সানজিদা সামরিন, ঢাকা
রূপকথার সেই বালুঘড়ির কথা নিশ্চয়ই মনে আছে? দুটো কাচের ফানেলের নিচের অংশ যদি একসঙ্গে জোড়া লাগানো হয়, তাহলে দেখতে যেমন হবে, বালুঘড়ি দেখতেও ঠিক তেমনই। ওপরের অংশে বালু আর নিচের অংশে থাকত স্কেল। ওপরের অংশ থেকে বালু ফানেলের মাঝখানের সরু অংশে গিয়ে আটকে যেত। এরপর ধীরে ধীরে অপেক্ষাকৃত সরু ও মিহি দানার বালু ফানেলের সরু নল দিয়ে নিচে পড়ত। বালু জমা হওয়ার পর স্কেলের যেটুকু অংশ পূর্ণ হতো, সেটাই নির্দিষ্ট সময়ের কথা জানান দিত। এরপর ধীরে ধীরে সময় মাপার জন্য যুগে যুগে নানা ধরনের ঘড়ি আবিষ্কৃত হয়েছে। তারপরে সেটা গুরুত্বপূর্ণ ফ্যাশন অনুষঙ্গ হিসেবে আধুনিক নারী-পুরুষের হাতেও উঠে এসেছে। ঘড়িতে ফুটে উঠেছে শৌখিনতা ও আভিজাত্য।
যান্ত্রিক এই জীবনে স্মার্ট ওয়াচ এখন মানুষের নিত্যসঙ্গী। তবে স্মার্টফোনের এ যুগে সময় দেখার জন্য হাতঘড়ি প্রয়োজন না হলেও ফ্যাশন উপকরণ হিসেবে হাতঘড়িকে উপেক্ষা করার জো নেই।
হাতঘড়ির রকমফের
বিভিন্ন ধরনের ঘড়ি পাওয়া যায়। বেশি ব্যবহৃত হয় ব্যাটারিচালিত কোয়ার্টজ মুভমেন্ট ঘড়ি ও মেকানিজম মুভমেন্ট ঘড়ি। প্রায় সব বয়সীরাই এই ঘড়ি ব্যবহার করেন। কোয়ার্টজ ঘড়ি অ্যানালগ ও ডিজিটাল দুই ধরনেরই পাওয়া যায়। মেকানিজম মুভমেন্ট ঘড়ি অটোমেটিক ও ম্যানুয়াল দুই ধরনের পাওয়া যায়। বর্তমানে তরুণেরা স্মার্ট ঘড়ির দিকে ঝুঁকছেন। স্মার্ট ঘড়ি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যায়। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনসহ খেলাধুলা বা অন্যান্য শারীরিক কার্যক্রমের সঙ্গে মিল রেখে এই ঘড়ি সেট করে নেওয়া যায়। বিশেষ করে যাঁরা গাড়ি চালান, তাঁদের জন্য বিশেষ উপযোগী এই ঘড়ি।
স্টাইলিশ তবে জুতসই
হাতঘড়ি কেনার ক্ষেত্রে এমন ঘড়ি বাছাই করতে হবে, যা ব্যক্তিত্বের সঙ্গে জুতসই। ট্রেন্ডি লুক যাঁরা পছন্দ করেন, তাঁরা মোটা বেল্টের বড় ডায়ালের ঘড়ি বেছে নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়পড়ুয়ারা আবার স্পোর্টস ঘরানার ঘড়ি লুফে নিচ্ছেন। তবে যে ঘড়িটি পরবেন, তা হাতের সঙ্গে মানানসই কি না, সেটা বুঝতে হবে। খুব স্লিম যাঁরা, তাঁরা একটু চিকন বেল্ট বা চেইনের ঘড়ি পরুন। অন্যদিকে পেশিবহুল মানুষেরা একটু ভারী ঘড়ি পরলে ভালো লাগবে। অফিশিয়াল পোশাকের সঙ্গে মার্জিত ও সাধারণ বেল্টের ঘড়িই মানিয়ে যায়। তবে সে ক্ষেত্রে ঘড়ির ব্র্যান্ড গুরুত্বপূর্ণ। পোশাকের সঙ্গে ঘড়ির বেল্টের রং মিলে গেলে দেখতে ভালো লাগে। তবে সংগ্রহে দু-একটি ব্র্যান্ডেড ঘড়ি থাকলে মন্দ হয় না।
কেনাকাটা
রাজধানীর নিউমার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, বায়তুল মোকাররম, পাটুয়াটুলীসহ বিভিন্ন শপিং কমপ্লেক্সে হাতঘড়ির দোকান রয়েছে। এ ছাড়া রয়েছে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট ও গিফট শপে পাওয়া যাবে ফ্যাশনের অনুষঙ্গ ঘড়ি।
দরদাম
সাধারণত ঘড়ির দাম নির্ভর করে ব্র্যান্ডের ওপর। টাইটান ব্র্যান্ডের ঘড়ি পাওয়া যাবে ৪ হাজার থেকে ২২ হাজার টাকার মধ্য়ে, ফাস্টট্র্যাকের ঘড়ি মিলবে ৪ থেকে ১২ হাজার টাকায়। আর ওমেগা ব্র্যান্ডের ঘড়ির দাম শুরু হয়েছে ১ লাখ টাকা থেকে। এ ছাড়া ওরিয়েন্ট ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা, রোমার ১২ হাজার থেকে ১ লাখ টাকা এবং টিসোট ঘড়ি মিলবে ২৫ হাজার থেকে লাখ টাকায়। ওয়েস্টার ২ হাজার থেকে ১৫ হাজার, সিটিজেন ২ হাজার থেকে ৩০ হাজার টাকায় পাওয়া যাবে।
এ তো গেল ব্র্যান্ডের ঘড়ির কথা। এ ছাড়া চীন থেকে আমদানি করা কালারফুল সিলিকন, চেইন ও কাপড়ের বেল্টে তৈরি বিভিন্ন ঘড়ির দাম পড়বে ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত।
রূপকথার সেই বালুঘড়ির কথা নিশ্চয়ই মনে আছে? দুটো কাচের ফানেলের নিচের অংশ যদি একসঙ্গে জোড়া লাগানো হয়, তাহলে দেখতে যেমন হবে, বালুঘড়ি দেখতেও ঠিক তেমনই। ওপরের অংশে বালু আর নিচের অংশে থাকত স্কেল। ওপরের অংশ থেকে বালু ফানেলের মাঝখানের সরু অংশে গিয়ে আটকে যেত। এরপর ধীরে ধীরে অপেক্ষাকৃত সরু ও মিহি দানার বালু ফানেলের সরু নল দিয়ে নিচে পড়ত। বালু জমা হওয়ার পর স্কেলের যেটুকু অংশ পূর্ণ হতো, সেটাই নির্দিষ্ট সময়ের কথা জানান দিত। এরপর ধীরে ধীরে সময় মাপার জন্য যুগে যুগে নানা ধরনের ঘড়ি আবিষ্কৃত হয়েছে। তারপরে সেটা গুরুত্বপূর্ণ ফ্যাশন অনুষঙ্গ হিসেবে আধুনিক নারী-পুরুষের হাতেও উঠে এসেছে। ঘড়িতে ফুটে উঠেছে শৌখিনতা ও আভিজাত্য।
যান্ত্রিক এই জীবনে স্মার্ট ওয়াচ এখন মানুষের নিত্যসঙ্গী। তবে স্মার্টফোনের এ যুগে সময় দেখার জন্য হাতঘড়ি প্রয়োজন না হলেও ফ্যাশন উপকরণ হিসেবে হাতঘড়িকে উপেক্ষা করার জো নেই।
হাতঘড়ির রকমফের
বিভিন্ন ধরনের ঘড়ি পাওয়া যায়। বেশি ব্যবহৃত হয় ব্যাটারিচালিত কোয়ার্টজ মুভমেন্ট ঘড়ি ও মেকানিজম মুভমেন্ট ঘড়ি। প্রায় সব বয়সীরাই এই ঘড়ি ব্যবহার করেন। কোয়ার্টজ ঘড়ি অ্যানালগ ও ডিজিটাল দুই ধরনেরই পাওয়া যায়। মেকানিজম মুভমেন্ট ঘড়ি অটোমেটিক ও ম্যানুয়াল দুই ধরনের পাওয়া যায়। বর্তমানে তরুণেরা স্মার্ট ঘড়ির দিকে ঝুঁকছেন। স্মার্ট ঘড়ি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যায়। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনসহ খেলাধুলা বা অন্যান্য শারীরিক কার্যক্রমের সঙ্গে মিল রেখে এই ঘড়ি সেট করে নেওয়া যায়। বিশেষ করে যাঁরা গাড়ি চালান, তাঁদের জন্য বিশেষ উপযোগী এই ঘড়ি।
স্টাইলিশ তবে জুতসই
হাতঘড়ি কেনার ক্ষেত্রে এমন ঘড়ি বাছাই করতে হবে, যা ব্যক্তিত্বের সঙ্গে জুতসই। ট্রেন্ডি লুক যাঁরা পছন্দ করেন, তাঁরা মোটা বেল্টের বড় ডায়ালের ঘড়ি বেছে নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়পড়ুয়ারা আবার স্পোর্টস ঘরানার ঘড়ি লুফে নিচ্ছেন। তবে যে ঘড়িটি পরবেন, তা হাতের সঙ্গে মানানসই কি না, সেটা বুঝতে হবে। খুব স্লিম যাঁরা, তাঁরা একটু চিকন বেল্ট বা চেইনের ঘড়ি পরুন। অন্যদিকে পেশিবহুল মানুষেরা একটু ভারী ঘড়ি পরলে ভালো লাগবে। অফিশিয়াল পোশাকের সঙ্গে মার্জিত ও সাধারণ বেল্টের ঘড়িই মানিয়ে যায়। তবে সে ক্ষেত্রে ঘড়ির ব্র্যান্ড গুরুত্বপূর্ণ। পোশাকের সঙ্গে ঘড়ির বেল্টের রং মিলে গেলে দেখতে ভালো লাগে। তবে সংগ্রহে দু-একটি ব্র্যান্ডেড ঘড়ি থাকলে মন্দ হয় না।
কেনাকাটা
রাজধানীর নিউমার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, বায়তুল মোকাররম, পাটুয়াটুলীসহ বিভিন্ন শপিং কমপ্লেক্সে হাতঘড়ির দোকান রয়েছে। এ ছাড়া রয়েছে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট ও গিফট শপে পাওয়া যাবে ফ্যাশনের অনুষঙ্গ ঘড়ি।
দরদাম
সাধারণত ঘড়ির দাম নির্ভর করে ব্র্যান্ডের ওপর। টাইটান ব্র্যান্ডের ঘড়ি পাওয়া যাবে ৪ হাজার থেকে ২২ হাজার টাকার মধ্য়ে, ফাস্টট্র্যাকের ঘড়ি মিলবে ৪ থেকে ১২ হাজার টাকায়। আর ওমেগা ব্র্যান্ডের ঘড়ির দাম শুরু হয়েছে ১ লাখ টাকা থেকে। এ ছাড়া ওরিয়েন্ট ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা, রোমার ১২ হাজার থেকে ১ লাখ টাকা এবং টিসোট ঘড়ি মিলবে ২৫ হাজার থেকে লাখ টাকায়। ওয়েস্টার ২ হাজার থেকে ১৫ হাজার, সিটিজেন ২ হাজার থেকে ৩০ হাজার টাকায় পাওয়া যাবে।
এ তো গেল ব্র্যান্ডের ঘড়ির কথা। এ ছাড়া চীন থেকে আমদানি করা কালারফুল সিলিকন, চেইন ও কাপড়ের বেল্টে তৈরি বিভিন্ন ঘড়ির দাম পড়বে ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে