কুমিল্লা প্রতিনিধি
লাকসামে ডাকাতিয়া নদী থেকে খননযন্ত্র (ড্রেজার মেশিন) দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ বালু দিয়ে পুকুর-ডোবা ভরাট করার অভিযোগ ওঠেছে। এতে নদী তীরবর্তী ঘরবাড়ি, গবাদিপশুর খামার, কৃষি জমি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত বৃহস্পতিবার উপজেলার বাঁকই ইউনিয়নের দুপচর পূর্বপাড়া গ্রামে মানববন্ধন হয়েছে। এ ছাড়া ড্রেজার মেশিন বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এলাকাবাসীর গণস্বাক্ষরিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
গ্রামের স্বজল সিংহ, নেপাল সিংহ, রতন সিং, তৃষ্ণা বড়ুয়াসহ এলাকাবাসী জানান, তিন দিন ধরে তাঁদের বাড়ির পাশের নদীতে ড্রেজার মেশিন বসিয়ে মোটা পাইপ দিয়ে বালু তোলা হচ্ছে। এতে একদিকে নদীর ওই অংশে বিরাট গর্তের সৃষ্টি হয়ে পাশের বসতবাড়ি, গবাদিপশুর খামার, শ্মশানে যাওয়ার রাস্তা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে শ্মশানে যাওয়ার রাস্তাসহ নদীর পাড় ভেঙে পড়েছে। ড্রেজিং অব্যাহত থাকলে গ্রামের অধিকাংশ বাড়ির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
অপর দিকে ড্রেজারের বালু যুক্ত পানি কৃষি জমিতে পড়ে রোপা আমনসহ অন্যান্য ফসল বিনষ্ট হচ্ছে। গত বুধবার এলাকাবাসীর বাধার মুখে বালু উত্তোলন সাময়িক বন্ধ রাখেন অভিযুক্তরা। পরে মানববন্ধনসহ এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।
বাঁকই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আওয়াল বলেন, ‘শুনেছি, এটি পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প। কে করছে, কত টাকার কাজ কিছুই জানি না।’
এ বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম বলেন, ‘প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ডের। তারাই ভালো বলতে পারবেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, ‘স্থানীয় ফারুক চৌধুরী ড্রেজিংয়ের কাজটি করছেন। তবে মাটি ব্যবস্থাপনার কাজ স্থানীয় প্রশাসনের। তা ছাড়া একস্থান থেকে একটানা মাটি কাটার কোনো নিয়ম নেই। আমাদের ডিজাইন মতে, মাটি কেটে সামনের দিকে এগিয়ে যেতে হয়। ডিজাইনের বাইরে কাটা হলে বিল পাবে না। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’
লাকসামে ডাকাতিয়া নদী থেকে খননযন্ত্র (ড্রেজার মেশিন) দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ বালু দিয়ে পুকুর-ডোবা ভরাট করার অভিযোগ ওঠেছে। এতে নদী তীরবর্তী ঘরবাড়ি, গবাদিপশুর খামার, কৃষি জমি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত বৃহস্পতিবার উপজেলার বাঁকই ইউনিয়নের দুপচর পূর্বপাড়া গ্রামে মানববন্ধন হয়েছে। এ ছাড়া ড্রেজার মেশিন বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এলাকাবাসীর গণস্বাক্ষরিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
গ্রামের স্বজল সিংহ, নেপাল সিংহ, রতন সিং, তৃষ্ণা বড়ুয়াসহ এলাকাবাসী জানান, তিন দিন ধরে তাঁদের বাড়ির পাশের নদীতে ড্রেজার মেশিন বসিয়ে মোটা পাইপ দিয়ে বালু তোলা হচ্ছে। এতে একদিকে নদীর ওই অংশে বিরাট গর্তের সৃষ্টি হয়ে পাশের বসতবাড়ি, গবাদিপশুর খামার, শ্মশানে যাওয়ার রাস্তা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে শ্মশানে যাওয়ার রাস্তাসহ নদীর পাড় ভেঙে পড়েছে। ড্রেজিং অব্যাহত থাকলে গ্রামের অধিকাংশ বাড়ির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
অপর দিকে ড্রেজারের বালু যুক্ত পানি কৃষি জমিতে পড়ে রোপা আমনসহ অন্যান্য ফসল বিনষ্ট হচ্ছে। গত বুধবার এলাকাবাসীর বাধার মুখে বালু উত্তোলন সাময়িক বন্ধ রাখেন অভিযুক্তরা। পরে মানববন্ধনসহ এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।
বাঁকই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আওয়াল বলেন, ‘শুনেছি, এটি পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প। কে করছে, কত টাকার কাজ কিছুই জানি না।’
এ বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম বলেন, ‘প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ডের। তারাই ভালো বলতে পারবেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, ‘স্থানীয় ফারুক চৌধুরী ড্রেজিংয়ের কাজটি করছেন। তবে মাটি ব্যবস্থাপনার কাজ স্থানীয় প্রশাসনের। তা ছাড়া একস্থান থেকে একটানা মাটি কাটার কোনো নিয়ম নেই। আমাদের ডিজাইন মতে, মাটি কেটে সামনের দিকে এগিয়ে যেতে হয়। ডিজাইনের বাইরে কাটা হলে বিল পাবে না। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে