মিজানুর রহমান রিয়াদ, নোয়াখালী
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী চলতি বছরের শেষে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন ঘিরে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীরা প্রচারে নেমেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আসনটিতে বর্তমান সংসদ সদস্যসহ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছয়জন। ভোটারদের প্রশ্ন, আসন্ন নির্বাচনে কে পাচ্ছেন নৌকা প্রতীক। পাশাপাশি একই দলের একাধিক প্রার্থী থাকায় মনোনয়ন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির শঙ্কা করছেন তাঁরা। অন্যদিকে ভোটের মাঠে অন্য দলের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের দেখা গেলেও আন্দোলনে থাকা বিএনপি নেতারা জানিয়েছেন, এ মুহূর্তে নির্বাচন নিয়ে তাঁরা মোটেও ভাবছেন না।
স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানিয়েছেন, প্রথমত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনে যাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করবেন, সবাই তাঁর পক্ষেই কাজ করবেন। তবে বর্তমানে একাধিক প্রার্থী থাকায় সভা-সমাবেশে উপস্থিতি বা তাঁদের ব্যক্তিগত প্রচার-প্রচারণায় অংশগ্রহণ নিয়ে প্রায়ই বিভ্রান্তিতে পড়তে হয়। একজনের প্রচারে অংশগ্রহণ করলে সেটি অন্যজন ভালোভাবে দেখেন না।
সাধারণ ভোটাররা বলছেন, মনোনয়নের দৌড়ে আওয়ামী লীগের ছয়জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এলাকায় তাঁদের অনেকেই সক্রিয় নন। বেশির ভাগ মনোনয়নপ্রত্যাশী ঢাকায় অবস্থান করেন। একাধিক ব্যক্তি মনোনয়ন চাওয়ায় মনোনয়ন-পূর্ববর্তী অপ্রত্যাশিত কোনো ঘটনা যেন না ঘটে, সংশ্লিষ্টদের কাছে সে অনুরোধ তাঁদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল। দশম ও একাদশ সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হন। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৩০৩ জন।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী: বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ড. মোহাম্মদ ফারুক, সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক আবদুর নূর দুলাল ও সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী: বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ছাড়াও সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী দলের নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন।
অন্য দলের মনোনয়নপ্রত্যাশী: জেলা জাতীয় পার্টির সভাপতি সালা উদ্দিন আহমেদ ও আরেক নেতা আবদুর রহিম বিশ্বাস দলীয় মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চাটখিল উপজেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা সাইফ উল্ল্যাহ ভোটে লড়তে ইচ্ছুক।
মনোনয়নপ্রত্যাশীদের বক্তব্য: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি গত কয়েক বছরে প্রধানমন্ত্রীর সহযোগিতায় চাটখিল ও সোনাইমুড়ীতে অন্তত দুই হাজার কোটি টাকার কাজ করেছি। গরিব, অসহায়, অসচ্ছল মানুষের চিকিৎসা, বসতি নির্মাণ ও দরিদ্র মেয়েদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। এসব কর্মকাণ্ডের জন্য জনগণ আগামী নির্বাচনে আমাকে প্রার্থী হিসেবে চাচ্ছেন।’
বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, ‘দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। আসন্ন নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অবশিষ্ট কাজ সফলভাবে শেষ করতে পারব বলে আশা করি।’
নির্বাচনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘আপাতত আমরা আন্দোলন নিয়ে ব্যস্ত আছি।’
সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক বলেন, ‘বিএনপি কখনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দল যদি অংশ নেয়; তাহলে যাঁকে প্রার্থী করা হবে, আমরা তাঁর পক্ষে ভোট করব।’
সংশোধনী: গত সোমবার আজকের পত্রিকার শেষ পাতায় ‘চ্যালেঞ্জের মুখে সালাম মুর্শেদী’ শিরোনামের প্রকাশিত প্রতিবেদনের একটি স্থানে নগর যুবলীগের সভাপতির বদলে ছাপা হয়েছে যুবদলের সভাপতি। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য দুঃখিত।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী চলতি বছরের শেষে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন ঘিরে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীরা প্রচারে নেমেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আসনটিতে বর্তমান সংসদ সদস্যসহ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছয়জন। ভোটারদের প্রশ্ন, আসন্ন নির্বাচনে কে পাচ্ছেন নৌকা প্রতীক। পাশাপাশি একই দলের একাধিক প্রার্থী থাকায় মনোনয়ন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির শঙ্কা করছেন তাঁরা। অন্যদিকে ভোটের মাঠে অন্য দলের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের দেখা গেলেও আন্দোলনে থাকা বিএনপি নেতারা জানিয়েছেন, এ মুহূর্তে নির্বাচন নিয়ে তাঁরা মোটেও ভাবছেন না।
স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানিয়েছেন, প্রথমত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনে যাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করবেন, সবাই তাঁর পক্ষেই কাজ করবেন। তবে বর্তমানে একাধিক প্রার্থী থাকায় সভা-সমাবেশে উপস্থিতি বা তাঁদের ব্যক্তিগত প্রচার-প্রচারণায় অংশগ্রহণ নিয়ে প্রায়ই বিভ্রান্তিতে পড়তে হয়। একজনের প্রচারে অংশগ্রহণ করলে সেটি অন্যজন ভালোভাবে দেখেন না।
সাধারণ ভোটাররা বলছেন, মনোনয়নের দৌড়ে আওয়ামী লীগের ছয়জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এলাকায় তাঁদের অনেকেই সক্রিয় নন। বেশির ভাগ মনোনয়নপ্রত্যাশী ঢাকায় অবস্থান করেন। একাধিক ব্যক্তি মনোনয়ন চাওয়ায় মনোনয়ন-পূর্ববর্তী অপ্রত্যাশিত কোনো ঘটনা যেন না ঘটে, সংশ্লিষ্টদের কাছে সে অনুরোধ তাঁদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল। দশম ও একাদশ সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হন। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৩০৩ জন।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী: বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ড. মোহাম্মদ ফারুক, সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক আবদুর নূর দুলাল ও সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী: বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ছাড়াও সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী দলের নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন।
অন্য দলের মনোনয়নপ্রত্যাশী: জেলা জাতীয় পার্টির সভাপতি সালা উদ্দিন আহমেদ ও আরেক নেতা আবদুর রহিম বিশ্বাস দলীয় মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চাটখিল উপজেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা সাইফ উল্ল্যাহ ভোটে লড়তে ইচ্ছুক।
মনোনয়নপ্রত্যাশীদের বক্তব্য: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি গত কয়েক বছরে প্রধানমন্ত্রীর সহযোগিতায় চাটখিল ও সোনাইমুড়ীতে অন্তত দুই হাজার কোটি টাকার কাজ করেছি। গরিব, অসহায়, অসচ্ছল মানুষের চিকিৎসা, বসতি নির্মাণ ও দরিদ্র মেয়েদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। এসব কর্মকাণ্ডের জন্য জনগণ আগামী নির্বাচনে আমাকে প্রার্থী হিসেবে চাচ্ছেন।’
বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, ‘দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। আসন্ন নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অবশিষ্ট কাজ সফলভাবে শেষ করতে পারব বলে আশা করি।’
নির্বাচনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘আপাতত আমরা আন্দোলন নিয়ে ব্যস্ত আছি।’
সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক বলেন, ‘বিএনপি কখনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দল যদি অংশ নেয়; তাহলে যাঁকে প্রার্থী করা হবে, আমরা তাঁর পক্ষে ভোট করব।’
সংশোধনী: গত সোমবার আজকের পত্রিকার শেষ পাতায় ‘চ্যালেঞ্জের মুখে সালাম মুর্শেদী’ শিরোনামের প্রকাশিত প্রতিবেদনের একটি স্থানে নগর যুবলীগের সভাপতির বদলে ছাপা হয়েছে যুবদলের সভাপতি। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য দুঃখিত।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে