নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিদিনই পানি বাড়ছে। ইতিমধ্যেই উপজেলার বেশ কিছু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পনির তোড়ে গত শনিবার রাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের চানপাড়ায় একটি সেতু ভেঙে গেছে। এতে উপজেলা সদরের সঙ্গে ওই গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এভাবে পানি বাড়তে থাকায় বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন এ অঞ্চলের মানুষ।
সরেজমিনে দেখা গেছে, নিম্নাঞ্চল হিসেবে পরিচিত উপজেলার ফান্দাউক, বুড়িশ্বর, নাসিরনগর সদর, ভলাকুট, কুন্ডা, ধরমন্ডল ইউনিয়নের বেশ কিছু এলাকার বিস্তীর্ণ জনপদ পানিতে তলিয়ে গেছে। কিছুদিন আগেই বোনা আমন ধান তলিয়ে গেছে তিন চার ফুট পানিতে। বন্যার পানিতে নিমজ্জিত থেকে রোপা আমন, শাক-সবজি নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। এ ছাড়া অনেক এলাকায় পুকুরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছচাষিরাও।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর নাসিরনগরের মোট ১০ হাজার ৭৫ হেক্টর বোনা আমন ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ভলাকুটে ১ হাজার হেক্টর, চাতলপাড়ে ৭৫, কুন্ডায় ১ হাজার ২০০, নাসিরনগরে ১ হাজার ২০০, বুড়িশ্বরে ১ হাজার ৪৮০, ধরমন্ডলে ১ হাজার হেক্টর ও ফান্দাউকে ১ হাজার ৪১৫ হেক্টর আমন ধান চাষ করা হয়েছে। এসব ধান তলিয়ে গেছে বন্যার পানিতে। এ ছাড়া ১ হাজার হেক্টর পাট খেত ও সবজি খেত পানিতে তলিয়ে যাচ্ছে বলে কৃষকেরা জানিয়েছেন।
ধরমন্ডল ইউপি চেয়ারম্যান মো. শফিক মিয়া বলেন, আমার এলাকায় প্রায় ১ হাজার হেক্টর বোনা আমন ধান আছে। যার সবই পানিতে ডুবে গেছে। এখন পর্যন্ত কৃষি কার্যালয়ের কোনো লোকের দেখা মেলেনি।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক বলেন, উজানের পানির কারণে সৃষ্ট বন্যায় নাসিরনগরের বোনা আমন প্রায় ২ হাজার হেক্টর ধানি জমি পানির নিচে নিমজ্জিত হয়ে গেছে।
উপজেলা সদর, ভলাকুট ও ফান্দাউক ইউনিয়নের তিনটি কমিউনিটি ক্লিনিক পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এতে প্রায় ১০ হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে বলে ধারণা করছে উপজেলা স্বাস্থ্য অফিস। তবে স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ অন্যান্য চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব ধরনের প্রস্তুতি রাখার কথা জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, বন্যার উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে ১টি র্যাপিড রেসপন্স মেডিকেল টিম ও উপজেলার ১৩টি ইউনিয়নের জন্য ১৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
এদিকে গতকাল রোববার সকালে উপজেলা ডাকবাংলো চত্বরে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এই মেডিকেল টিমের কার্যক্রম উদ্বোধন করেন।
বন্যার প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন বলেন, ‘আমরা বন্যা মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছি। আশা করছি, কোনো মানুষ সেবা বঞ্চিত হবেন না।’
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিদিনই পানি বাড়ছে। ইতিমধ্যেই উপজেলার বেশ কিছু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পনির তোড়ে গত শনিবার রাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের চানপাড়ায় একটি সেতু ভেঙে গেছে। এতে উপজেলা সদরের সঙ্গে ওই গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এভাবে পানি বাড়তে থাকায় বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন এ অঞ্চলের মানুষ।
সরেজমিনে দেখা গেছে, নিম্নাঞ্চল হিসেবে পরিচিত উপজেলার ফান্দাউক, বুড়িশ্বর, নাসিরনগর সদর, ভলাকুট, কুন্ডা, ধরমন্ডল ইউনিয়নের বেশ কিছু এলাকার বিস্তীর্ণ জনপদ পানিতে তলিয়ে গেছে। কিছুদিন আগেই বোনা আমন ধান তলিয়ে গেছে তিন চার ফুট পানিতে। বন্যার পানিতে নিমজ্জিত থেকে রোপা আমন, শাক-সবজি নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। এ ছাড়া অনেক এলাকায় পুকুরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছচাষিরাও।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর নাসিরনগরের মোট ১০ হাজার ৭৫ হেক্টর বোনা আমন ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ভলাকুটে ১ হাজার হেক্টর, চাতলপাড়ে ৭৫, কুন্ডায় ১ হাজার ২০০, নাসিরনগরে ১ হাজার ২০০, বুড়িশ্বরে ১ হাজার ৪৮০, ধরমন্ডলে ১ হাজার হেক্টর ও ফান্দাউকে ১ হাজার ৪১৫ হেক্টর আমন ধান চাষ করা হয়েছে। এসব ধান তলিয়ে গেছে বন্যার পানিতে। এ ছাড়া ১ হাজার হেক্টর পাট খেত ও সবজি খেত পানিতে তলিয়ে যাচ্ছে বলে কৃষকেরা জানিয়েছেন।
ধরমন্ডল ইউপি চেয়ারম্যান মো. শফিক মিয়া বলেন, আমার এলাকায় প্রায় ১ হাজার হেক্টর বোনা আমন ধান আছে। যার সবই পানিতে ডুবে গেছে। এখন পর্যন্ত কৃষি কার্যালয়ের কোনো লোকের দেখা মেলেনি।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক বলেন, উজানের পানির কারণে সৃষ্ট বন্যায় নাসিরনগরের বোনা আমন প্রায় ২ হাজার হেক্টর ধানি জমি পানির নিচে নিমজ্জিত হয়ে গেছে।
উপজেলা সদর, ভলাকুট ও ফান্দাউক ইউনিয়নের তিনটি কমিউনিটি ক্লিনিক পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এতে প্রায় ১০ হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে বলে ধারণা করছে উপজেলা স্বাস্থ্য অফিস। তবে স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ অন্যান্য চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব ধরনের প্রস্তুতি রাখার কথা জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, বন্যার উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে ১টি র্যাপিড রেসপন্স মেডিকেল টিম ও উপজেলার ১৩টি ইউনিয়নের জন্য ১৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
এদিকে গতকাল রোববার সকালে উপজেলা ডাকবাংলো চত্বরে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এই মেডিকেল টিমের কার্যক্রম উদ্বোধন করেন।
বন্যার প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন বলেন, ‘আমরা বন্যা মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছি। আশা করছি, কোনো মানুষ সেবা বঞ্চিত হবেন না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে