ফেরি চলাচল করছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, ঘাট এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘাট এলাকায় পকেটমার, ছিনতাইকারী, মলম পার্টি এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অতিরিক্ত পুলিশ সদস্যরা কাজ করছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে