বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যত্রতত্র বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার। নিত্যপণ্যের মতো মুদি, মোবাইল ফোন রিচার্জের দোকান এমনকি সেলুনেও মিলছে এসব সিলিন্ডার গ্যাস। কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই অবাধে এসব গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। এতে যেকোনো সময় বিস্ফোরণসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।
বিজয়নগর উপজেলার চম্পকনগর, সিংগারবিল, চান্দুরা, বুধন্তী, বিষেবপুরসহ উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, মুদির দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানে অবাধে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস। গ্রামের অলি-গলির দোকানেও এসব বিক্রি হচ্ছে। কোনো রকম সাবধানতা ছাড়াই যানবাহনে সিলিন্ডার বহন ও ট্রাকের ওপর থেকে ছুড়ে ফেলা হচ্ছে স্তূপের ওপর।
এদিকে গ্যাস সিলিন্ডার বিক্রয়কেন্দ্র ও মজুত রাখার জায়গায় পর্যাপ্ত আলো বাতাস, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখার নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। ফায়ার সার্ভিস, জ্বালানি অধিদপ্তরের লাইসেন্স রাখার বিধান থাকলেও বেশির ভাগ ব্যবসায়ী এসবের তোয়াক্কা করেন না। এলপিজি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ছোট লাইসেন্সধারী ব্যবসায়ীরা নিয়মনীতি মেনে প্রায় ৪০টি গ্যাস সিলিন্ডার দোকানে রেখে বিক্রি করতে পারবেন। কিন্তু বাস্তবে এসব নিয়মনীতির বালাই নেই। এমনকি লাইসেন্স করে এ ব্যবসা করতে হয় এটাই জানেন না অনেক ব্যবসায়ী।
অথচ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সেবাগ্রহীতার নিরাপত্তা ও জীবন বিপন্ন হতে পারে এমন কোনো কাজ করলে তাঁকে কারাদণ্ড অনধিক ২ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
স্থানীয় গৃহিণী আয়েশা হুমায়রা বলেন, কোনো দোকানেই আগুন নির্বাপক ব্যবস্থা নেই। যদি বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটে তাহলে দোকানের পাশাপাশি আশপাশের বাড়ি ক্ষতিগ্রস্তা হওয়ার পাশাপাশি হতাহতের ঘটনা ঘটতে পারে। এ ছাড়া বর্তমানে এক বোতল সিলিন্ডার গ্যাস ১২ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
ব্যবসায়ী হৃদয় রায় বলেন, দাম বৃদ্ধির কারণে এখন একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ধাপে ধাপে দাম বেড়েছে এ সিলিন্ডার গ্যাসের।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইয়াসির আরাফাত বলেন, ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। নিয়মনীতি না মেনে ব্যবসা পরিচালনা করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যত্রতত্র বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার। নিত্যপণ্যের মতো মুদি, মোবাইল ফোন রিচার্জের দোকান এমনকি সেলুনেও মিলছে এসব সিলিন্ডার গ্যাস। কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই অবাধে এসব গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। এতে যেকোনো সময় বিস্ফোরণসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।
বিজয়নগর উপজেলার চম্পকনগর, সিংগারবিল, চান্দুরা, বুধন্তী, বিষেবপুরসহ উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, মুদির দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানে অবাধে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস। গ্রামের অলি-গলির দোকানেও এসব বিক্রি হচ্ছে। কোনো রকম সাবধানতা ছাড়াই যানবাহনে সিলিন্ডার বহন ও ট্রাকের ওপর থেকে ছুড়ে ফেলা হচ্ছে স্তূপের ওপর।
এদিকে গ্যাস সিলিন্ডার বিক্রয়কেন্দ্র ও মজুত রাখার জায়গায় পর্যাপ্ত আলো বাতাস, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখার নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। ফায়ার সার্ভিস, জ্বালানি অধিদপ্তরের লাইসেন্স রাখার বিধান থাকলেও বেশির ভাগ ব্যবসায়ী এসবের তোয়াক্কা করেন না। এলপিজি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ছোট লাইসেন্সধারী ব্যবসায়ীরা নিয়মনীতি মেনে প্রায় ৪০টি গ্যাস সিলিন্ডার দোকানে রেখে বিক্রি করতে পারবেন। কিন্তু বাস্তবে এসব নিয়মনীতির বালাই নেই। এমনকি লাইসেন্স করে এ ব্যবসা করতে হয় এটাই জানেন না অনেক ব্যবসায়ী।
অথচ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সেবাগ্রহীতার নিরাপত্তা ও জীবন বিপন্ন হতে পারে এমন কোনো কাজ করলে তাঁকে কারাদণ্ড অনধিক ২ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
স্থানীয় গৃহিণী আয়েশা হুমায়রা বলেন, কোনো দোকানেই আগুন নির্বাপক ব্যবস্থা নেই। যদি বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটে তাহলে দোকানের পাশাপাশি আশপাশের বাড়ি ক্ষতিগ্রস্তা হওয়ার পাশাপাশি হতাহতের ঘটনা ঘটতে পারে। এ ছাড়া বর্তমানে এক বোতল সিলিন্ডার গ্যাস ১২ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
ব্যবসায়ী হৃদয় রায় বলেন, দাম বৃদ্ধির কারণে এখন একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ধাপে ধাপে দাম বেড়েছে এ সিলিন্ডার গ্যাসের।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইয়াসির আরাফাত বলেন, ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। নিয়মনীতি না মেনে ব্যবসা পরিচালনা করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে