বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হোগলাকান্দি গ্রামে আওয়ামী লীগ নেতা কাজী সারোয়ার জাহানের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে রুপসদী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম মিয়া ও ছলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. জালাল মিয়ার বিরুদ্ধে। কাজী সারোয়ার জাহানের অভিযোগ, তাঁকে হত্যার উদ্দেশ্যে ওই দুই চেয়ারম্যানের নির্দেশে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তবে বাড়িতে না থাকায় তিনি বেঁচে যান। অন্যদিকে রুপসদী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম মিয়া ও ছলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. জালাল মিয়া এ অভিযোগ অস্বীকার করেছেন।
কাজী সরোয়ারের পরিবার সূত্রে জানা গেছে, বেশকিছু সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে। অন্য সিসিটিভির ফুটেজ দেখা গেছে কবির খান, রাসেল হায়দার, বাদল, জালাল চেয়ারম্যানের ভাই মুক্তো মিয়া, ওয়াহিদ মেম্বার, ওয়াহিদ মেম্বারের ছেলে আল-আমিন এবং আরও ২৫-৩০ জন হামলায় জড়িত ছিলেন। সারোয়ার জাহানের ঘরের ভেতরে প্রবেশ করে প্রায় ৮ লাখ টাকার মালামাল ক্ষতি করে এবং ১৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ছাড়া গাড়ির ভেতরে থাকা নগদ ৫ লাখ টাকার ব্যাগও নিয়ে গেছে তারা।
এ নিয়ে জানতে চাইলে কাজী সরোয়ার জাহান বলেন, ‘জালাল ও হাকিম চেয়ারম্যানের উসকানিতে আমাদের বাড়িতে লুটপাট ও মালামাল ভাঙচুর করা হয়। আমাকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করে। কিন্তু বাইরে থাকায় আমার কিছু হয়নি। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি পুলিশ প্রশাসন ও স্থানীয় সাংসদ ক্যাপ্টেন তাজুল ইসলামের কাছে নিরাপদ আশ্রয় চাই।’
কাজী সরোয়ার জাহানের ভাই কাজী শাহীন বলেন, ‘আমরা বাড়ির ভেতরে বসেছিলাম। হঠাৎ একদল লোক বাড়িতে এসে আক্রমণ চালায় এবং বাড়ির কিছু সিসি ক্যামেরা ভেঙে ফেলে। আমরা আতঙ্কে লুকিয়ে ছিলাম এবং আমার বাচ্চারা অনেক ভয় পেয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করছি।’
রূপসদী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘এসব ব্যাপারে আমি কোনো কিছু জানি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেব।’
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হোগলাকান্দি গ্রামে আওয়ামী লীগ নেতা কাজী সারোয়ার জাহানের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে রুপসদী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম মিয়া ও ছলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. জালাল মিয়ার বিরুদ্ধে। কাজী সারোয়ার জাহানের অভিযোগ, তাঁকে হত্যার উদ্দেশ্যে ওই দুই চেয়ারম্যানের নির্দেশে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তবে বাড়িতে না থাকায় তিনি বেঁচে যান। অন্যদিকে রুপসদী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম মিয়া ও ছলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. জালাল মিয়া এ অভিযোগ অস্বীকার করেছেন।
কাজী সরোয়ারের পরিবার সূত্রে জানা গেছে, বেশকিছু সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে। অন্য সিসিটিভির ফুটেজ দেখা গেছে কবির খান, রাসেল হায়দার, বাদল, জালাল চেয়ারম্যানের ভাই মুক্তো মিয়া, ওয়াহিদ মেম্বার, ওয়াহিদ মেম্বারের ছেলে আল-আমিন এবং আরও ২৫-৩০ জন হামলায় জড়িত ছিলেন। সারোয়ার জাহানের ঘরের ভেতরে প্রবেশ করে প্রায় ৮ লাখ টাকার মালামাল ক্ষতি করে এবং ১৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ছাড়া গাড়ির ভেতরে থাকা নগদ ৫ লাখ টাকার ব্যাগও নিয়ে গেছে তারা।
এ নিয়ে জানতে চাইলে কাজী সরোয়ার জাহান বলেন, ‘জালাল ও হাকিম চেয়ারম্যানের উসকানিতে আমাদের বাড়িতে লুটপাট ও মালামাল ভাঙচুর করা হয়। আমাকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করে। কিন্তু বাইরে থাকায় আমার কিছু হয়নি। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি পুলিশ প্রশাসন ও স্থানীয় সাংসদ ক্যাপ্টেন তাজুল ইসলামের কাছে নিরাপদ আশ্রয় চাই।’
কাজী সরোয়ার জাহানের ভাই কাজী শাহীন বলেন, ‘আমরা বাড়ির ভেতরে বসেছিলাম। হঠাৎ একদল লোক বাড়িতে এসে আক্রমণ চালায় এবং বাড়ির কিছু সিসি ক্যামেরা ভেঙে ফেলে। আমরা আতঙ্কে লুকিয়ে ছিলাম এবং আমার বাচ্চারা অনেক ভয় পেয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করছি।’
রূপসদী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘এসব ব্যাপারে আমি কোনো কিছু জানি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে