খান রফিক, বরিশাল
ঈদুল ফিতরের প্রভাব পড়েছে বরিশালের রাজনীতির মাঠে। নেতারা নানাভাবে ফিরতে শুরু করেছেন এলাকায়। জনগণকে আকৃষ্ট করতে কেউ পোস্টার, কেউ ব্যানার টাঙাচ্ছেন, কেউ দান করছেন, আবার কেউ ঘটা করে ইফতার পার্টি করছেন।
জেলার ছয়টি সংসদীয় আসনেই সম্প্রতি নবীন ও প্রবীণ নেতাদের এমন তৎপরতার চিত্র ফুটে উঠছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের এ ধরনের কর্মকাণ্ড নজর কাড়ছে বরিশালবাসীর। তবে ঈদকে ঘিরে এই প্রচার কতটা জনগণের মনে দাগ কাটবে, তা নিয়ে সংশয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বরিশাল সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বিভিন্ন ইউনিয়নে ব্যানার সাঁটিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন জনসাধারণকে। রিন্টুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনিই নেতার নির্দেশে ব্যানার সাঁটিয়েছেন। ‘সদর আসনে সাইদুর রহমান রিন্টু সাংসদ প্রার্থী হতে চান কি না’—এ প্রসঙ্গে মামুন বলেন, সবকিছুরই চেষ্টা করতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় কোন্দলের সুযোগ নিয়ে উপজেলা চেয়ারম্যান রিন্টু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনের প্রার্থী হতে চাচ্ছেন। এ আসনের বর্তমান সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমও এলাকায় যাতায়াত বাড়িয়ে দিয়েছেন। প্রতি সপ্তাহেই তিনি এসে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলে কয়েকটি গ্রুপে বিভক্ত। একদিকে বর্তমান সাংসদ পংকজ নাথ। তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সম্ভাব্য সাংসদ প্রার্থী আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, কেন্দ্রীয় নেতা শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফজালুল করিমসহ একাধিক নেতা।
এর আগে হিজলায় ইফতার পার্টির আয়োজন করেন সাংসদ পংকজ নাথ। জানতে চাইলে বরিশাল-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, ‘সাংসদ পংকজ আগে হিজলা-মেহেন্দীগঞ্জবাসীকে কখনো ইফতার করাননি। এবার পায়ের তলের মাটি সরে যাওয়ায় ঘটা করে ইফতারের আয়োজন করেছেন।’
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে প্রার্থী হতে ঈদে নানাভাবে প্রচার চালাচ্ছেন একাধিক নেতা। যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, মো. দেলোয়ার হোসেন হাওলাদার ঈদ শুভেচ্ছার পোস্টার সাঁটিয়ে এলাকায় অবস্থান জানান দিচ্ছেন।
মুলাদীর সাবেক চেয়ারম্যান আব্দুস সত্তার খান গতকাল দুই সহস্রাধিক গরিব-দুঃখীর মধ্যে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করেছেন। তাঁর অনুসারীরা জানান, ভবিষ্যতে এমপি প্রার্থী হতে চান সাত্তার খান।
এ আসনে আগে সংসদ সদস্য পদে নির্বাচন করা আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান এবারও ঈদের আগেই দুই উপজেলার সাধারণ জনগণকে নানাভাবে সহায়তা করেছেন। আওয়ামী লীগ নেতা আতিক বলেন, আগামী দিনেও তিনি এ আসন থেকে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বলে জানান আওয়ামী লীগ নেতা আতিক।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ঈদে হঠাৎ নেতাদের আনাগোনা বেড়েছে। গত কয়েক দিন ধরে উজিরপুরবাসীর চোখে পড়েছে এ কে ফাইয়াজুল হক রাজুকে। এলাকার একাধিক সূত্র জানিয়েছেন, গত জাতীয় নির্বাচনে নৌকার টিকিট চাওয়া রাজুর মতো অনেককেই নতুন করে এলাকায় দেখা যাচ্ছে।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ঈদ শুভেচ্ছার পোস্টার সাঁটিয়ে নিজের অবস্থান জানান দিয়েছেন মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক। একই চিত্র দেখা গেছে কেন্দ্রীয় যুবলীগ নেতা বিশ্বাস মতিউর রহমান বাদশার ক্ষেত্রে। জাসদের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মহসীন বাকেরগঞ্জে সাংসদ পদপ্রার্থী হতে আগে থেকেই নানা উন্নয়নকাজ করছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকায় তৎপর আছেন এখানকার জাপা সাংসদ নাসরিন জাহান রত্না।
ঈদুল ফিতরের প্রভাব পড়েছে বরিশালের রাজনীতির মাঠে। নেতারা নানাভাবে ফিরতে শুরু করেছেন এলাকায়। জনগণকে আকৃষ্ট করতে কেউ পোস্টার, কেউ ব্যানার টাঙাচ্ছেন, কেউ দান করছেন, আবার কেউ ঘটা করে ইফতার পার্টি করছেন।
জেলার ছয়টি সংসদীয় আসনেই সম্প্রতি নবীন ও প্রবীণ নেতাদের এমন তৎপরতার চিত্র ফুটে উঠছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের এ ধরনের কর্মকাণ্ড নজর কাড়ছে বরিশালবাসীর। তবে ঈদকে ঘিরে এই প্রচার কতটা জনগণের মনে দাগ কাটবে, তা নিয়ে সংশয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বরিশাল সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বিভিন্ন ইউনিয়নে ব্যানার সাঁটিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন জনসাধারণকে। রিন্টুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনিই নেতার নির্দেশে ব্যানার সাঁটিয়েছেন। ‘সদর আসনে সাইদুর রহমান রিন্টু সাংসদ প্রার্থী হতে চান কি না’—এ প্রসঙ্গে মামুন বলেন, সবকিছুরই চেষ্টা করতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় কোন্দলের সুযোগ নিয়ে উপজেলা চেয়ারম্যান রিন্টু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনের প্রার্থী হতে চাচ্ছেন। এ আসনের বর্তমান সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমও এলাকায় যাতায়াত বাড়িয়ে দিয়েছেন। প্রতি সপ্তাহেই তিনি এসে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলে কয়েকটি গ্রুপে বিভক্ত। একদিকে বর্তমান সাংসদ পংকজ নাথ। তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সম্ভাব্য সাংসদ প্রার্থী আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, কেন্দ্রীয় নেতা শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফজালুল করিমসহ একাধিক নেতা।
এর আগে হিজলায় ইফতার পার্টির আয়োজন করেন সাংসদ পংকজ নাথ। জানতে চাইলে বরিশাল-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, ‘সাংসদ পংকজ আগে হিজলা-মেহেন্দীগঞ্জবাসীকে কখনো ইফতার করাননি। এবার পায়ের তলের মাটি সরে যাওয়ায় ঘটা করে ইফতারের আয়োজন করেছেন।’
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে প্রার্থী হতে ঈদে নানাভাবে প্রচার চালাচ্ছেন একাধিক নেতা। যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, মো. দেলোয়ার হোসেন হাওলাদার ঈদ শুভেচ্ছার পোস্টার সাঁটিয়ে এলাকায় অবস্থান জানান দিচ্ছেন।
মুলাদীর সাবেক চেয়ারম্যান আব্দুস সত্তার খান গতকাল দুই সহস্রাধিক গরিব-দুঃখীর মধ্যে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করেছেন। তাঁর অনুসারীরা জানান, ভবিষ্যতে এমপি প্রার্থী হতে চান সাত্তার খান।
এ আসনে আগে সংসদ সদস্য পদে নির্বাচন করা আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান এবারও ঈদের আগেই দুই উপজেলার সাধারণ জনগণকে নানাভাবে সহায়তা করেছেন। আওয়ামী লীগ নেতা আতিক বলেন, আগামী দিনেও তিনি এ আসন থেকে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বলে জানান আওয়ামী লীগ নেতা আতিক।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ঈদে হঠাৎ নেতাদের আনাগোনা বেড়েছে। গত কয়েক দিন ধরে উজিরপুরবাসীর চোখে পড়েছে এ কে ফাইয়াজুল হক রাজুকে। এলাকার একাধিক সূত্র জানিয়েছেন, গত জাতীয় নির্বাচনে নৌকার টিকিট চাওয়া রাজুর মতো অনেককেই নতুন করে এলাকায় দেখা যাচ্ছে।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ঈদ শুভেচ্ছার পোস্টার সাঁটিয়ে নিজের অবস্থান জানান দিয়েছেন মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক। একই চিত্র দেখা গেছে কেন্দ্রীয় যুবলীগ নেতা বিশ্বাস মতিউর রহমান বাদশার ক্ষেত্রে। জাসদের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মহসীন বাকেরগঞ্জে সাংসদ পদপ্রার্থী হতে আগে থেকেই নানা উন্নয়নকাজ করছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকায় তৎপর আছেন এখানকার জাপা সাংসদ নাসরিন জাহান রত্না।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে