হাসিমুখে কটাক্ষের জবাব

বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৭: ৩৪

কয়েক দিন আগে শুরু হয়েছে আলোচিত সেলিব্রিটি শো ‘কফি উইথ করণ’-এর ৮ম সিজন। এ মৌসুম শুরু হয়েছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে দিয়ে। অতিথির চেয়ারে বসে প্রথম পর্বেই বোমা ফাটিয়েছেন দীপিকা। রণবীরের সঙ্গে প্রেম শুরুর দিনগুলোর কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।

দীপিকা জানিয়েছেন, ২০১৫ সালে মালদ্বীপে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রণবীর। তার আগ পর্যন্ত তাঁরা ওপেন রিলেশনশিপে ছিলেন। রণবীরের সঙ্গে সম্পর্কে থাকলেও ‘কমিটেড’ ছিলেন না দীপিকা। রণবীর ছাড়াও সে সময় একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক চালিয়ে গেছেন তিনি। অভিনেত্রীর এমন সরল স্বীকারোক্তি ভালো লাগেনি অনেকের।

ডিজনি প্লাস হটস্টারে ২৬ অক্টোবর কফি উইথ করণের এ পর্বটি প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়া তোলপাড়। চলছে তুমুল বিতর্ক। অনেকেই দীপিকাকে নানাভাবে ট্রোল করছেন। তবে এসব কটাক্ষের জবাব অভিনেত্রী দিয়েছেন হাসিমুখে। গতকাল ইনস্টাগ্রামে ১০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন দীপিকা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘ওয়াও’ রিলে ঠোঁট নেড়ে মজার ছলে হাসিমুখেই সমালোচকদের কড়া জবাব দিয়েছেন তিনি। মাত্র ১৬ ঘণ্টায় এ ভিডিও দেখেছেন ২২ মিলিয়নের বেশি দর্শক।

দীপিকা পাড়ুকোনকী বলেছিলেন দীপিকা
কফি উইথ করণ অনুষ্ঠানে দীপিকা ও রণবীর জানিয়েছেন, কীভাবে পরস্পরের কাছাকাছি এসেছিলেন তাঁরা। পরস্পরকে ভালো 
লাগলেও প্রেমের সম্পর্কে জড়াতে অনেকটা সময় নিয়েছিলেন দীপিকা। তখন একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন তিনি।

শোয়ে দীপিকা বলেন, ‘কয়েকটি ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর কিছুদিন একা থাকতে চেয়েছিলাম। তখন আমি কারও সঙ্গে গভীরভাবে জড়াতে চাইনি। জীবনটাকে উপভোগ করতে চেয়েছিলাম, কারণ সেটারই বয়স ছিল তখন। এমন একটা সময়ে রণবীরের সঙ্গে আলাপ হয়। কিন্তু আমরা কমিটেড ছিলাম না। যত দিন না ও প্রপোজ করেছে তত দিন সিরিয়াস হইনি।’

এরপর দীপিকা বলেন, ‘আমি তখন অনেকের সঙ্গে ডেট করতাম। কিন্তু কারও প্রতি অতটা আকর্ষণ অনুভব করতাম না। অন্য কারও সঙ্গে কথা বলে সেই মানসিক শান্তি পেতাম না, যা ওর (রণবীর সিং) কাছে পেতাম। মানসিকভাবে আমি ওর প্রতিই কমিটেড ছিলাম, যতই অন্য কারও সঙ্গে ডেট করি না কেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত