নোয়াখালী প্রতিনিধি
চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জাবেদের বিরুদ্ধে তাঁর স্ত্রী ফাতেমা আক্তার কলিকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে নিহত কলির পরিবার। এ ঘটনার বিচার ও জাবেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলির লাশ নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজনসহ এলাকাবাসী।
গতকাল রোববার সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জাবেদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন তাঁরা। এর আগে গত শনিবার রাতে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে কলির লাশ আনা হয়।
মানববন্ধনে কলির স্বজনেরা জানান, এসআই মিজানুর রহমান জাবেদ ও নিহত ফাতেমা আক্তার কলি দুজনই নোয়াখালীর বাসিন্দা। জাবেদ সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা এবং কলি একই উপজেলার কাদিরহানিফের বাসিন্দা। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৪ সালে বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে চট্টগ্রামের হালিশহরে থাকতেন কলি। কিন্তু জাবেদ বিভিন্ন সময় কলিকে মারধর করতেন। এ ছাড়া পাশের বাসার এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন জাবেদ। এ ছাড়া বেআইনিভাবে টাকা আয় করতেন জাবেদ। এসব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে কলির ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। এর জেরে ৬-৭ মাস আগে কলিকে মারধর করলে তাঁর মাথায় ও চোখে আঘাত পান। এসব ঘটনা নিয়ে প্রতিবাদ করলে জাবেদ কলিকে হত্যার হুমকি দেন।
গত শুক্রবার বিকেলে কলিকে মারধর করেন জাবেদ। এতে তাঁর মৃত্যু হলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যদের মোবাইলে জানানো হয়। কলির গলায় গোলাকার কালো দাগ এবং হাতে কাটা জখমের একাধিক চিহ্ন রয়েছে। এ বিষয়ে গতকাল সকালে হালিশহর থানায় একটি মামলা করেন কলির বাবা আহছান উল্যাহ্। এ ঘটনায় একাধিকবার চেষ্টা করেও অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-মামুন বলেন, এ ঘটনায় নিহত কলির বাবা বাদী হয়ে এসআই মিজানুর রহমান জাবেদসহ ৫ জনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জাবেদের বিরুদ্ধে তাঁর স্ত্রী ফাতেমা আক্তার কলিকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে নিহত কলির পরিবার। এ ঘটনার বিচার ও জাবেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলির লাশ নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজনসহ এলাকাবাসী।
গতকাল রোববার সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জাবেদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন তাঁরা। এর আগে গত শনিবার রাতে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে কলির লাশ আনা হয়।
মানববন্ধনে কলির স্বজনেরা জানান, এসআই মিজানুর রহমান জাবেদ ও নিহত ফাতেমা আক্তার কলি দুজনই নোয়াখালীর বাসিন্দা। জাবেদ সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা এবং কলি একই উপজেলার কাদিরহানিফের বাসিন্দা। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৪ সালে বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে চট্টগ্রামের হালিশহরে থাকতেন কলি। কিন্তু জাবেদ বিভিন্ন সময় কলিকে মারধর করতেন। এ ছাড়া পাশের বাসার এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন জাবেদ। এ ছাড়া বেআইনিভাবে টাকা আয় করতেন জাবেদ। এসব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে কলির ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। এর জেরে ৬-৭ মাস আগে কলিকে মারধর করলে তাঁর মাথায় ও চোখে আঘাত পান। এসব ঘটনা নিয়ে প্রতিবাদ করলে জাবেদ কলিকে হত্যার হুমকি দেন।
গত শুক্রবার বিকেলে কলিকে মারধর করেন জাবেদ। এতে তাঁর মৃত্যু হলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যদের মোবাইলে জানানো হয়। কলির গলায় গোলাকার কালো দাগ এবং হাতে কাটা জখমের একাধিক চিহ্ন রয়েছে। এ বিষয়ে গতকাল সকালে হালিশহর থানায় একটি মামলা করেন কলির বাবা আহছান উল্যাহ্। এ ঘটনায় একাধিকবার চেষ্টা করেও অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-মামুন বলেন, এ ঘটনায় নিহত কলির বাবা বাদী হয়ে এসআই মিজানুর রহমান জাবেদসহ ৫ জনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে