চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে কয়েক দিন ধরে শীত বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে শিশুদের ডায়রিয়া। শীতকালীন রোটাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে আসছে ৫০-৫৫ শিশু। ফলে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এমন পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
সদর উপজেলার বারঘোরিয়া এলাকার শিশু জিসানের (৪) মা সেফালি খাতুন বলেন, দুই দিন ধরে শিশু জিসানের হালকা জ্বর আসে। এরপর গত বুধবার ভোর থেকে ডায়রিয়া হতে থাকে। ফলে বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁর সন্তানকে।
নারায়াণপুর এলাকার আশরাফুল হক বলেন, গত বৃহস্পতিবার ভোরে ডায়রিয়া নিয়ে তাঁদের পাঁচ বছরের মেয়েকে হাসপাতালে ভর্তি করান। কিন্তু শয্যা না পেয়ে ঠান্ডার মধ্যেই মেঝেতে থাকতে হয় তাঁদের। পৌর এলাকার বটতলা হাট এলাকার আসমা বেগম বলেন, তাঁর ছয় বছরের শিশুকে ডায়রিয়াজনিত রোগে ভর্তি করেছেন। কিন্তু সময় পার হয়ে গেলেও চিকিৎসকের দেখা পাননি। বারবার ডাকার পরও নার্সরা ভালো ব্যবহার করেন না।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) মাহফুজ রায়হান বলেন, শীতকালীন রোটাভাইরাস ডায়রিয়া রোগ ছড়াই। ৮-১০ দিন ধরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই ৫০-এর বেশি শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
মাহফুজ রায়হান আরও বলেন, ডায়রিয়াজনিত করণে কোনো রোগীর মৃত্যু হয়নি এবং প্রতিদিনই ৩০ থেকে ৫০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, তাঁদের সচেতন হতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বাড়িতে বা আশপাশে কেউ যদি আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি আইসোলেশনে রাখতে হবে। অন্যান্য বাচ্চা থেকে যদি আলাদা রাখা যায়, তাহলে ছড়ানোর সম্ভাবনা কম হবে।
চাঁপাইনবাবগঞ্জে কয়েক দিন ধরে শীত বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে শিশুদের ডায়রিয়া। শীতকালীন রোটাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে আসছে ৫০-৫৫ শিশু। ফলে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এমন পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
সদর উপজেলার বারঘোরিয়া এলাকার শিশু জিসানের (৪) মা সেফালি খাতুন বলেন, দুই দিন ধরে শিশু জিসানের হালকা জ্বর আসে। এরপর গত বুধবার ভোর থেকে ডায়রিয়া হতে থাকে। ফলে বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁর সন্তানকে।
নারায়াণপুর এলাকার আশরাফুল হক বলেন, গত বৃহস্পতিবার ভোরে ডায়রিয়া নিয়ে তাঁদের পাঁচ বছরের মেয়েকে হাসপাতালে ভর্তি করান। কিন্তু শয্যা না পেয়ে ঠান্ডার মধ্যেই মেঝেতে থাকতে হয় তাঁদের। পৌর এলাকার বটতলা হাট এলাকার আসমা বেগম বলেন, তাঁর ছয় বছরের শিশুকে ডায়রিয়াজনিত রোগে ভর্তি করেছেন। কিন্তু সময় পার হয়ে গেলেও চিকিৎসকের দেখা পাননি। বারবার ডাকার পরও নার্সরা ভালো ব্যবহার করেন না।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) মাহফুজ রায়হান বলেন, শীতকালীন রোটাভাইরাস ডায়রিয়া রোগ ছড়াই। ৮-১০ দিন ধরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই ৫০-এর বেশি শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
মাহফুজ রায়হান আরও বলেন, ডায়রিয়াজনিত করণে কোনো রোগীর মৃত্যু হয়নি এবং প্রতিদিনই ৩০ থেকে ৫০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, তাঁদের সচেতন হতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বাড়িতে বা আশপাশে কেউ যদি আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি আইসোলেশনে রাখতে হবে। অন্যান্য বাচ্চা থেকে যদি আলাদা রাখা যায়, তাহলে ছড়ানোর সম্ভাবনা কম হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে