বাসু দাশ, বান্দরবান
বান্দরবানের থানচি উপজেলায় সরকারিভাবে কোনো বালুমহাল নেই। অথচ সাঙ্গু নদ থেকে অবাধে চলছে বালু উত্তোলন। পথ ও মতের ভিন্নতা থাকলেও এ ক্ষেত্রে ‘ঐক্য’ আছে স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাদের। এমনকি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্য ও ঠিকাদারও আছেন এই ‘জোটে’। বালু তোলার প্রতিযোগিতায় ঝুঁকিতে পড়েছে পাড়ের জমি। এতে দিন দিন সৌন্দর্য হারাচ্ছে সাঙ্গু।
স্থানীয় সূত্রে জানা যায়, থানচির বলিপাড়া ইউনিয়নের কনাংজৈ পাড়া-সংলগ্ন থাইংক্ষ্যং মুখ এলাকায় সাঙ্গুর চরে ২৪ হর্স ক্ষমতাসম্পন্ন মেশিনে ১০ ইঞ্চি পাইপ যুক্ত করে উত্তোলন করা হচ্ছে বালু। শ্রমিকেরা তাঁবু গেড়ে দিনরাত বালু তুলছেন। হাজার ফুটের দুটি বালুর স্তূপ করা হয়েছে। প্রতি ট্রাক বালু বিক্রি হচ্ছে ৪ হাজার টাকায়। কনাংজৈ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে গাড়ি চলাচলের রাস্তা করে নেওয়া হচ্ছে বালু। ফলে বর্ষা মৌসুমে স্কুলটির বারান্দা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বালু উত্তোলনের কারণে সাঙ্গুতীরের ফসলি জমি বিলীন হচ্ছে।
সাঙ্গুর চরের পাশেই ফসলি জমি আপ্রুসে মারমার। তিনি বলেন, ‘প্রথমে উচনু মেম্বার সাঙ্গুতীরে থাকা বালু উত্তোলনের জন্য খুঁজেছিলেন, আমি দিইনি। কয়েক সপ্তাহে পরে উচনু ও বলিপাড়া ইউপির চেয়ারম্যান জিয়া অং মারমা এসে বালু তোলা শুরু করেন।’
স্থানীয়রা জানান, কোনো ইজারা না থাকলেও উপজেলার বলিপাড়ার কানাজিও পাড়া, ঙাইক্ষ্যং পাড়া ও মংনাই পাড়ায় মেম্বার উচনু, ইউপি চেয়ারম্যান জিয়া অং ও ঠিকাদার আনোয়ার, বলিপাড়ার নাইন্দারী পাড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসিং অং মারমা, আমতলী পাড়ায় অনিল, যুবলীগের সভাপতি অনিল ত্রিপুরা, সাধারণ সম্পাদক চহাই মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা, ঠিকাদার সুজনসহ কয়েকজন এ কাজে জড়িত। প্রশাসনের চোখ ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে রাতে ট্রাকযোগে বিভিন্ন স্থানে তাঁরা বালু পাচার করে আসছেন।
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান জিয়া অং বলেন, ‘সাঙ্গু থেকে বালু উত্তোলন করছি, তা সত্য নয়। শত্রুতাবশত আমার নাম প্রচার করা হচ্ছে।’
এদিকে গত শুক্রবার রাত ১১টার দিকে বালু উত্তোলন করে পাচারের সময় উপজেলা যুবলীগের সভাপতি অনিল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক চহাইনু মারমার একটি বালুভর্তি ট্রাক জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শুধু ট্রাকটি জব্দ করলেও চালক ও সহকারীকে ছেড়ে দেওয়া হয়।
বালুর ট্রাক জব্দের বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক চহাইনু মারমা বলেন, ‘আমরা বালু উত্তোলন করি না। এলাকার কিছু অসহায় ছেলেকে আমরা সহযোগিতা করছি।’
স্থানীয়রা জানান, থানচি সদর ইউনিয়নের আমতলী পাড়ার মংচসিং কারবারি ও মরহুম বীর মুক্তিযোদ্ধা উহ্লাচিং মারমার খামারঘাট থেকে সাঙ্গুর বালু কিনে তিন মাস ধরে ড্রেজার মেশিন দিয়ে অনিল ও চহাইনু কয়েক লাখ ঘনফুট বালু উত্তোলন করেছেন।
যুবলীগের সভাপতি অনিল ত্রিপুরা বলেন, ‘থানচির সবাই খুব অর্থকষ্টে আছেন। তাই নিজেদের (সরকার দলের) ছেলেদের সহযোগিতা করছি। বালু উত্তোলন না করলে এখানে সরকারি উন্নয়নকাজ কীভাবে হবে?’
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ‘থানচিতে বালু উত্তোলনের জন্য কোনো বালুমহাল নেই। কাউকে ইজারাও দেওয়া হয়নি। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
এ বিষয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দিন চৌধুরী বলেন, ‘বালু উত্তোলনের ব্যাপারে আমার জানা নেই। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেব।’
বান্দরবানের থানচি উপজেলায় সরকারিভাবে কোনো বালুমহাল নেই। অথচ সাঙ্গু নদ থেকে অবাধে চলছে বালু উত্তোলন। পথ ও মতের ভিন্নতা থাকলেও এ ক্ষেত্রে ‘ঐক্য’ আছে স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাদের। এমনকি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্য ও ঠিকাদারও আছেন এই ‘জোটে’। বালু তোলার প্রতিযোগিতায় ঝুঁকিতে পড়েছে পাড়ের জমি। এতে দিন দিন সৌন্দর্য হারাচ্ছে সাঙ্গু।
স্থানীয় সূত্রে জানা যায়, থানচির বলিপাড়া ইউনিয়নের কনাংজৈ পাড়া-সংলগ্ন থাইংক্ষ্যং মুখ এলাকায় সাঙ্গুর চরে ২৪ হর্স ক্ষমতাসম্পন্ন মেশিনে ১০ ইঞ্চি পাইপ যুক্ত করে উত্তোলন করা হচ্ছে বালু। শ্রমিকেরা তাঁবু গেড়ে দিনরাত বালু তুলছেন। হাজার ফুটের দুটি বালুর স্তূপ করা হয়েছে। প্রতি ট্রাক বালু বিক্রি হচ্ছে ৪ হাজার টাকায়। কনাংজৈ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে গাড়ি চলাচলের রাস্তা করে নেওয়া হচ্ছে বালু। ফলে বর্ষা মৌসুমে স্কুলটির বারান্দা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বালু উত্তোলনের কারণে সাঙ্গুতীরের ফসলি জমি বিলীন হচ্ছে।
সাঙ্গুর চরের পাশেই ফসলি জমি আপ্রুসে মারমার। তিনি বলেন, ‘প্রথমে উচনু মেম্বার সাঙ্গুতীরে থাকা বালু উত্তোলনের জন্য খুঁজেছিলেন, আমি দিইনি। কয়েক সপ্তাহে পরে উচনু ও বলিপাড়া ইউপির চেয়ারম্যান জিয়া অং মারমা এসে বালু তোলা শুরু করেন।’
স্থানীয়রা জানান, কোনো ইজারা না থাকলেও উপজেলার বলিপাড়ার কানাজিও পাড়া, ঙাইক্ষ্যং পাড়া ও মংনাই পাড়ায় মেম্বার উচনু, ইউপি চেয়ারম্যান জিয়া অং ও ঠিকাদার আনোয়ার, বলিপাড়ার নাইন্দারী পাড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসিং অং মারমা, আমতলী পাড়ায় অনিল, যুবলীগের সভাপতি অনিল ত্রিপুরা, সাধারণ সম্পাদক চহাই মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা, ঠিকাদার সুজনসহ কয়েকজন এ কাজে জড়িত। প্রশাসনের চোখ ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে রাতে ট্রাকযোগে বিভিন্ন স্থানে তাঁরা বালু পাচার করে আসছেন।
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান জিয়া অং বলেন, ‘সাঙ্গু থেকে বালু উত্তোলন করছি, তা সত্য নয়। শত্রুতাবশত আমার নাম প্রচার করা হচ্ছে।’
এদিকে গত শুক্রবার রাত ১১টার দিকে বালু উত্তোলন করে পাচারের সময় উপজেলা যুবলীগের সভাপতি অনিল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক চহাইনু মারমার একটি বালুভর্তি ট্রাক জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শুধু ট্রাকটি জব্দ করলেও চালক ও সহকারীকে ছেড়ে দেওয়া হয়।
বালুর ট্রাক জব্দের বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক চহাইনু মারমা বলেন, ‘আমরা বালু উত্তোলন করি না। এলাকার কিছু অসহায় ছেলেকে আমরা সহযোগিতা করছি।’
স্থানীয়রা জানান, থানচি সদর ইউনিয়নের আমতলী পাড়ার মংচসিং কারবারি ও মরহুম বীর মুক্তিযোদ্ধা উহ্লাচিং মারমার খামারঘাট থেকে সাঙ্গুর বালু কিনে তিন মাস ধরে ড্রেজার মেশিন দিয়ে অনিল ও চহাইনু কয়েক লাখ ঘনফুট বালু উত্তোলন করেছেন।
যুবলীগের সভাপতি অনিল ত্রিপুরা বলেন, ‘থানচির সবাই খুব অর্থকষ্টে আছেন। তাই নিজেদের (সরকার দলের) ছেলেদের সহযোগিতা করছি। বালু উত্তোলন না করলে এখানে সরকারি উন্নয়নকাজ কীভাবে হবে?’
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ‘থানচিতে বালু উত্তোলনের জন্য কোনো বালুমহাল নেই। কাউকে ইজারাও দেওয়া হয়নি। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
এ বিষয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দিন চৌধুরী বলেন, ‘বালু উত্তোলনের ব্যাপারে আমার জানা নেই। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে