আয়নাল হোসেন, ঢাকা
জ্বালানি তেল পরিমাপে দেশের বিভিন্ন পাম্পে ব্যবহৃত হচ্ছে ডিজিটাল ডিসপেনসিং ইউনিট। আর তেল পরিবেশক যন্ত্রের সফটওয়্যারের নিয়ন্ত্রণ পাম্পমালিকদের কবজায়। পরিবেশক যন্ত্রের মডেল অনুমোদন ছাড়াই ব্যবহৃত হচ্ছে বিভিন্ন পাম্পে। এমনকি যন্ত্র অনুমোদনের ব্যবস্থাই রাখা হয়নি বিএসটিআইয়ের বিধিমালায়।
ফলে ডিজিটাল যন্ত্রে সফটওয়্যারের কারসাজিতে পাম্পমালিকেরা কারচুপি করছেন বলে অভিযোগ উঠেছে। জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া হলেও সেটি জানতে পারছেন না ভোক্তা। শুধু ভোক্তাই নন, ওজন ও পরিমাপ নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইও এ বিষয়ে অজ্ঞ।
বিএসটিআই জানিয়েছে, বিভিন্ন পেট্রলপাম্পে ওজনে কম দেওয়ার ঘটনা ঘটছে। আবার অনেক সময় ত্রুটিপূর্ণ ডিফেন্ডিং ইউনিটের মাধ্যমেই তেল বিক্রি হচ্ছে। যে কারণে যানবাহনের মালিকেরা ওজনে ঠকছেন। বিভিন্ন পাম্পে অভিযান চালিয়ে বিএসটিআই কারসাজির সত্যতাও পেয়েছে।
বিভিন্ন পাম্প সূত্রে জানা গেছে, ডিজিটাল যন্ত্রগুলোর নিয়ন্ত্রণ মূলত মালিকদের হাতেই থাকছে। যে কারণে প্রতারণার বিষয়টি ভোক্তারা বুঝতেই পারছেন না। পাম্পের ডিজিটাল ডিসপেনসিং ইউনিটের সফটওয়্যারের নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সিনডেনসিং ইউনিট মেশিন আমদানিকারক মিজানুর রহমান রতন বলেন, ‘সফটওয়্যার নিয়ন্ত্রণে সরকারি মনিটরিং নেই।’
সফটওয়্যার বিএসটিআইয়ের নিয়ন্ত্রণে না থাকা এবং নির্দিষ্ট মডেল না থাকার পেছনে বিএসটিআইকেই দুষলেন ক্যাবের জ্বালানিবিষয়ক উপদেষ্টা ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম। তিনি বলেন, জ্বালানি তেল পরিবেশনের যন্ত্রের নিয়ন্ত্রণ বিএসটিআইয়ের হাতেই থাকতে হবে। এটি ব্যত্যয়ের কোনো সুযোগ রাখাই ঠিক নয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, জ্বালানি তেল ওজনে কম দেওয়ার অপরাধে ২০২০ সালে ১ জুলাই থেকে গত বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ আট জেলায় অভিযান চালিয়ে ২ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের ভ্রাম্যমাণ আদালতের ৩৯৯টি অভিযানে ৬৫৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়।
বিএসটিআইয়ের উপপরিচালক (সিএম) রিয়াজুল হক আজকের পত্রিকাকে বলেন, জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে বিভিন্ন পাম্পমালিককে জরিমানা করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বলেন, ‘জ্বালানি তেল পরিবেশনের যন্ত্র আমদানি বিএসটিআইয়ের অনুমোদন নিয়েই করতে হয়। কিন্তু যে চোর সে সব সময়ই চুরি করবে।’
বিএসটিআইয়ের পরিচালক (মেট্রোলজি) প্রকৌশলী সাজ্জাদুল বারী আজকের পত্রিকাকে বলেন, জ্বালানি তেল পরিবেশনের ডিজিটাল ডিসপেনসিং ইউনিটের সফটওয়্যার বিএসটিআইয়ের নিয়ন্ত্রণে নেই। আইনে না থাকায় এটা করা যাচ্ছে না। বিধিমালায় অন্তর্ভুক্ত করতে পারলে তখন করা যাবে।’
জ্বালানি তেল পরিমাপে দেশের বিভিন্ন পাম্পে ব্যবহৃত হচ্ছে ডিজিটাল ডিসপেনসিং ইউনিট। আর তেল পরিবেশক যন্ত্রের সফটওয়্যারের নিয়ন্ত্রণ পাম্পমালিকদের কবজায়। পরিবেশক যন্ত্রের মডেল অনুমোদন ছাড়াই ব্যবহৃত হচ্ছে বিভিন্ন পাম্পে। এমনকি যন্ত্র অনুমোদনের ব্যবস্থাই রাখা হয়নি বিএসটিআইয়ের বিধিমালায়।
ফলে ডিজিটাল যন্ত্রে সফটওয়্যারের কারসাজিতে পাম্পমালিকেরা কারচুপি করছেন বলে অভিযোগ উঠেছে। জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া হলেও সেটি জানতে পারছেন না ভোক্তা। শুধু ভোক্তাই নন, ওজন ও পরিমাপ নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইও এ বিষয়ে অজ্ঞ।
বিএসটিআই জানিয়েছে, বিভিন্ন পেট্রলপাম্পে ওজনে কম দেওয়ার ঘটনা ঘটছে। আবার অনেক সময় ত্রুটিপূর্ণ ডিফেন্ডিং ইউনিটের মাধ্যমেই তেল বিক্রি হচ্ছে। যে কারণে যানবাহনের মালিকেরা ওজনে ঠকছেন। বিভিন্ন পাম্পে অভিযান চালিয়ে বিএসটিআই কারসাজির সত্যতাও পেয়েছে।
বিভিন্ন পাম্প সূত্রে জানা গেছে, ডিজিটাল যন্ত্রগুলোর নিয়ন্ত্রণ মূলত মালিকদের হাতেই থাকছে। যে কারণে প্রতারণার বিষয়টি ভোক্তারা বুঝতেই পারছেন না। পাম্পের ডিজিটাল ডিসপেনসিং ইউনিটের সফটওয়্যারের নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সিনডেনসিং ইউনিট মেশিন আমদানিকারক মিজানুর রহমান রতন বলেন, ‘সফটওয়্যার নিয়ন্ত্রণে সরকারি মনিটরিং নেই।’
সফটওয়্যার বিএসটিআইয়ের নিয়ন্ত্রণে না থাকা এবং নির্দিষ্ট মডেল না থাকার পেছনে বিএসটিআইকেই দুষলেন ক্যাবের জ্বালানিবিষয়ক উপদেষ্টা ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম। তিনি বলেন, জ্বালানি তেল পরিবেশনের যন্ত্রের নিয়ন্ত্রণ বিএসটিআইয়ের হাতেই থাকতে হবে। এটি ব্যত্যয়ের কোনো সুযোগ রাখাই ঠিক নয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, জ্বালানি তেল ওজনে কম দেওয়ার অপরাধে ২০২০ সালে ১ জুলাই থেকে গত বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ আট জেলায় অভিযান চালিয়ে ২ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের ভ্রাম্যমাণ আদালতের ৩৯৯টি অভিযানে ৬৫৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়।
বিএসটিআইয়ের উপপরিচালক (সিএম) রিয়াজুল হক আজকের পত্রিকাকে বলেন, জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে বিভিন্ন পাম্পমালিককে জরিমানা করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বলেন, ‘জ্বালানি তেল পরিবেশনের যন্ত্র আমদানি বিএসটিআইয়ের অনুমোদন নিয়েই করতে হয়। কিন্তু যে চোর সে সব সময়ই চুরি করবে।’
বিএসটিআইয়ের পরিচালক (মেট্রোলজি) প্রকৌশলী সাজ্জাদুল বারী আজকের পত্রিকাকে বলেন, জ্বালানি তেল পরিবেশনের ডিজিটাল ডিসপেনসিং ইউনিটের সফটওয়্যার বিএসটিআইয়ের নিয়ন্ত্রণে নেই। আইনে না থাকায় এটা করা যাচ্ছে না। বিধিমালায় অন্তর্ভুক্ত করতে পারলে তখন করা যাবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে