নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও সিলেট প্রতিনিধি
বৈষম্য বিলোপ, ফ্যাসিবাদী শাসনের ভিত্তি উচ্ছেদ, সাম্প্রদায়িক সহিংসতা রোধ, ছাত্র-জনতা হত্যার বিচার ও দুর্নীতির মূল উৎপাটনের দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। একই দাবিতে সিলেটে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার নেতারা নগরের আম্বরখানায় বাসদ কার্যালয়ে সভা করেছেন।
বরিশালে গতকাল বুধবার নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ হয়। এতে বক্তারা অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সব ছাত্র সংগঠন ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহ আজিজ খোকন সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক মনীষা চক্রবর্ত্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশালের সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ বাড়ৈ প্রমুখ।
সমাবেশে বলা হয়, ছাত্র-জনতার বিজয়কে স্থায়ী করতে হলে স্বৈরাচারী ব্যবস্থার অবসান করে পূর্ণ গণতান্ত্রিক অধিকার ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বক্তারা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুসহ সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন দেশবাসীকে ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, বর্তমান অবস্থার সুযোগ নিয়ে বিভিন্ন জায়গায় দুর্নীতিবাজ ও লুটপাটকারীরা বিভিন্ন অফিসে তাঁদের দুর্নীতির ফাইল পোড়ানোর উৎসব করতে পারে। এ বিষয়ে দেশবাসীকে সচেতন থেকে দুর্বৃত্তদের রুখে দাঁড়াতে হবে।
সিলেটে সিপিবির জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সিপিবির জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাসদের জেলা সদস্যসচিব প্রণব জ্যোতি পাল প্রমুখ।
বক্তারা বলেন, শত শত শহীদের রক্তদান ও দীর্ঘ লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই। ফ্যাসিবাদী শাসকের পতনের বিজয় ধরে রাখতে সচেতন দেশবাসীকে পাহারাদারের ভূমিকা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
বৈষম্য বিলোপ, ফ্যাসিবাদী শাসনের ভিত্তি উচ্ছেদ, সাম্প্রদায়িক সহিংসতা রোধ, ছাত্র-জনতা হত্যার বিচার ও দুর্নীতির মূল উৎপাটনের দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। একই দাবিতে সিলেটে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার নেতারা নগরের আম্বরখানায় বাসদ কার্যালয়ে সভা করেছেন।
বরিশালে গতকাল বুধবার নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ হয়। এতে বক্তারা অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সব ছাত্র সংগঠন ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহ আজিজ খোকন সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক মনীষা চক্রবর্ত্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশালের সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ বাড়ৈ প্রমুখ।
সমাবেশে বলা হয়, ছাত্র-জনতার বিজয়কে স্থায়ী করতে হলে স্বৈরাচারী ব্যবস্থার অবসান করে পূর্ণ গণতান্ত্রিক অধিকার ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বক্তারা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুসহ সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন দেশবাসীকে ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, বর্তমান অবস্থার সুযোগ নিয়ে বিভিন্ন জায়গায় দুর্নীতিবাজ ও লুটপাটকারীরা বিভিন্ন অফিসে তাঁদের দুর্নীতির ফাইল পোড়ানোর উৎসব করতে পারে। এ বিষয়ে দেশবাসীকে সচেতন থেকে দুর্বৃত্তদের রুখে দাঁড়াতে হবে।
সিলেটে সিপিবির জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সিপিবির জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাসদের জেলা সদস্যসচিব প্রণব জ্যোতি পাল প্রমুখ।
বক্তারা বলেন, শত শত শহীদের রক্তদান ও দীর্ঘ লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই। ফ্যাসিবাদী শাসকের পতনের বিজয় ধরে রাখতে সচেতন দেশবাসীকে পাহারাদারের ভূমিকা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে