শরীফ হাসান, দোহার
দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়া বাজার। বাজারসংলগ্ন ৯০ মিটার দীর্ঘ সেতুর নিচ দিয়ে ছোট নৌযানের পাশাপাশি চলছে নিয়মিত বালুবাহী বাল্কহেড। আর এ ভারী নৌযানের ধাক্কায় সেতুর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধাক্কায় ক্ষয়ে গেছে পিলারের নিচের দিকটা, আর একটি পিলারের ওপরের দিকে পলেস্তারা উঠে গিয়ে রড বের হয়ে গেছে। এতে করে পরবর্তী যেকোনো আঘাতে সেতুটি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দারা জানান, হিলসামারি নদী খ্যাত জয়পাড়া খাল দিয়ে বালুবাহী বাল্কহেড প্রতিদিন ২০ থেকে ২৫ বার চলাচল করে। খালের পানিতে স্রোত থাকায় প্রায়ই সেতুর পিলারের সঙ্গে এসব নৌযানের ধাক্কা লাগার ঘটনা ঘটছে। এতে মাঝের পিলারের ওপরের সংযোগ স্থানে বড় রকমের ফাটল ও পলেস্তারা খসে পড়েছে।
জয়পাড়া বাজারের ব্যবসায়ী আহসান সুমন বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫ থেকে ২০ বার বাল্কহেড বালু নিয়ে যাতায়াত করে এমনকি রাতেও। সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় প্রায়ই আটকে যায় বলগেট। এ ছাড়া নিয়মিত ঘষা লাগে। এতে ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে সেতুটি।’
সুমন বলেন, ‘আমাদের বিকল্প যোগাযোগ ব্যবস্থাও নেই। সেতুটি ইতিপূর্বে সংস্কার করা হলেও এখন প্রয়োজন নতুন আরেকটি প্রশস্ত সেতু নির্মাণের। আর বাল্কহেড চলাচল অবিলম্বে বন্ধ করা হোক।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘জয়পাড়া খালটি ছোট। আর এই ছোট খালের মধ্যে জহিরুল, শাহাদাৎ, বশির ও মাহবুব নামে এই চারজন বাল্কহেড চালাচ্ছেন। সেগুলো দিয়ে বালু এনে বিক্রি করছেন। তাঁরা এম এ আজিজ স্কুলের পাশে বাল্কহেড রেখে বালু বিক্রি করছেন। এতে ওই এলাকার অনেকেরই সমস্যা হচ্ছে।’
ওই ব্যক্তি বলেন, ‘বাল্কহেড ব্যবসায়ীরা প্রভাবশালী বলে কেউই কিছু বলতে পারছেন না। প্রশাসনের নাকের ডগায় তাঁরা বাল্কহেড দিয়ে বালু বিক্রি করে তো করছেনই সেই সঙ্গে জয়পাড়া খালেরও বারোটা বাজাচ্ছেন।’
বাল্কহেড মালিক মায়মুনা এন্টারপ্রাইজের জহিরুল বলেন, ‘আমরা অনুমতি নিয়েছি।’ কীভাবে নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘অন্যরা যেভাবে নেয়, আমরাও সেভাবে নিয়েছি। আমরা মাটি কেটে আনি না, আমরা মাটি কিনে আনি। তারপর বিক্রি করি। আর এর থেকে বেশি কিছু জানতে চাইলে আমাদের যে সভাপতি আছেন বশির আহাম্মেদ ভাই, তাঁর সঙ্গে কথা বলেন।’
উপজেলা বাল্কহেড ব্যবসায়ীদের সভাপতি বশির আহাম্মেদ বলেন, ‘আমরা অনুমতি নিইনি। বাল্কহেড সেতুর নিচ দিয়ে যাওয়ার কারণে ধাক্কা লাগছে—এমন কোনো কিছু আমরা জানি না বা শুনিও নাই। বাল্কহেডের ধাক্কায় সেতুর রড বেরিয়ে গেছে, সে বিষয় আমি দেখব। এমন কিছু হলে আমরা বাল্কহেড চালানো বন্ধ করে দেব।’
তবে সেখানে উপস্থিত বাল্কহেড ব্যবসায়ী মাহবুবুর রহমান রেগে যান। তিনি বলেন, ‘কোনো বাল্কহেড অবৈধ না, সব বাল্কহেড বৈধ। তাই আমরা বৈধভাবেই বাল্কহেড চালাচ্ছি।’
এ বিষয়ে মন্তব্য জানতে দোহার পৌরসভার প্রকৌশলী মশিউর রহমানের মোবাইল ফোনে কল করা হলে তিনি রেগে যান। মশিউর রহমান বলেন, ‘আপনারা কী আমাকে ছুটির দিনেও ছুটি নিয়ে থাকতে দেবেন না? খালি ঝামেলা করেন।’
এরপর এ প্রকৌশলী বলেন, ‘সেতুর রড বেরিয়ে গিয়েছে সে বিষয়টি আমরা শুনেছি। কিন্তু বাল্কহেড তো আমরা নিয়ন্ত্রণ করি না। এটি নিয়ন্ত্রণ করে পুলিশ, আপনারা পুলিশকে জিজ্ঞাসা করেন। আমাদের কেন জিজ্ঞেস করেন?’
দোহার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি বলেন, ‘মাটি কেটে এনে বিক্রি করছে এবং বাল্কহেডের ধাক্কায় জয়পাড়া সেতুর সমস্যা হচ্ছে, এ বিষয়ে আমরা কিছু জানি না। তাই আমরা সরেজমিনে দেখব। তারপর আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়া বাজার। বাজারসংলগ্ন ৯০ মিটার দীর্ঘ সেতুর নিচ দিয়ে ছোট নৌযানের পাশাপাশি চলছে নিয়মিত বালুবাহী বাল্কহেড। আর এ ভারী নৌযানের ধাক্কায় সেতুর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধাক্কায় ক্ষয়ে গেছে পিলারের নিচের দিকটা, আর একটি পিলারের ওপরের দিকে পলেস্তারা উঠে গিয়ে রড বের হয়ে গেছে। এতে করে পরবর্তী যেকোনো আঘাতে সেতুটি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দারা জানান, হিলসামারি নদী খ্যাত জয়পাড়া খাল দিয়ে বালুবাহী বাল্কহেড প্রতিদিন ২০ থেকে ২৫ বার চলাচল করে। খালের পানিতে স্রোত থাকায় প্রায়ই সেতুর পিলারের সঙ্গে এসব নৌযানের ধাক্কা লাগার ঘটনা ঘটছে। এতে মাঝের পিলারের ওপরের সংযোগ স্থানে বড় রকমের ফাটল ও পলেস্তারা খসে পড়েছে।
জয়পাড়া বাজারের ব্যবসায়ী আহসান সুমন বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫ থেকে ২০ বার বাল্কহেড বালু নিয়ে যাতায়াত করে এমনকি রাতেও। সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় প্রায়ই আটকে যায় বলগেট। এ ছাড়া নিয়মিত ঘষা লাগে। এতে ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে সেতুটি।’
সুমন বলেন, ‘আমাদের বিকল্প যোগাযোগ ব্যবস্থাও নেই। সেতুটি ইতিপূর্বে সংস্কার করা হলেও এখন প্রয়োজন নতুন আরেকটি প্রশস্ত সেতু নির্মাণের। আর বাল্কহেড চলাচল অবিলম্বে বন্ধ করা হোক।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘জয়পাড়া খালটি ছোট। আর এই ছোট খালের মধ্যে জহিরুল, শাহাদাৎ, বশির ও মাহবুব নামে এই চারজন বাল্কহেড চালাচ্ছেন। সেগুলো দিয়ে বালু এনে বিক্রি করছেন। তাঁরা এম এ আজিজ স্কুলের পাশে বাল্কহেড রেখে বালু বিক্রি করছেন। এতে ওই এলাকার অনেকেরই সমস্যা হচ্ছে।’
ওই ব্যক্তি বলেন, ‘বাল্কহেড ব্যবসায়ীরা প্রভাবশালী বলে কেউই কিছু বলতে পারছেন না। প্রশাসনের নাকের ডগায় তাঁরা বাল্কহেড দিয়ে বালু বিক্রি করে তো করছেনই সেই সঙ্গে জয়পাড়া খালেরও বারোটা বাজাচ্ছেন।’
বাল্কহেড মালিক মায়মুনা এন্টারপ্রাইজের জহিরুল বলেন, ‘আমরা অনুমতি নিয়েছি।’ কীভাবে নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘অন্যরা যেভাবে নেয়, আমরাও সেভাবে নিয়েছি। আমরা মাটি কেটে আনি না, আমরা মাটি কিনে আনি। তারপর বিক্রি করি। আর এর থেকে বেশি কিছু জানতে চাইলে আমাদের যে সভাপতি আছেন বশির আহাম্মেদ ভাই, তাঁর সঙ্গে কথা বলেন।’
উপজেলা বাল্কহেড ব্যবসায়ীদের সভাপতি বশির আহাম্মেদ বলেন, ‘আমরা অনুমতি নিইনি। বাল্কহেড সেতুর নিচ দিয়ে যাওয়ার কারণে ধাক্কা লাগছে—এমন কোনো কিছু আমরা জানি না বা শুনিও নাই। বাল্কহেডের ধাক্কায় সেতুর রড বেরিয়ে গেছে, সে বিষয় আমি দেখব। এমন কিছু হলে আমরা বাল্কহেড চালানো বন্ধ করে দেব।’
তবে সেখানে উপস্থিত বাল্কহেড ব্যবসায়ী মাহবুবুর রহমান রেগে যান। তিনি বলেন, ‘কোনো বাল্কহেড অবৈধ না, সব বাল্কহেড বৈধ। তাই আমরা বৈধভাবেই বাল্কহেড চালাচ্ছি।’
এ বিষয়ে মন্তব্য জানতে দোহার পৌরসভার প্রকৌশলী মশিউর রহমানের মোবাইল ফোনে কল করা হলে তিনি রেগে যান। মশিউর রহমান বলেন, ‘আপনারা কী আমাকে ছুটির দিনেও ছুটি নিয়ে থাকতে দেবেন না? খালি ঝামেলা করেন।’
এরপর এ প্রকৌশলী বলেন, ‘সেতুর রড বেরিয়ে গিয়েছে সে বিষয়টি আমরা শুনেছি। কিন্তু বাল্কহেড তো আমরা নিয়ন্ত্রণ করি না। এটি নিয়ন্ত্রণ করে পুলিশ, আপনারা পুলিশকে জিজ্ঞাসা করেন। আমাদের কেন জিজ্ঞেস করেন?’
দোহার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি বলেন, ‘মাটি কেটে এনে বিক্রি করছে এবং বাল্কহেডের ধাক্কায় জয়পাড়া সেতুর সমস্যা হচ্ছে, এ বিষয়ে আমরা কিছু জানি না। তাই আমরা সরেজমিনে দেখব। তারপর আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে