বিনোদন ডেস্ক
এক যুগে কত-কী পাল্টে গেছে। যে দর্শক সেদিন সদ্য কলেজ পাস করে বেরিয়েছিলেন, তিনি হয়তো আজ তাঁর ক্যারিয়ারের মধ্যগগনে। আবার যিনি অফিস থেকে ফিরে রোজ স্টার প্লাস দেখতেন, তিনি হয়তো এখন অবসর নিয়েছেন। কিন্তু ধারাবাহিকটি শেষ হয়নি। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এখনো চলছে। শুধু তা-ই নয়, ১২ বছর পরেও টিআরপি তালিকায় সেরা স্থানটি ধরে রেখেছে।
উদয়পুরের সিংহানিয়া পরিবারে বিয়ে হয়ে আসে মাহেশ্বরী পরিবারের মেয়ে অক্ষরা। একান্নবর্তী শ্বশুরবাড়িতে সবার প্রিয় বউ হয়ে ওঠার গল্প দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক। অক্ষরা ও নৈতিক একসময়ে আদর্শ দম্পতির ছবি হয়ে উঠেছিল। নিঃসন্দেহে হিনা খান ও করণ মেহরার জুটি হিন্দি টেলিভিশনের সেরা জুটিগুলোর অন্যতম।
কিন্তু এক যুগ পরে আর ধারাবাহিকে নেই অক্ষরা-নৈতিক। তাদের মেয়ে নায়রার জীবন নিয়েই ছুটে চলছিল গল্পের গাড়ি, যে চরিত্রে নিজেকে প্রমাণ করেছে শিবাঙ্গি জোশি। শিবাঙ্গি ও মোহসিন খানের জুটি হিনা-করণের জুটির চেয়ে কম সফল নয়। দর্শকের মনে পুরোনো জুটির রেশ কাটিয়ে নতুন জুটির প্রতি ভালোবাসা তৈরি করা সহজ ছিল না। গত তিন বছরে সেই কঠিন কাজটি করেছেন শিবাঙ্গি-মোহসিন। তবে সেই জুটিও থাকছে না।
স্টার প্লাসের মেগা ব্লকবাস্টার ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর জনপ্রিয় জুটি মহসিন খান ও শিবাঙ্গি জোশি পাঁচ বছর পর সিরিয়াল ছেড়ে দিচ্ছেন। আগামী ৮ অক্টোবর তাঁদের শেষ শুটিং। তাঁরা কেউই এখন বড় ছেলেমেয়ের বাবা-মা হতে চাচ্ছেন না। এর আগে এই সিরিয়ালের আরেক জনপ্রিয় জুটি করণ মেহরা ও হীনা খান সাত বছর কাজ করার পর সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন। ১২ বছর ধরে চলা এই সিরিয়ালে করণ-হীনা, মহসিন-শিবাঙ্গি; এর পর আবারও নতুন জুটির দেখা মিলবে আগামী মাসে। তবে এই মুহূর্তে তাঁদের নাম ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ। গল্পে এখন মহসিন-শিবাঙ্গির সন্তানদের বড় দেখাবে, মানে তারা নায়ক-নায়িকা হবে।
এক যুগে কত-কী পাল্টে গেছে। যে দর্শক সেদিন সদ্য কলেজ পাস করে বেরিয়েছিলেন, তিনি হয়তো আজ তাঁর ক্যারিয়ারের মধ্যগগনে। আবার যিনি অফিস থেকে ফিরে রোজ স্টার প্লাস দেখতেন, তিনি হয়তো এখন অবসর নিয়েছেন। কিন্তু ধারাবাহিকটি শেষ হয়নি। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এখনো চলছে। শুধু তা-ই নয়, ১২ বছর পরেও টিআরপি তালিকায় সেরা স্থানটি ধরে রেখেছে।
উদয়পুরের সিংহানিয়া পরিবারে বিয়ে হয়ে আসে মাহেশ্বরী পরিবারের মেয়ে অক্ষরা। একান্নবর্তী শ্বশুরবাড়িতে সবার প্রিয় বউ হয়ে ওঠার গল্প দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক। অক্ষরা ও নৈতিক একসময়ে আদর্শ দম্পতির ছবি হয়ে উঠেছিল। নিঃসন্দেহে হিনা খান ও করণ মেহরার জুটি হিন্দি টেলিভিশনের সেরা জুটিগুলোর অন্যতম।
কিন্তু এক যুগ পরে আর ধারাবাহিকে নেই অক্ষরা-নৈতিক। তাদের মেয়ে নায়রার জীবন নিয়েই ছুটে চলছিল গল্পের গাড়ি, যে চরিত্রে নিজেকে প্রমাণ করেছে শিবাঙ্গি জোশি। শিবাঙ্গি ও মোহসিন খানের জুটি হিনা-করণের জুটির চেয়ে কম সফল নয়। দর্শকের মনে পুরোনো জুটির রেশ কাটিয়ে নতুন জুটির প্রতি ভালোবাসা তৈরি করা সহজ ছিল না। গত তিন বছরে সেই কঠিন কাজটি করেছেন শিবাঙ্গি-মোহসিন। তবে সেই জুটিও থাকছে না।
স্টার প্লাসের মেগা ব্লকবাস্টার ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর জনপ্রিয় জুটি মহসিন খান ও শিবাঙ্গি জোশি পাঁচ বছর পর সিরিয়াল ছেড়ে দিচ্ছেন। আগামী ৮ অক্টোবর তাঁদের শেষ শুটিং। তাঁরা কেউই এখন বড় ছেলেমেয়ের বাবা-মা হতে চাচ্ছেন না। এর আগে এই সিরিয়ালের আরেক জনপ্রিয় জুটি করণ মেহরা ও হীনা খান সাত বছর কাজ করার পর সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন। ১২ বছর ধরে চলা এই সিরিয়ালে করণ-হীনা, মহসিন-শিবাঙ্গি; এর পর আবারও নতুন জুটির দেখা মিলবে আগামী মাসে। তবে এই মুহূর্তে তাঁদের নাম ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ। গল্পে এখন মহসিন-শিবাঙ্গির সন্তানদের বড় দেখাবে, মানে তারা নায়ক-নায়িকা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে