বিনোদন প্রতিবেদক, ঢাকা
শুধু জন্মসূত্রে প্রাপ্ত লিঙ্গপরিচয় দিয়েই মানুষের আত্মনির্ণয় ঘটে না। ছকে বাঁধা কিছু নিয়মে মেলে মানুষের সামাজিক পরিচয়। এর মাঝে থাকে কিছু মানুষ, যারা সামাজিকভাবে বিপন্ন, পরিবার থেকে হয় নিগৃহ। এমন কিছু মানুষের অন্ধকার জীবনের বেদনার গল্প নিয়ে তৈরি হয়েছে নবরস নৃত্য ও নাট্যদলের নাটক ‘উনপুরুষ’। আজ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি। উনপুরুষ রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা।
২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় নবরস নৃত্য ও নাট্যদল। প্রতিষ্ঠার পর বেশ সময় নিয়েই দলটি মঞ্চে এনেছে তাদের প্রথম প্রযোজনা ‘উনপুরুষ’। এটি একজন আত্মনির্ণয় বিপন্ন মানুষের গল্প।
নাটকটি প্রসঙ্গে নাট্যকার অপু মেহেদী বলেন, ‘বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে মানুষ তার অভিজ্ঞতার আলোকে গড়ে ওঠা অনুভূতি দিয়েই ঠিক করে নিতে চায় তার সামাজিক পরিচয়। এই পরিচয় বা আত্মনির্ণয়ে যখন বাধা আসে, তখনই সে হয়ে ওঠে বিপন্ন। আমাদের চারপাশে এমন অসংখ্য বিপন্ন মানুষ রয়েছে। তাদের কেউ কেউ পরিচয়ের স্বীকৃতির জন্য সোচ্চার হয়, আবার কেউ কেউ সমাজের ঘৃণিত রূপ দেখার ভয়ে আমৃত্যু আড়াল করে রাখে নিজেকে। আমাদের সমাজের এই আত্মনির্ণয় বিপন্ন মানুষদের গল্প বলার প্রয়াস উনপুরুষ।’
নির্দেশক শামছি আরা সায়েকা বলেন ‘সমাজের যেমন ভালো রূপ আছে, তেমনি আছে কিছু খারাপ দিক। সেই খারাপ রূপগুলো দেখার ভয়ে মানুষ নিজেকে বদ্ধ করে রাখে অন্ধ কুঠুরির মধ্যে। এই খারাপ রূপ মুছে দিতে হলে তার বিরুদ্ধে সোচ্চার হতে হয়। সমাজের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় অসংগতিগুলো। সেই দায়বদ্ধতা থেকেই এই নাটকটি করা।’
উনপুরুষে অভিনয় করছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, তানজীদ ইসলাম শুভ, সৈয়দা শামছি আরা সায়েকা, জয় খান, নুসরাত জাহান বন্যা, সবুজ খান, সুকন্যা সাকিরা, গোলাম মোর্শেদ, সানি ও বাঁধন। আলো ও মঞ্চ পরিকল্পনায় সাইফুল ইসলাম, পোশাক উপদেষ্টা ওয়াহিদা মল্লিক জলি, পোশাক পরিকল্পক সৈয়দা শামছি আরা সায়েকা, সংগীত পরিচালক এ বি সিদ্দিক, সংগীতশিল্পী গোপী দেবনাথ, বন্যা, রামিসা ও কথা।
শুধু জন্মসূত্রে প্রাপ্ত লিঙ্গপরিচয় দিয়েই মানুষের আত্মনির্ণয় ঘটে না। ছকে বাঁধা কিছু নিয়মে মেলে মানুষের সামাজিক পরিচয়। এর মাঝে থাকে কিছু মানুষ, যারা সামাজিকভাবে বিপন্ন, পরিবার থেকে হয় নিগৃহ। এমন কিছু মানুষের অন্ধকার জীবনের বেদনার গল্প নিয়ে তৈরি হয়েছে নবরস নৃত্য ও নাট্যদলের নাটক ‘উনপুরুষ’। আজ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি। উনপুরুষ রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা।
২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় নবরস নৃত্য ও নাট্যদল। প্রতিষ্ঠার পর বেশ সময় নিয়েই দলটি মঞ্চে এনেছে তাদের প্রথম প্রযোজনা ‘উনপুরুষ’। এটি একজন আত্মনির্ণয় বিপন্ন মানুষের গল্প।
নাটকটি প্রসঙ্গে নাট্যকার অপু মেহেদী বলেন, ‘বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে মানুষ তার অভিজ্ঞতার আলোকে গড়ে ওঠা অনুভূতি দিয়েই ঠিক করে নিতে চায় তার সামাজিক পরিচয়। এই পরিচয় বা আত্মনির্ণয়ে যখন বাধা আসে, তখনই সে হয়ে ওঠে বিপন্ন। আমাদের চারপাশে এমন অসংখ্য বিপন্ন মানুষ রয়েছে। তাদের কেউ কেউ পরিচয়ের স্বীকৃতির জন্য সোচ্চার হয়, আবার কেউ কেউ সমাজের ঘৃণিত রূপ দেখার ভয়ে আমৃত্যু আড়াল করে রাখে নিজেকে। আমাদের সমাজের এই আত্মনির্ণয় বিপন্ন মানুষদের গল্প বলার প্রয়াস উনপুরুষ।’
নির্দেশক শামছি আরা সায়েকা বলেন ‘সমাজের যেমন ভালো রূপ আছে, তেমনি আছে কিছু খারাপ দিক। সেই খারাপ রূপগুলো দেখার ভয়ে মানুষ নিজেকে বদ্ধ করে রাখে অন্ধ কুঠুরির মধ্যে। এই খারাপ রূপ মুছে দিতে হলে তার বিরুদ্ধে সোচ্চার হতে হয়। সমাজের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় অসংগতিগুলো। সেই দায়বদ্ধতা থেকেই এই নাটকটি করা।’
উনপুরুষে অভিনয় করছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, তানজীদ ইসলাম শুভ, সৈয়দা শামছি আরা সায়েকা, জয় খান, নুসরাত জাহান বন্যা, সবুজ খান, সুকন্যা সাকিরা, গোলাম মোর্শেদ, সানি ও বাঁধন। আলো ও মঞ্চ পরিকল্পনায় সাইফুল ইসলাম, পোশাক উপদেষ্টা ওয়াহিদা মল্লিক জলি, পোশাক পরিকল্পক সৈয়দা শামছি আরা সায়েকা, সংগীত পরিচালক এ বি সিদ্দিক, সংগীতশিল্পী গোপী দেবনাথ, বন্যা, রামিসা ও কথা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে